WB Gram Panchayat Exam Practice Set 99 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৯৯ (WB Gram Panchayat Exam Practice Set 99)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।
WB Gram Panchayat Exam Practice Set 99
১) ভারতে সহিংস স্বাধীনতা আন্দোলন কার মৃত্যুর পর কার্যত থেমে যায়?
[A] ভগৎ সিং
[B] সূর্য সেন
[C] চন্দ্রশেখর আজাদ
[D] রামপ্রসাদ বিসমিল
Answer – চন্দ্রশেখর আজাদ
২) বল্লভভাই প্যাটেলকে ‘সর্দার’ উপাধি কে দিয়েছিলেন?
[A] এম এ জিন্নাহ
[B] এম কে গান্ধী
[C] জে এল নেহরু
[D] সি রাজাগোপালাচারি
Answer – এম কে গান্ধী
৩) দিল্লীর কোন সুলতান একটি অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন?
[A] ফিরোজ শাহ তুঘলক
[B] আলাউদ্দিন খিলজি
[C] মহঃ বিন তুঘলক
[D] ইলতুৎমিস
Answer – ফিরোজ শাহ তুঘলক
WB Gram Panchayat Exam Practice Set 99
৪) ‘তুলবুল’ প্রকল্পটি কোন্ নদীর উপর?
[A] ঝিলাম
[B] ইরাবতী
[C] চন্দ্রভাগা
[D] শতদ্রু
Answer – ঝিলাম
৫) একটি জনপ্রিয় পক্ষী অভয়ারন্য হল—
[A] কেওলাদেও ঘানা অভয়ারন্য
[B] বন্দীপুর
[C] গির
[D] সুন্দরবন
Answer – বন্দীপুর
৬) অ্যাংলো-নেপাল যুদ্ধ কার সময়ে হয়েছিল?
[A] লর্ড ওয়েলেসলি
[B] লর্ড হেস্টিংস
[C] ওয়ারেন হেস্টিংস
[D] লর্ড কর্ণওয়ালিস
Answer – লর্ড হেস্টিংস
৭) ইকোলজিক্যাল নিচ বলতে কি বোঝায়?
[A] একটি বাস্তুতন্ত্রের অ্যাবায়োটিক অংশ
[B] একটি বাস্তুতন্ত্রের বায়োটিক অংশ
[C] উপরের [A] এবং [B] উভয়েই
[D] কোনটিই নয়
Answer – কোনটিই নয়
সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
৮) ‘অষ্টদিয়জ’-দের পৃষ্ঠপোষক কে ছিলেন?
[A] দ্বিতীয় দেবরায়
[B] কৃষ্ণদেব রায়প্র
[C] বীর নরসিংহ
[D] থম দেবরায়
Answer – কৃষ্ণদেব রায়
৯) ব্যাকটিরিওফাজ কী?
[A] রোগসৃষ্টিকারী ছত্রাক
[B] কৃত্রিম পুষ্টির মাধ্যমে বেড়ে ওঠা ব্যাকটিরিয়াম
[C] একটি ভাইরাস
[D] ফ্যাগোসাইটিক প্রোটোজোয়া
Answer – একটি ভাইরাস
১০) ব্রিটিশ ভারতে সর্বশেষ বৃহৎ সংযোজন কার আমলে হয়েছিল?
[A] ডালহৌসি
[B] কার্জন
[C] লিটন
[D] ডাফরিন
Answer – ডাফরিন
গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেট | Click Here |
নতুন চাকরির খবর – Click Here