WB Summer Vacation End – লোকসভা নির্বাচন শেষ হয়ে গিয়েছে দেশ জুড়ে। লোকসভা নির্বাচনের জন্য যে ছুটি দেওয়া হয়েছিল তা গরমের ছুটির সঙ্গে জুড়ে দেওয়া হয়। বর্তমানে এসেই দুটি ছুটি শেষ হতে চলেছে আজই। পশ্চিমবঙ্গ সরকার এবং সরকারি দায়িত্বপ্রাপ্ত প্রতিটি বিদ্যালয়ে গত বাইশে এপ্রিল থেকে ছুটি ঘোষণা করা হয় গরমের জন্য। রবিবার পর্যন্ত ছিল সেই ছুটি। আজ সোমবার অর্থাৎ জুন মাসের ৩ তারিখ থেকে পশ্চিমবঙ্গের প্রাথমিক উচ্চ মাধ্যমিক সহ সকল বিদ্যালয় খুলে যাচ্ছে।
(WB Summer Vacation End)
শিক্ষা দপ্তরের দেওয়া পূর্ব বিজ্ঞপ্তি অনুসারে ছাত্র-ছাত্রীদের জন্য রইল বিরাট সুখবর। ছুটি শেষ হয়ে গেলেও এখনই ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে আসতে হবে না।
স্কুলে এবার ফ্রি WIFI ইন্টারনেট পরিষেবা! কোন কাজে ব্যবহার হবে এই ইন্টারনেট?
একমাত্র শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা কর্মীদের স্কুলে যেতে হবে। তবে বিদ্যালয়ে আসতে হবে না বলে (WB Summer Vacation End) যে ক্লাস হবে না এমনটা নয়। আপাতত শিক্ষা দপ্তরের তরফ থেকে অনলাইনে আগামী ১০ জুন পর্যন্ত ক্লাস নিতে বলা হয়েছে।
লোকসভা নির্বাচনের জন্য বিভিন্ন বিদ্যালয়কে নির্বাচন কেন্দ্র তৈরি করে ভোট গ্রহণ প্রক্রিয়া (WB Summer Vacation End) চলছিল এতদিন ধরে। সেখানে কেন্দ্রীয় সেনাবাহিনীরা থাকছিলেন। তাই ওই স্কুলের ক্লাসরুমগুলি ছাত্রছাত্রীদের গঠন-পাঠনের জন্য উপযুক্ত নয়।
৪ তারিখ লোকসভা নির্বাচনের ফলাফল রয়েছে। তাই ভোট প্রক্রিয়া একেবারে শেষ না হওয়া পর্যন্ত বিদ্যালয়ে যেতে হবে না ছাত্র-ছাত্রীদের।
বিনামূল্যে অতিরিক্ত রেশন দেওয়া হবে! সম্পূর্ণ সুখবরটি জানুন এখনই
সোমবার থেকে নিয়মিত অনলাইন এর মাধ্যমে আগামী এক সপ্তাহ ধরে বিদ্যালয় গুলিতে (WB Summer Vacation End) প্রথম পাঠন চলবে। যদিও প্রাথমিক স্তরে অনলাইনে পঠন-পাঠন শুরু হয়নি। তাই আপাতত উচ্চ মাধ্যমিক স্তরে পঠন-পাঠন অনলাইনেই শুরু হওয়ার কথা। চলতি বছর থেকে নতুন সেমিস্টার সিস্টেম শুরু হয়েছে।
তাই শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে পড়ুয়াড়াও রয়েছেন চিন্তায়। অনলাইনে স্টাডি ম্যাটেরিয়াল পাওয়া গেল অফলাইনে স্টাডি ম্যাটেরিয়াল পাওয়া যায়নি। তাই আপাতত পিডিএফ ডাউনলোড করে পড়াশোনা নির্দেশ দেওয়া হয়েছে।
সিলেবাস শেষ করতে হলে উচ্চমাধ্যমিক এবং মাধ্যমিক পড়ুয়াদের পড়াশোনা চালিয়ে যেতে হবে রীতিমত আদা জল খেয়ে। ছয় মাস অন্তর সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে উচ্চ মাধ্যমিক ব্যবস্থায়। হাতে মাত্র আর তিন মাস রয়েছে।
তার মধ্যে শেষ করতে হবে সমস্ত পড়াশোনা। তার উপরে আবার অফলাইন স্টাডি মেটিরিয়াল না থাকার কারণে সমস্যা হচ্ছে। বর্তমানে যাদের কাছে স্মার্ট ফোন কিংবা ইন্টারনেট সংযোগ নেই তারা কিভাবে স্টাডি মেটেরিয়াল পাবে সেই নিয়ে উঠছে প্রশ্ন।