IBPS Notification 2023 – দেশের সমস্ত ব্যাংকে একাধিক শূন্য পদে ক্লার্ক নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতি মধ্যে প্রকাশিত হয়েছে। এখানে ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (IBPS)-এর তরফে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ভারতবর্ষের নাগরিক হলেই এখানে আবেদন করা যাবে সেক্ষেত্রে রাজ্যের ছেলেও মেয়ে উভয়ই চাকরিপ্রার্থী এখানে আবেদনযোগ্য।
নিয়োগ সংস্থা | Institute of Banking Personnel Selection (IBPS) |
পদের নাম | ক্লার্ক |
মোট শূন্যপদ | মোট শূন্যপদ |
নতুন চাকরির খবর – ১৭,৫৫০ টাকা বেতন রামকৃষ্ণ মিশনে কর্মী নিয়োগ
বয়সসীমা
এই পদে (IBPS Notification 2023) আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন কুড়ি বছর এবং সর্বোচ্চ ২৮ বছর বয়সের মধ্যে হতে হবে। তবে আবেদন করার সময় অবশ্যই ০১ জুলাই ২৩ তারিখ অনুযায়ী বয়সের হিসাব করে নিতে হবে। তাছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় ও এখানে পাওয়া যাবে।
শিক্ষাগত যোগ্যতা ও মোট শূন্যপদ
১) এই ক্লার্ক পদে আবেদন করার জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় গ্রাজুয়েশন ডিগ্রি করা থাকতে হবে সঙ্গে কম্পিউটারের কাজের অভিজ্ঞতাও থাকতে হবে। এছাড়া প্রার্থী নিয়োগ করার সময় অবশ্যই সেই রাজ্যের ভাষা লিখতে বলতে এবং পড়তে জানতে হবে।
২)এইখানে এই ক্লার্ক পদে (IBPS Notification 2023) সব মিলিয়ে মোট ৪৫৪৫ টি শূন্যপদ রয়েছে।
যে ব্যাংক গুলিতে (IBPS Notification 2023) নিয়োগ করা হবে
ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, কানারা ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, পাঞ্জাব নেশানাল ব্যাঙ্ক, ইত্যাদি।
আবেদন মূল্য
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে (IBPS Notification 2023) আবেদন করবেন ভাবছেন অবশ্যই এখানে আবেদন মূল্য দিয়েই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এখানে সাধারণ প্রার্থীদের আবেদন ফ্রি হিসাবে ৮৫০ টাকা ধার্য করা হয়েছে। SC/ST/PWD/EXSM প্রার্থীদের আবেদন ফ্রি হিসাবে ১৭৫ টাকা ধার্য করা হয়েছে। অনলাইন এর মাধ্যমে আবেদন ফ্রি জমা করা যেতে পারে। অবশ্যই আবেদন করার সময় সংস্থার অফিশিয়াল নোটিফিকেশনটি ফলো করবেন।
নিয়োগ প্রক্রিয়া
এই ক্লার্ক পদে (IBPS Notification 2023) নিয়োগ করা হবে দুটি ধাপে, যা কিনা সম্পূর্ণ অনলাইনের দ্বারা।
১) প্রিলিমিনারী এক্সামিনেশন।
২) মেইন এক্সামিনেশন।
আবেদন করতে কি কি (IBPS Notification 2023) ডকুমেন্টস লাগবে?
১) ভোটার কার্ড/ প্যান কার্ড/ ড্রাইভিং লাইসেন্স বা আধার কার্ড।
২) জাতিগত শংসাপত্র (যদি থাকে) ।
৩) শিক্ষকতা যোগ্যতা প্রমাণ পত্র।
৪) কালার পাসপোর্ট সাইজের ফটো।
৫) সঠিক মোবাইল নাম্বার ও ইমেইল আইডি ইত্যাদি।
কিভাবে আবেদন করতে হবে?
১) এখানে আবেদন (IBPS Notification 2023) করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২) সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৩) রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পরে ওটিপি দিয়ে লগইন করতে হবে।
৪) লগইন করার পরে যে পদের জন্য আবেদন করবেন সেই পদটিকে দিয়ে চয়েস করতে হবে।
৫) এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
৬) তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
৭) সর্বশেষ আবেদনমূল্য দিয়ে নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
৮) আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন ও নিজের দায়িত্বে আবেদন করুন।
অফিশিয়াল নোটিফিকেশন PDF-
https://www.ibps.in/wp-content/uploads/Final_Notification_CRP_CLERKS_XIII_30.6.23.pdf
নতুন চাকরির খবর- রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ, প্রতি মাসে বেতন হবে ১৫,০০০/- টাকা