Aditya Birla Company Internship 2025 – আদিত্য বিড়লা সংস্থায় ফ্রি ট্রেনিং ও চাকরি, বেতন শুরু ১৫০০০ থেকে। 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Aditya Birla Company Internship 2025আদিত্য বিড়লা ক্যাপিটাল দপ্তরের তরফে ইন্টার্নশিপ প্রোগ্রাম। এখানে ইচ্ছুক চাকরিপ্রার্থীরা ভিন্নপদে আবেদনের সুযোগ পাবেন। এই ইন্টার্নশিপ প্রোগ্রামের মাধ্যমে ইচ্ছুক প্রার্থীরা বিনামূল্যে ইন্টার্নশিপ সুযোগ পাবে। এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। 

আবেদন পদ্ধতি কি হবে ? এখানে কোন পদে আবেদন করার সুযোগ পাবেন ? বয়সসীমা কি থাকছে? মোট কয়টি পদে প্রার্থীরা আবেদন জানাতে পারবে ? চাকরি প্রার্থীদের মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত তথ্য প্রকাশিত হয়েছে আজকের এই প্রতিবেদনে। এখানে আবেদন করার আগে বিঞ্জপ্তি ডাউনলোড করবেন তারপর ভালোভাবে পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।

আদিত্য বিড়লা ক্যাপিটাল

আদিত্য বিড়লা ক্যাপিটাল হলো ফাইন্যান্সিয়াল সার্ভিস সেক্টরের মূল সংস্থা। এখানে ইচ্ছুক প্রার্থীরা বিনামূল্যে ইন্টার্নশিপ এর সুবিধা পাবেন। এই ইন্টার্নশিপ থেকে আবেদন প্রার্থীরা জীবনবীমা, এসেট ম্যানেজমেন্ট, প্রাইভেট ইক্যুইটি, কর্পোরেট লেন্ডিং, ওয়েলথ ম্যানেজমেন্ট, স্ট্রাকচারড ফাইন্যান্স, কমোডিটি ব্রোকিং, অনলাইন পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট, হাউজিং ফাইন্যান্স ও স্বাস্থ্যবীমাম ইত্যাদি সুবিধা পাওয়া যাবে। এই ইন্টার্নশিপ প্রোগ্রাম লখনৌতে অনুষ্ঠিত হবে এবং ট্রেনিং এর মেয়াদ ২ মাস ।

বেতন কাঠামো (Aditya Birla Company Internship 2025)

এখানে আবেদনে ইচ্ছুক প্রার্থীরা চাকরির পাশাপাশি  প্রতি মাসে সর্বনিম্ন ১৫,০০০ টাকা থেকে সর্বোচ্চ ২৫,০০০ টাকার মধ্যে বেতন প্রদান করা হবে। এছাড়া আবেদনকারীরা এই ইন্টার্নশিপ প্রোগ্রাম থেকে স্টাইপেন্ড  সহ সার্টিফিকেট ও সুপারিশপত্র দেওয়া হবে যা পরিবর্ত চাকরির সুযোগ করে দেবে।

আবেদন পদ্ধতি 

এই পদে প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইন এর মাধ্যমে। অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের আমাদের প্রতিবেদনের নিচে যে অফিসিয়াল ওয়েবসাইটে লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে অফিসিয়াল (Aditya Birla Company Internship 2025) ওয়েবসাইট ভিজিট করবেন। এরপর এপ্লাই নাও অপশনে ক্লিক করে নিজেদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন। এরপর নিজেদের সমস্ত ব্যক্তিগত তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্টস পাঠানো এর মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারে।

গুরুত্বপূর্ণ তারিখ: 

আবেদনের শেষ তারিখ : ০৯/০২/২০২৫

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটView Now

রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের জন্য বিরাট সুখবর, কি বলছে পশ্চিমবঙ্গ সরকার?

বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.in শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা  কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে । wbtak.in সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।