WB School Job Vacancy 2024 – রাজ্যের প্রার্থীদের জন্য খুশির খবর। রাজ্যর স্কুলে একাধিক বিষয়ে কর্মী নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখানে ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ হবে। এ ছাড়া আরও বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি পড়বেন, বুঝবেন তারপরেই নিজের দায়িত্বে আবেদন পদ্ধতি সম্পূর্ণ করবেন।
নিয়োগ সংস্থা | Harirampur,English Medium and Govt. Model School, Kushmandi, |
পদের নাম | Teacher |
মোট শূন্যপদ | নিচে উল্লেখ করা আছে |
আবেদন মাধ্যম | ইন্টারভিউ |
শেষ তারিখ | ২২-০১-২০২৪ |
নতুন চাকরির খবর – যুবশ্রী প্রকল্পে আবেদন করুন বাড়িতে বসে,সম্পূর্ণ নতুন পদ্ধতিতে
পদের নাম ও শূন্যপদ (WB School Job Vacancy 2024)
১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – গভর্নমেন্ট মডেল স্কুল কুশমন্ডি – এখানে ভূগোল বিষয় নিয়োগ হবে ও গভর্নমেন্ট মডেল স্কুল হরিরামপুর – সেখানে বাংলা ইংরেজি ইত্যাদি পদে নিয়োগ হবে।
২) এখানে মোট ০৪ জনকে নিয়োগ করা হবে।
বয়স সীমা ও বেতন (WB School Job Vacancy 2024)
১) যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা সর্বোচ্চ ৬২ বছর মধ্যে বয়স থাকলেই এখানে আবেদন করা যাবে।
২) সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী বেতন সম্বন্ধে সেরকম কোন কিছু উল্লেখ নেই তবুও আপনারা অতি অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে ইন্টারেস্ট স্থানে ইন্টারভিউ দিতে যাবেন।
শিক্ষাগত যোগ্যতা
এখানে শুধুমাত্র সরকারি ও বেসরকারি (WB School Job Vacancy 2024) ইংরেজি মাধ্যম গুলির অবসরপ্রাপ্ত কর্মীরা এখানে আবেদন করতে পারবে। বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
ddinajpur.nic.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
কি ভাবে আবেদন করতে হবে?
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইন বা অনলাইনে আবেদন করতে হবে না। সংস্থার বিজ্ঞপ্তিতে আবেদন পত্রটি আছে (WB School Job Vacancy 2024) সেটিকে নিয়ে হাতে কলমে ভালো করে ফিলাপ করে সঙ্গে যা যা নথি বলেছে সে গুলোকে সংযুক্ত করে নির্দিষ্ট সময় ও ঠিকানায় ইন্টারভিউ স্থানে পৌঁছে গেলে ইন্টারভিউ হয়ে যাবে। এছাড়া আরো বিস্তারিত জানার জন্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে ইন্টারভিউ দিতে যাবেন।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ০৯-০১-২০২৪ |
শেষ তারিখ | ২২-০১-২০২৪ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | ddinajpur.nic.in |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
More Details | Click Here |
নতুন চাকরির খবর –শিক্ষা দপ্তরে ক্লার্ক নিয়োগ, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করুন