WB CHO Recruitment 2023 – রাজ্যের স্বাস্থ্য দপ্তরে অনেকগুলি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইচ্ছুক পার্থক্য এখানে অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবে। এখানে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে সঠিক প্রার্থী বাছাই করে নেওয়া হবে। এখানে নিয়োগ করা হবে সম্পূর্ণ চুক্তিভিত্তিক পদে। এছাড়া আরো বিস্তারিত জানার জন্য অবশ্য এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়ুন বুঝুন তারপরে নিজের দায়িত্বে আবেদন করুন।
নিয়োগ সংস্থা | West Bengal State Health & Family Welfare Samiti |
পদের নাম | Community Health Officers (CHO) |
মোট শূন্যপদ | ১৫০০ টি |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদন শেষ | ১৬.০৮.২০২৩ |
নতুন চাকরির খবর – রামকৃষ্ণ মিশনে গ্রুপ ডি ও শিক্ষা কর্মী নিয়োগ, যোগ্যতা অষ্টম পাশ
পদের নাম ও শূন্যপদ (WB CHO Recruitment 2023)
১) এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হচ্ছে কমিউনিটি হেলথ অফিসার।
২) এখানে মোট ১৫০০ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।
বয়স সীমা ও বেতন
১) এখানে আবেদন করার (WB CHO Recruitment 2023) জন্য আবেদন কারীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের যে ছাড় থাকে সেটাও এখানে পাওয়া যাবে।
২) সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের মাসিক বেতন হবে ২০,০০০/- হাজার টাকা। এছাড়া সঙ্গে ৫,০০০/- হাজার টাকা বোনাসের ব্যবস্থাও থাকবে।
শিক্ষাগত যোগ্যতা (WB CHO Recruitment 2023)
উল্লিখিত পদে আবেদন করার জন্য আবেদন কারীদের (WB CHO Recruitment 2023) অতি অবশ্যই রাজ্যে স্থায়ী বাসিন্দা হতে হবে, তার সঙ্গে অবশ্যই বি.এসসি নার্সিং ডিগ্রী থাকলে তবে এখানে আবেদন করা যাবে এছাড়া কম্পিউটারের উপরে পারদর্শী হতে হবে। বিস্তারিত জানার জন্য অবশ্য সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন।
নিয়োগ প্রক্রিয়া
এখানে নিয়োগ করা হবে (WB CHO Recruitment 2023) লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে সঠিক প্রার্থী বাছাই করে নেওয়া হবে।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
www.wbhealth.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন, বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
আবেদন মূল্য কি আছে?
সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী (WB CHO Recruitment 2023) এখানে আবেদনমূল্য দিয়েই আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। GEN / OBC / EWS প্রার্থীদের জন্য ১০০ টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে ও SC / ST/ PwBD প্রার্থীদের জন্য ৫০ টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। সংস্থার বিজ্ঞপ্তিতে সমস্ত কিছু উল্লেখ করা আছে দেখবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
কি ভাবে (WB CHO Recruitment 2023) আবেদন করতে হবে?
যে সকল চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তারা এখানে খুব সহজেই বাড়িতে বসে অনলাইনে মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। আবেদন করার জন্য আপনাদের সর্বপ্রথম www.wbhealth.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে গিয়ে রিকুটমেন্ট অপশনে ক্লিক করে আপনারা সরাসরি দেখতে পারবেন এই পদগুলি দেখাচ্ছে এবং সেখানে গিয়ে আপনাদের আবেদন করার যে লিংকটি আছে সেই লিংকে ক্লিক করে সমস্ত তথ্য দিতে হবে। তারপর যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে আপলোড করতে হবে নির্দিষ্ট সাইজের মাধ্যমে। এরপর নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আপনারা সমস্ত কিছু যাচাই করে নিজের দায়িত্বে সাবমিট করে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। আরো বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে বুঝে তারপরে আবেদন করব।
বিজ্ঞপ্তি প্রকাশিত | ০৯-০৮-২০২৩ |
আবেদন শুরু | ০৯-০৮-২০২৩ |
আবেদন শেষ | ১৬-০৮-২০২৩ |
অফিশিয়াল নোটিফিকেশন PDF-
https://www.wbhealth.gov.in/uploaded_files/careers/2865.pdf
নতুন চাকরির খবর – টাটা কোম্পানিতে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ, আবেদন মাধ্যম অনলাইন