WB Health Department Recruitment 2024 -পশ্চিমবঙ্গে স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ, আবেদন পদ্ধতি জানুন।

WB Health Department Recruitment 2024 – দীর্ঘদিন ধরে চাকরির জন্য অপেক্ষা করে রয়েছেন? অপেক্ষার শেষ হতে চলেছে। রাজ্যস্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যেই তার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে একটি নয়, দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে সকল প্রার্থীরা এই পদগুলিতে চাকরি করতে ইচ্ছুক তারা দুটি বিজ্ঞপ্তি ভালোভাবে দেখে তবেই আবেদন করবেন। মেডিকেল কলেজের বিভিন্ন শূন্যপদে হবে এই নিয়োগ।

আবেদন পদ্ধতি কি হবে? বয়সসীমা কি থাকছে? মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।

নিয়োগ সংস্থাR.G.kar Medical College
পদের নামVarious
মোট শূন্যপদনিচে উল্লেখিত
আবেদন মাধ্যমইন্টারভিউ

নতুন চাকরির খবর – স্কিল ইন্ডিয়ার মাধ্যমে চাকরি, মাধ্যমিক পাশে আবেদন করুন

পদের নাম

Housestaffship (Junior Resident), Orthopaedics , ENT পদে নিয়োগ করছে।

বয়সসীমা ও বেতন (WB Health Department Recruitment 2024)

(১) ‌Housestaffship (Junior Resident) পদে চাকরির জন্য আবেদন করতে হলে বয়স 31 মার্চ, 2024 তারিখে 35 বছরের বেশি হবে না। তবে তার আগে অবশ্যই অফিশিয়াল নোটিশ দুটি পড়ে নিয়ে নিজে দায়িত্বে আবেদন করুন।

(২) বেতন প্রসঙ্গে অফিসিয়াল বিজ্ঞপ্তি দুটিতে কিছু জানানো হয়নি।

শিক্ষাগত যোগ্যতা

এই প্রতিষ্ঠানের হাউসস্টাফ (WB Health Department Recruitment 2024) সিলেকশন কমিটির সুপারিশ অনুসারে এবং বিদ্যমান নিয়ম অনুযায়ী চলতি বছরে ইন্টার্নশিপ সম্পন্ন করা নতুন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আরো বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারেন।

এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছ?

www.wbhealth.gov.in এই ওয়েবসাইট থেকে পদে চাকরির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে উল্লেখিত পদে আবেদন করার জন্য আগে ওয়েবসাইটে ক্লিক করে অফিশিয়াল নোটিশ দুটি পড়ে নিন।

কিভাবে আবেদন করতে হবে (WB Health Department Recruitment 2024)

১) যে সকল চাকুরী প্রার্থী গণ উল্লেখিত পদে আবেদন করতে চাইছেন তারা অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
২) সবার প্রথমে www.mjnmch.ac.in এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।
৩) এরপর রেজিস্ট্রেশন করুন।
৪) রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে অবশ্যই বৈধ ইমেইল এড্রেস সহ মোবাইল নাম্বার দিতে হবে।
৫) এরপর লগইন করে আবেদন পত্রটি পূরণ করুন। তবে আবেদনপত্র পূরণ করার সময় খুব ভালোভাবে দেখে নেবেন প্রত্যেকটি তথ্য সঠিক ভাবে দেওয়া হয়েছে কিনা।
৬) পরবর্তী ধাপে যে সকল প্রয়োজনীয় নথিপত্র চাওয়া হবে সেগুলি স্ক্যান করে আপলোড করুন।
৭) আবেদন ফি পেমেন্ট করুন।
৮) এরপর আবেদন পত্রটি সাবমিট করুন।
৯) আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

আবেদন মূল্য কি আছে?

Housestaffship (Junior Resident) পদে চাকরির জন্য কোনরকম আবেদন মূল্যের কথা অফিশিয়াল নোটিশ দুটিতে উল্লেখ করা হয়নি নিয়োগ কর্তৃপক্ষের তরফ থেকে।

নিয়োগ প্রক্রিয়া

প্রথম নোটিশ অনুযায়ী, যে সকল চাকরি প্রার্থীরা উল্লিখিত পদের জন্য আবেদন করবেন তাদের ইন্টারভিউ এর মাধ্যমে বেছে নেওয়া হবে। ৩ মে ২০২৪ তারিখ দুপুর ১২ টা থেকে চলবে ইন্টারভিউ।

দ্বিতীয় নোটিশ অনুযায়ী, সরাসরি কাউন্সিলের মাধ্যমে হবে এই নিয়োগ। কাউন্সিলিং এর জন্য নির্ধারিত দিনের সকল নথিপত্রের হার্ডকপি নিয়ে পৌছাতে হবে। ৭ মে ২০২৪ তারিখ দুপুর ১২ টা থেকে কাউন্সিলিং হবে।

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটwww.wbhealth.gov.in/
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF 2Download Now 2

নতুন চাকরির খবর – উচ্চমাধ্যমিক পাশে LDC ও DEO পদে কর্মী নিয়োগ, মোট শূন্যপদ ৩৭১২টি

বিঃদ্রঃ– উপরের তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এটা কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। wbtak.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।

আবেদন কারীদের অনুরোধ করা হচ্ছে আপনারা অতি অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন, দেখবেন, বুঝবেন তবেই নিজের দায়িত্ব আবেদন করতে পারেন।