Free Ration Scheme -দেশ জুড়ে লোকসভা নির্বাচনের আবহ। এরই মধ্যে রেশন নিয়ে এলো বড়সড় সুখবর। ধনী মধ্যবিত্ত কিংবা দরিদ্র প্রত্যেকটা শ্রেণীর কাছে রেশন কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথিপত্র। তবে তার পাশাপাশি বহু মানুষের সংসার চলে এই রেশন কার্ডের উপর ভরসা করে।
তাই শুধু নথি হিসেবে নয় জীবন জীবিকার ক্ষেত্রে বিনামূল্যে রেশনের ভূমিকা অপরিসীম। তবে এবার জানা যাচ্ছে ডবল রেশন পাওয়া যাবে। কিভাবে পাবেন এই ডবল রেশন ? জানতে হলে পড়ুন এই পুরো প্রতিবেদন।
বিনামূল্যে রেশন ব্যবস্থার সুবিধা (Free Ration Scheme)
করোনা মহামারীর সময় থেকে বিনামূল্য রেশন বন্টন ব্যবস্থা চালু করা হয়েছিল রাজ্য এবং কেন্দ্র সরকারের তরফ থেকে। এখনো তা চলছে। এবার মাথাপিছু ৫ কেজি করে রেশন নয় বরং ১০ কেজি করে ফ্রি রেশন পেতে চলেছেন দেশের সাধারণ নাগরিকরা।
প্রত্যেক মাসের দেশের সকল নাগরিক এই বিনামূল্যে অতিরিক্ত রেশনের সুবিধা পাবেন। তবে কারা কবে থেকে এই বিনামূল্যে ডবল রেশন পাবেন? এবার সেটাই দেখে নেওয়া যাক।
বর্তমানে রেশন বন্টন
দেখ জুড়ে এখনো পর্যন্ত ৮০ কোটি মানুষ বিনামূলের রেশন পাচ্ছে। আগামী পাঁচ বছর পর্যন্ত এই রেশন ব্যবস্থা জারি থাকার কথা ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন (Free Ration Scheme) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বিভিন্ন সময়ে বিনামূল্যের রেশন সামগ্রী দেওয়ার সময়সীমার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। তবে সেক্ষেত্রে রেশনের পরিমাণটা অনেকটাই কমেছে। এখন মাথাপিছু পাঁচ কেজি করে রেশন সামগ্রী পেয়ে থাকেন সাধারণ মানুষরা।
বিনামূল্যের রেশন প্রদানের প্রতিশ্রুতি দিলো কারা
তবে প্রতি মাসে যদি মাথাপিছু পাঁচ কেজি করে রেশন সামগ্রী দেওয়া হয় তাতে কি একটা (Free Ration Scheme) মানুষের সারা মাস চলতে পারে? ইতিমধ্যেই এই প্রশ্নই তুলেছে ভারতীয় জাতীয় কংগ্রেস।
লোকসভা নির্বাচনের পর দেশের ক্ষমতায় আসলে আগামী দিনে ১০ কেজি করে মাথা পিছু বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছে কংগ্রেস তথা ইন্ডিয়া জোট। ইন্ডিয়া জোট সরকার গঠন করলে সারাদেশের মানুষের জন্য এই সুবিধা কার্যকর হবে বলে জানিয়েছেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খর্গে।
কবে থেকে মিলবে বিনামূল্যে ১০ কেজি রেশন সামগ্রী
বর্তমানে সারা দেশের নাগরিকরা মাথাপিছু তিন কেজি করে চাল এবং দুই কেজি করে আটা কিংবা গম পেয়ে থাকেন। কিন্তু এই ৫ কেজি রেশন সামগ্রীতে সারা মাস চালানো মুখের কথা নয়।
দেশের গরীব মানুষ দুবেলা দূর মুঠো যাতে পেট ভরে খেতে পারে, তার জন্য ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে প্রতিমাসে মাথাপিছু ১০ কেজি করে বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছে কংগ্রেস।
কেন্দ্র সরকারের তরফে পাঁচটি নতুন যোজনা, আবেদন করলেই মিলবে সুবিধা।