Samasya Samadhan Janasanyog Camp – শুরু হতে চলেছে জনসংযোগ ক্যাম্প। ২০টি প্রকল্প নিয়ে আবেদন।

Samasya Samadhan Janasanyog Campরাজ্যবাসীদের জন্য নতুন চালু হতে চলেছে জনসংযোগ ক্যাম্প। রাজ্যে ফের দুয়ারি সরকারের পর গ্রামে গ্রামে শুরু হতে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রী দ্বারা চালু করা জনসংযোগ ক্যাম্প। এই ক্যাম্পে রাজ্য বাসীরা ২০ কি প্রকল্প নিয়ে আবেদন করতে পারবেন এবং আগে আবেদন প্রাপ্তরা টাকা না পাওয়ার অভিযোগ জানাতে পারবেন।

এই সংযোগ ক্যাম্পের সুবিধা ? নিকটবর্তী ক্যাম্পের কিভাবে সন্ধান পাবেন ? ক্যাম্পে আবেদন পদ্ধতি ? কবে থেকে এই ক্যাম্প চালু হচ্ছে ? আবেদনের শেষ তারিখ ? এসব বিস্তারিত তথ্য নিয়ে আজকের এই প্রতিবেদনে।

WB Yuvashree Prakalpa 23-2024

মাননীয় মুখ্যমন্ত্রী পরিচালনায় রাজ্যবাসীকে নিজের প্রাপ্ত অধিকারী প্রকল্পের সুবিধা পায় তার জন্য এই ব্যবস্থা।

সংযোগ ক্যাম্পের সুবিধা (Samasya Samadhan Janasanyog Camp)

এই প্রকল্পের মাধ্যমে রাজ্যবাসীরা নিচের সুবিধাগুলি পাবেন।

১) রাজ্য সরকার দ্বারা পরিচালিত সংযোগ ক্যাম্পের মাধ্যমে ২০টি প্রকল্পের সুবিধা পাবেন।

২) এই জনসংযোগ ক্যাম্পের মাধ্যমে রাজ্যবাসী নিজেদের অসুবিধা যেমন কন্যাশ্রী, রূপশ্রী, মেধাশ্রী, ঐক্যশ্রী,স্টুডেন্ট ক্রেডিট কার্ড,লক্ষীর ভান্ডার, বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা, বার্ধক্য ভাতা, কৃষক বন্ধু, ইত্যাদি প্রকল্পের সুবিধাহীনরা অভিযোগ জানাতে পারবেন।

নারায়ণ ভান্ডার প্রকল্প নাম শুনেছেন? আবেদন করলেই ২০০০ প্রতিমাসে

যেসব প্রার্থীরা এখনো পর্যন্ত বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছেন না তারা অবশ্যই এই ক্যাম্পে গিয়ে আবেদন করুন এবং নিজেদের অভিযোগ জানান।

ক্যাম্পে কিভাবে অভিযোগ জানাবেন (Samasya Samadhan Janasanyog Camp)

বিভিন্ন প্রকল্পের সুবিধাহীনরা সংযোজন ক্যাম্প থেকে আবেদনপত্র নিয়ে পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টগুলির জেরক্স পত্রের সাথে যুক্ত করুন। তারপর আবেদনপত্র সহিত ডকুমেন্টসগুলি এই ক্যাম্পে জমা দিতে হবে। এবং সরকার এই প্রকল্প জমা দেওয়ার নথিপত্রগুলি খতিয়ে দেখে সুবিধা পাওয়ার শর্তাবলীগুলি ঠিক থাকলে এই সুবিধা পাবেন।

কিভাবে নিকটবর্তী ক্যাম্পের সন্ধান পাবেন

আপনার নিকটবর্তী কোন স্থানে এই ক্যাম্প বসছে তা জানার জন্য প্রথমে https://ds.wb.gov.in/ এই ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটের উপর ডানদিকে থাকা ফাইন্ড ইওর ক্যাম্প এ ক্লিক করতে হবে। ক্লিক করার পর যে পেজটি শো করবে তাতে নিজের ডিস্ট্রিক্ট, ব্লকের নাম দিতে হবে। এগুলি সঠিকভাবে দেওয়ার পর একটি লিস্ট আসবে যেখান থেকে সহজেই আপনি নিজের নিকটবর্তী অঞ্চল দেখে নিতে পারবেন। এই ক্যাম্প চালু হতে চলেছে ২০/০১/২০২৪ তারিখ থেকে এবং ১২/০২/২০২৪ তারিখ পর্যন্ত চলবে।

WebsiteView Now

আমার কর্মদিশা প্রকল্পের মাধ্যমে চাকরি, আবেদন পদ্ধতি দেখে নিন