Yuvashree Apply Online 2024 – যুবশ্রী প্রকল্পে আবেদন করুন বাড়িতে বসে,সম্পূর্ণ নতুন পদ্ধতিতে। 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Yuvashree Apply Online 2024 – আমরা প্রত্যেকেই জানি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে ২০১৩ সালে একটি প্রকল্প চালু করা হয়েছে যা যুবশ্রী প্রকল্প কিংবা বেকার ভাতা নামে পরিচিত। মূলত এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার ছেলে ও মেয়েদের তাদের কর্মমুখী করতে ও বিভিন্ন রকম ব্যবসায় নিজে থেকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য প্রতিমাসে সরকারের তরফ থেকে দেড় হাজার টাকা করে ব্যাংকের একাউন্টে পাঠানোর ব্যবস্থা করে থাকে।

নারায়ণ ভান্ডার প্রকল্প নাম শুনেছেন? আবেদন করলেই ২০০০ প্রতিমাসে

আর বর্তমানে চাকরির যা অবস্থা তাতে (Yuvashree Apply Online 2024) অনেকেই বিভিন্ন রকম ব্যবসা নিজে থেকে বেছে নিচ্ছে কিন্তু ব্যবসা করতে গেলে লাগে পুঁজি আর এই পুঁজির ব্যবস্থা করে দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। অনেকে এই প্রকল্প সম্বন্ধে শুনেছেন এবং ইচ্ছাও থাকে আবেদন করার কিন্তু আবেদন পদ্ধতি ঠিকমতো না জানার জন্য তারা টাইম মতো আবেদন করতে পারে না। 

তাই আজকের এই প্রতিবেদনে কি ভাবে আবেদন করতে হবে এই প্রকল্পে নতুন বছরের শুরুতেই সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরব। অবশ্যই প্রথম থেকে পড়বেন এবং প্রয়োজনীয় ব্যক্তিদের কে শেয়ার করবেন।

আবেদন করার আগে মনে রাখতে (Yuvashree Apply Online 2024) হবে এটি কিন্তু সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আপনি বাড়িতে বসে আবেদন করতে পারেন এর জন্য আপনাকে কোথাও গিয়ে আবেদন করতে হবে না। আবেদন করার জন্য কিছু পদ্ধতি আছে এবং কিছু ডকুমেন্টস লাগবে নিচে তার বিস্তারিত আলোচনা করে দেওয়া হলো। (মনে রাখবেন 20KB থেকে 100KB এর মধ্যে একটি PDF আকারে ফাইলটি আপলোড করতে হবে)

যুবশ্রী প্রকল্পে আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?

১) বসবাসের প্রমাণপত্র হিসাবে – আধার কার্ড / ভোটার কার্ড / রেশন কার্ড / পাসপোর্ট।

২) আবেদনকারীর নাম ও জন্মতারিখের প্রমাণপত্র হিসাবে – মাধ্যমিকের পাস সার্টিফিকেট / এডমিট কার্ড বা জন্ম সার্টিফিকেট হলো আবেদন করা যাবে।

৩) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র হিসেবে মার্কশীট বা পাস সার্টিফিকেট। 

৪) জাতিগত শংসাপত্র (SC/ST/OBC) যদি থাকে তাহলে দিতে হবে।

৫) শারীরিক প্রতিবন্ধকতা থাকলে সেই সার্টিফিকেট।

আবেদন কি করে করতে হবে ?

সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল (Yuvashree Apply Online 2024) ওয়েবসাইটে যেতে হবে https://employmentbankwb.gov.in/ লিংক দিয়ে দেওয়া হলো। এরপর আপনাদেরকে New Enrollment Job Seeker অপশনে গিয়ে ক্লিক করতে হবে। এরপরে এটি পেজ আসবে সেখানে T&C বক্সে টিক মার্ক দিয়ে Accept & Continue ক্লিক করুন।

তারপরেই দেখতে পারবেন একটি ফর্ম সেখানে আপনাদের নিজেদের নাম, বাবার নাম, মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার, বৈধ ইমেইল আইডি, ও লাস্টে ফটো আপলোড করে সাবমিট করতে হবে। সমস্ত কিছু যাচাই করে সাবমিট করলে একটি টেম্পোরারি এনরোলমেন্ট নাম্বার পেয়ে যাবেন সেটিকে প্রিন্ট করে আপনার কাছে রেখে দিতে হবে।

WB Yuvashree Prakalpa 23-2024

পরবর্তী আপডেট আপনার আবেদন করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন বা ইমেল আইডি (Yuvashree Apply Online 2024) দিয়েছিলেন সেখানে আপডেট পেয়ে যাবে এবং আপনার অ্যাপ্লিকেশনটি  গ্রহণ হয়েছে কিনা সে কেন আপনারা জানতে পারবেন। এই ভাবেই বাড়িতে বসে আপনি নিজে থেকে এই প্রকল্প আবেদন করতে পারেন না। এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট ও বিভিন্ন চাকরির আপডেট পেতে হলে অতি অবশ্যই আমাদের এই ওয়েবসাইটটিকে ফলো করতে ভুলবেন না।

আমার কর্মদিশা প্রকল্পের মাধ্যমে চাকরি, আবেদন পদ্ধতি দেখে নিন