Gram Panchayat Recruitment Apply 2024 – কয়েকদিন আগেই পঞ্চায়েত দপ্তরে বহু সংখ্যক শূন্য পদে কর্মী নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল রাজ্য সরকার। আর তাতেই খুশির হাওয়া বইছিল চাকরি প্রার্থীদের মনে। যেহেতু বিভিন্ন দপ্তরের চাকরি এবং বিভিন্ন যোগ্যতার উপর ভিত্তি করে চাকরির বিজ্ঞপ্তি তাই আশা রেখেছিলেন অনেকেই। আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার পর বহু প্রার্থী ইতিমধ্যেই আবেদন করেছেন। তবে যারা এখনো বাকি রয়ে গিয়েছেন তারা নিয়ম মেনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।
নতুন চাকরির খবর – বন দপ্তর, পরিবেশ ও জলবায়ু দপ্তরে কর্মী নিয়োগ, বয়সসীমা ১৮ থেকে ৫৬
আপনি যদি অষ্টম শ্রেণী পাস করে থাকেন তাহলেও গ্রাম পঞ্চায়েত দপ্তরের চাকরিতে আবেদন করতে পারবেন। তবে কটি শূন্য পদ রয়েছে, প্রাচীরের প্রয়োজনীয় যোগ্যতা, কারা কোন পদে আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, প্রয়োজনীয় নথিপত্র সহ বিভিন্ন বিষয়ে জানার জন্য অবশ্যই আজকের এই প্রতিবেদনটি পড়ুন।
বয়স এবং শিক্ষাগত যোগ্যতা (Gram Panchayat Recruitment Apply 2024)
গ্রাম পঞ্চায়েত দফতরে প্রতিটি পদে আবেদন করতে গেলে চাকরি প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছরের উপরে এবং সর্বোচ্চ ৪০ বছরের নিচে। আলাদা আলাদা পদের জন্য আবেদন কারীদের আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা রয়েছে। সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে সরকার স্বীকৃত বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থেকে সর্বোচ্চ স্নাতক উত্তীর্ণ প্রার্থীরাও আবেদন করতে পারবেন। তবে এর বেশি ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে।
শূন্য পদের সংখ্যা এবং কারা আবেদনযোগ্য
এ রাজ্যের ২৩ টি জেলা থেকে চাকুরী প্রার্থীরা (Gram Panchayat Recruitment Apply 2024) পঞ্চায়েত দপ্তরের প্রত্যেকটি পদের জন্য আবেদন জানাতে পারবেন। এখনো পর্যন্ত জানা যাচ্ছে পঞ্চায়েত দপ্তরের সব মিলিয়ে ৬,৫৫২ টি শূন্যপদে নিয়োগ করতে চলেছে সরকার।
জেলাভিত্তিক শূন্যপদের তালিকা
গ্রাম পঞ্চায়েত দফতরের উপরিক্ত ৬,৬৫২ টি শূন্যপদের মধ্যে জেলাভিত্তিক শূন্যপদ হলো।
জেলার নাম | শূন্যপদ সংখ্যা |
হুগলি | ৬০৬ টি |
দক্ষিণ চব্বিশ পরগনা | ৫১৬ টি |
বাঁকুড়া | ৬৬০ টি |
উত্তর ২৪ পরগনা | ৫৬৬ টি |
উত্তর দিনাজপুর | ১০০ টি |
দার্জিলিং | ৬৫ টি |
পূর্ব বর্ধমান | ৩১৮ টি |
নদিয়া | ১৪৪ টি |
পশ্চিম বর্ধমান | ১২৩ টি |
পূর্ব মেদিনীপুর | ৩২৯ টি |
পশ্চিম মেদিনীপুর | ৫৬০ টি |
বীরভূম | ১৪৭ টি |
পুরুলিয়া | ৪০৫ টি |
আলিপুরদুয়ার | ১৮১ টি |
দার্জিলিং | ৩৬৬ টি |
জলপাইগুড়ি | ১৪৬ টি |
হাওড়া | ৪৪২ টি |
কুচবিহার | ২০০ টি |
মুর্শিদাবাদ | ১৭৮ টি |
ঝাড়গ্রাম | ২২৫টি |
দক্ষিণ দিনাজপুর | ১৮৪ টি |
কালিম্পং | ১৬৯টি |
মালদা | ১৩৮ টি |
এবার দেখে নেওয়া যাক গ্রাম পঞ্চায়েত দপ্তরের ঠিক কোন কোন পদে নিয়োগ করা হবে…
১) ডাটা এন্ট্রি অপারেটর ২) গ্রুপ ডি পিয়ন ৩) লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট ৪) নির্মাণ সহায়ক ৫) গ্রাম পঞ্চায়েত কর্মী ৬) সহায়ক ৭) সেক্রেটারি ৮) অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অ্যাকাউন্টস ৯) ক্লার্ক ১০) এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ১১) স্টেনোগ্রাফার ১২) ক্লার্ক কাম-টাইপিস্ট ১৩) ব্লক ইনফমেটিক্স ১৪) পঞ্চায়েত সমতি পিয়ন। উল্লেখিত পদগুলিতে চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদনের মাধ্যমে (Gram Panchayat Recruitment Apply 2024)
যে সকল চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে চাকরির অপেক্ষায় রয়েছেন তারা সকলেই অনলাইন এর মাধ্যমে গ্রাম পঞ্চায়েতের দপ্তরে চাকরির জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে চাকুরী প্রার্থীদের বেশ কিছু পদ্ধতি সঠিকভাবে অবলম্বন করে তবেই আবেদন করতে হবে
নতুন চাকরির খবর – পশ্চিমবঙ্গে স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ, আবেদন পদ্ধতি জানুন
বিঃদ্রঃ– উপরের তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এটা কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। wbtak.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।
আবেদন কারীদের অনুরোধ করা হচ্ছে আপনারা অতি অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন, দেখবেন, বুঝবেন তবেই নিজের দায়িত্ব আবেদন করতে পারেন।