Daily Current Affairs 19 April 2024 – 19 এপ্রিল 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স / কমন আসবেই 100%

Daily Current Affairs 19 April 2024- পশ্চিমবঙ্গের তথা সমস্ত জেলার চাকরি প্রার্থীদের কথা মাথায় রেখে WBTAK – এর তরফ থেকে প্রত্যেকদিন কারেন্ট অ্যাফেয়ার্স প্রকাশ করা হবে। আপনারা প্রত্যেকেই জানেন রাজ্যের বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরির ক্ষেত্রে এই কারেন্ট অ্যাফেয়ার্স কতটা গুরুত্বপূর্ণ। সমস্ত ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে অনুরোধ একটাই প্রতিদিনই এই অ্যাফেয়ার্স যদি ফলো করেন অতি অবশ্যই চাকরির ক্ষেত্রে আপনারা খুবই উপকার হবে।

Daily Current Affairs 19 April 202419 এপ্রিল 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

১) ভারতে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা হাইকমিশনার হিসেবে নিযুক্ত হলেন – Lindy Cameron।

২) ৮৭ বছর বয়সে প্রয়াত হলেন অস্কারজয়ী অভিনেতা – Louis Gosset Jr.।

৩) উত্তরাখন্ডে লিথিয়াম আয়ন ব্যাটারি এবং ইলেকট্রনিক বর্জ্য রিসাইক্লিং প্লান্ট – তৈরি করবে কেন্দ্রীয় সরকার।

৪) S. Raman -এর আত্মজীবনী প্রকাশিত হল – From A Car Shed to The Corner Room & Beyond শিরোনামে।

৫) সম্প্রতি তেলেঙ্গানায় আবিষ্কৃত হল – ৯০০ বছরের পুরানো কল্যাণ চালুক্য বংশের কন্নড় শিলালিপি।

Daily Current Affairs 19 April 2024

৬) আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ভারতের ট্যাক্স ফোরামের প্রধান হিসাবে নিযুক্ত হলেন – তরুণ বাজাজ।

৭) International Narcotics Control Board -এর মেম্বার হিসেবে পুনরায় নির্বাচিত হলেন – ভারতের জগজিৎ পাভাদিয়া।

৮) United Nations -এর ডিজাস্টার রিস্ক রিডাকশন এফোর্টের নেতৃত্ব দিতে চলেছেন – ভারতীয় এক্সপার্ট কমল কিশোর।

৯) জাতীয় মহিলা ক্যারামের খেতাব জিতলেন – রেশমি কুমারী।

১০) ‘I Can Coach’ শিরোনামে বই লিখলেন – কোচিং লিডার সিদ্ধার্থ রাজশেখর।

12 April 2024 Current Affairs – View Now