PM Svanidhi Yojana 2024- মধ্যবিত্ত মানুষের পকেট অনেক সময় টাকার টান পড়ে ঠিক তখনই মাথায় চিন্তার কালো মেঘ দেখা যায়। আর সেই চিন্তা থেকে বাঁচার উপায় একমাত্র ঋণ (loan)। সেই সময় সমস্যা সমাধান হিসেবে তারা বেছে নেই ঋণকেই। কিন্তু ঋণ কখনো কখনো ডেকে আনে বিপদ। ঋণের গ্যারেন্টির সমস্যার সম্মুখীন হয় সাধারণ মানুষজন। এবার কোন গ্যারান্টি ছাড়াই নিতে পারবেন ৫০,০০০/- টাকা পর্যন্ত ঋণ।
কেন্দ্রীয় সরকারের আনা প্রকল্পে স্বনিধি যোজনা (PM Svanidhi Yojana 2024)। যেখানে কোন গ্যারান্টি ছাড়া লোন নিতে পারবেন সাধারণ মানুষজন। এই যোজনার নাম হল স্বনিধি যোজনা (svanidhi yojna 2024)। এই যোজনার আওতায় ১০ হাজার ক্ষুদ্র বিক্রেতা ইতিমধ্যেই ঋণ দেওয়া হয়েছে। এই ঋণ প্রদানের করেন কেন্দ্রীয় আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রী এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরিদীপ সিং।
PM Svanidhi Yojana 2024
করোনা সময়কালে দেশের ফুট পাতের ক্ষুদ্র বিক্রেতা (PM Svanidhi Yojana 2024) তাদের কথা ভেবে এই প্রকল্পের শুরু করেন কেন্দ্র সরকার। এই প্রকল্পের তিনটি মূল উদ্দেশ্য হলো বিক্রেতাদের স্বনির্ভরতা দান, আত্ম সম্মান দান এবং কর্মসংস্থান দেওয়া।
শুক্রবার প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা সাফল্যের কথা তুলে ধরেন। এই বিষয়ে বলেন এই প্রকল্পের আওতার ইতিমধ্যেই ৬০.৯৪ লক্ষ রাস্তার বিক্রেতাদের ১০,৬৭৮/- কোটি টাকার ৮০.৮২ লক্ষের বেশি ঋণদান করা হয়েছে।
এই প্রকল্পে যে কোন অধিনে প্রথম মূলধনের ঋণের ওপর সুযোগ রয়েছে। প্রথম কিস্তিতে ১০,০০০/- হাজার টাকা পর্যন্ত এবং পরবর্তী কিস্তিতে ২০,০০০/- হাজার টাকা এবং তৃতীয় কিস্তিতে ৫০,০০০/- টাকা নিতে পারবেন গ্রাহকরা। এই বিষয়ে হরিদ্বীপ সিং পুরী জানান, এই প্রকল্প এসে বিক্রেতাদের সুবিধা দেয় নি তাদের সম্মান বাড়িয়েছে।
PM Svanidhi Yojana 2024
অন্য জায়গা থেকে লোন নিলে সুদের (PM Svanidhi Yojana 2024) চড়া হার হয় এবং সরকারের বিকল্প ব্যবস্থা হিসেবে তৈরি করেছে এই প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কোটি কোটি গরিব এবং মধ্যবিত্ত মানুষেরা তাদের নিজস্ব কাজের প্রয়োজনে এই লোন নিতে পারবেন এবং এই প্রকল্পে আরেকটি সুবিধা রয়েছে কোন সমস্যাতে সরকার গ্যারান্টি সমেত এ ঋণ আপনাকে দেবে।
এই সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত জানতে চান তাহলে অফিসিয়াল ওয়েবসাইটি অবশ্যই ঘুরে দেখতে পারেন। আপনিও কি লোন নিয়ে কোন ছোট ব্যবসা শুরু করার কথা ভাবছেন তাহলে আজই দেরি না করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নাম রেজিস্টার করান।
নারায়ণ ভান্ডার প্রকল্প নাম শুনেছেন? আবেদন করলেই ২০০০ প্রতিমাসে
বিঃদ্রঃ– উপরের তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এটা কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। wbtak.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।
আবেদন কারীদের অনুরোধ করা হচ্ছে আপনারা অতি অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন, দেখবেন, বুঝবেন তবেই নিজের দায়িত্ব আবেদন করতে পারেন।