Zomato To Eternal News – জোমাটো’র নামে বিরাট পরিবর্তন! প্রকাশিত হলো নতুন লোগো

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Zomato To Eternal News – জোমাটোর নামে এলো পরিবর্তন। এই অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্মের নাম পরিবর্তনের জন্য অনুমোদন দিয়েছে বোর্ড অফ মেম্বারস। ৬ ফেব্রুয়ারি স্টক এক্সচেঞ্জ ফাইলিং এ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে সেই কথা।

একটি চিঠিতে বোম্বে স্টক এক্সচেঞ্জকে জোমাটোর সিইও এবং সহ প্রতিষ্ঠাতার দিপেন্দর গোয়েল জানান,”যখন থেকে আমরা ব্লিঙ্কইট অধিগ্রহণ করেছি, তবে থেকে কোম্পানি এবং ব্র্যান্ড বা অ্যাপের মধ্যে পার্থক্য করতে আভ্যন্তরীণভাবে জোমাটোর নাম বদলের প্রক্রিয়া শুরু করেছি। জোমাটোর বদলে এবার থেকে এর নাম হবে ইটারনাল”।

Zomato To Eternal News

তাঁর কথায়, জোমাটো ছাড়িয়ে ভবিষ্যতে যখন অন্য কোন প্ল্যাটফর্মে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করবেন, সেদিন প্রকাশিত হবে এই নতুন নাম। দিপেন্দর গোয়েল জানান,”ব্লিঙ্কইটের মাধ্যমে আমরা সেই জায়গাটা অধিকার করতে পেরেছি, এখন আমরা জোমাটো লিমিটেড থেকে সংস্থার নাম বদলে ইটারনাল লিমিটেড করতে চাই”।

দীপিন্দর গোয়েল বৃহস্পতিবার শেয়ারহোল্ডারদের একটি চিঠিতে জানান, এই নাম পরিবর্তন এর অনুমোদন দিয়েছে সংস্থার বোর্ড। চিঠিতে তিনি লেখেন,”যখনই এই নাম বদল অনুমোদিত হয়ে যাবে, আমাদের কর্পোরেট ওয়েবসাইট জোমাটো ডট কম থেকে হয়ে যাবে ইটারনাল ডট কম।

আমরা আমাদের স্টক টিকারও জোমাটো থেকে বদলে ইটারনাল করে দেব। ইটারনালের মূলত চারটি প্রধান ব্যবসা থাকবে- জোমাটো, ব্লিঙ্কইট, ডিস্ট্রিক্ট এবং হাইপারপিওর।’

আদিত্য বিড়লা সংস্থায় ফ্রি ট্রেনিং ও চাকরি, বেতন শুরু ১৫০০০ থেকে। 

চিঠিতেই দীপেন্দর গোয়েল উল্লেখ করেন, কিভাবে ২০০৭ সালে ‘ফুডিবে’ নামক সংস্থাটি কাজ শুরু করেছিল। ধীরে ধীরে সতেরো বছর পর সেই সংস্থার নাম হয় জোমাটো। শুধু তাই নয়, স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত হওয়া ভারতের প্রথম স্টার্ট আপের মর্যাদা পেয়েছে জোমাটো। গত বছর ডিসেম্বরে স্টক এক্সচেঞ্জে নাম লিখিয়েছে এই সংস্থা।

দিপেন্দর গোয়েল বলেন, “যাত্রাপথে প্রচুর সম্পদ বৃদ্ধি হয়েছে, শুধু আমার নয়, আমাদের কর্মীর, বিনিয়োগ কারীদের এবং শেয়ার হোল্ডারদেরও কিন্তু আমি শুধু টাকা রোজগারের জন্য জোমাটো শুরু করিনি।

জীবনে কিছু বড় কাজ করার লক্ষ্যেই শুরু করেছিলাম এই জোমাটো। বিগত ২ বছর ধরে আভ্যন্তরীণভাবে এই ইটারনাল নামটি আমরা ব্যবহার করছি।”

রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের জন্য বিরাট সুখবর, কি বলছে পশ্চিমবঙ্গ সরকার?