Tata Steel Recruitment 2023 – টাটা কোম্পানিতে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ, আবেদন মাধ্যম অনলাইন

Tata Steel Recruitment 2023 – সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। টাটা স্টিল কোম্পানিতে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এখানে যদি আপনারা আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে ১৭,৫০০ টাকা পর্যন্ত দেওয়া হবে। এখানে স্থায়ী পদে কর্মী নিয়োগ করা হবে। আরো অনেক বিস্তারিত জানার জন্য অবশ্যই এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়তে থাকুন।

নিয়োগ সংস্থাTata Steel
পদের নামজুনিয়র ইঞ্জিনিয়ার
মোট শূন্যপদজানার জন্য বিজ্ঞপ্তি দেখুন 
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদন শেষ১১ই আগস্ট ২০২৩

নতুন চাকরির খবর – রাজ্যজুড়ে বিভিন্ন ব্যাংকে ক্লার্ক নিয়োগ, শূন্যপদ ৪৫৪৫ টি

পদের নাম (Tata Steel Recruitment 2023)

এখানে যে পদে আপনারা আবেদন করবেন সেই পদটির নাম হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার।

বয়স সীমা ও বেতন

১) এই উল্লেখিত পদে (Tata Steel Recruitment 2023) আবেদন করার জন্য প্রার্থীদের ১ আগস্ট ১৯৯১ থেকে ১ আগস্ট ২০০৫ এর মধ্যে হতে হবে তবেই সেই প্রার্থী এখানে আবেদন করার যোগ্য এছাড়া সংরক্ষিত প্রার্থীর জন্য বিশেষ ছাড় রয়েছে তাদের জন্ম তারিখ হিসেবে ১ আগস্ট, ১৯৮৮ থেকে ১ আগস্ট, ২০০৫ তারিখের মধ্যে তাদের বয়সসীমা হতে হবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়ো এখানে পাওয়া যাবে।

২) যদি আপনারা এই পদে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে প্রায় ১৭,৫৩০ টাকা পর্যন্ত দেওয়া হবে। 

শিক্ষাগত যোগ্যতা (Tata Steel Recruitment 2023)

যে সমস্ত ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের অতি অবশ্যই যে কোন স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, ইন্সট্রুমেন্ট ওপর ইঞ্জিনিয়ারিং এ ৩ বছরের ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে তাছাড়া আবেদনকারীদের অন্ততপক্ষে ৫৫ শতাংশ নাম্বার রাখতে হবে এবং সংরক্ষিত ক্যাটাগরিদের জন্য ৫০ শতাংশ নাম্বার রাখলেও তার আবেদন করতে পারবে।

Tata Steel Recruitment 2023

নিয়োগ প্রক্রিয়া 

এখানে নিয়োগ প্রক্রিয়া হবে (Tata Steel Recruitment 2023) অনেকগুলি ধাপের মাধ্যমে প্রথমে হবে লিখিত পরীক্ষা সেখানে পাস করলে তারপর হবে ইন্টারভিউ এবং ইন্টারভিউতে পাস করার পরে হবে মেডিকেল টেস্ট তারপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন তো এই কটা ধাপ গুলি যদি সম্পূর্ণ করা যেতে পারে তাহলে অবশ্যই আপনার এখানে চাকরি পেতে পারেন।

কিভাবে আবেদন (Tata Steel Recruitment 2023) করতে হবে? 

এখানে আবেদন করতে পারবেন আপনারা সরাসরি অনলাইনের মাধ্যমে। সবার প্রথমে সংস্থার যে অফিশিয়াল ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে গিয়ে নিজের নাম রেজিস্ট্রেশন করতে হবে। মনে রাখতে হবে যখন নিজের নাম রেজিস্ট্রেশন করবেন তখন বৈধ মোবাইল নাম্বার ও ইমেইল আইডি অতি অবশ্যই দেবেন। এরপর (Tata Steel Recruitment 2023) আবেদন করার জন্য নির্দিষ্ট যে ফর্ম আসবে সেই ফর্মটিকে ফিলআপ করে সঙ্গে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলোকে নির্দিষ্ট সাইজের মধ্যে রেখে আপলোড করতে হবে ও সর্বশেষে নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে আবেদন করতে হবে। বিস্তারিত জানার জন্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ফলো করুন।

অফিশিয়াল নোটিফিকেশন PDF-

https://tslhr.tatasteel.co.in/Recruit/AdvtCandidate.aspx?ADVTNO=TAG/89/2023

নতুন চাকরির খবর – ১৭,৫৫০ টাকা বেতন রামকৃষ্ণ মিশনে কর্মী নিয়োগ