Ramkrishna Mission Recruitment 2023 – রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য খুশির খবর। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ননটিচিং পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে যে কোন জেলা থেকে সকল যোগ্য চাকরি প্রার্থীরা আবেদনযোগ্য। ইচ্ছুক প্রার্থীরা এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। বেতন কি হবে? শিক্ষাগত যোগ্যতা কি লাগছে? আবেদন মূল্য আছে কিনা সমস্ত কিছু জানার জন্য অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি পড়ুন।
নিয়োগ সংস্থা | Ramkrishna Mission Vidyalaya |
পদের নাম | Accountant |
নিয়োগ প্রক্রিয়া | ইন্টারভিউয়ের মাধ্যমে |
বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা ০১.০১.২০২৩ এর হিসাব অনুযায়ী সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা লাগছে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে B.COM পাস করা থাকলে এই পদে (Ramkrishna Mission Recruitment 2023)আবেদন করতে পারবেন পাশাপাশি একাউন্ট হ্যান্ডেলিং, ইন্টারনেট টাইপিং স্পিড ও কম্পিউটার অপারেশন সহ সঙ্গে জিএসটি ট্যালি জানা থাকলেও এই পদে আবেদন করা যাবে।
নতুন চাকরির খবর- রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ, প্রতি মাসে বেতন হবে ১৫,০০০/- টাকা
মাসিক বেতন ও কাজের সময় (Ramkrishna Mission Recruitment 2023)
উল্লিখিত পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে প্রতি মাসে আপনাদের বেতন ১৭,৫৫০/- টাকা বেতন দেওয়া হবে।
এখানে যদি আপনারা চাকরি পান তাহলে আপনাদের কাজের সময় হবে সোমবার থেকে শুক্রবার সকাল ১১:০০ টা থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত ও শনিবার সকাল ১১:০০ টা থেকে দুপুর ১:০০ পর্যন্ত।
মোট শূন্যপদ
এই পদে মোট ১ টি শূন্যপদ রয়েছে।
আবেদন মূল্য
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে (Ramkrishna Mission Recruitment 2023) আবেদন করবেন ভাবছেন তাদের এখানে আবেদন মূল্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এখানে আবেদন করার জন্য প্রার্থীদের ২০০/- টাকা আবেদন মূল্য হিসেবে টাকা ধার্য করা হয়েছে।
নিয়োগ প্রক্রিয়া ও গুরুত্বপূর্ণ নথি
ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
১) মাধ্যমিকের এডমিট কার্ড/ রেজিস্ট্রেশন সার্টিফিকেট/ পাস সার্টিফিকেট
২) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
৩) অভিজ্ঞতার সার্টিফিকেট,
৪) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো,
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু | ১৭.০৭.২০২৩ |
আবেদন শেষ | ২৮.০৭.২০২৩ |
অফিশিয়াল নোটিফিকেশন PDF-
https://www.rkmvnarendrapur.org/document/Recruitment-of-Accountant.pdf
নতুন চাকরির খবর- কৃষি দপ্তরে শতাধিক পদে কর্মী নিয়োগ, বিস্তারিত জানুন
Name-Suvankar Hazari vill- chandihat po+ps- uttar kashipur District -south24pgs
Ph-9647849813
Name-Suvankar Hazari Father -Modhusudan Hazari vill-chandihat po+ps-uttar kashipur District -south24pgs