Tata Capital Pankh Scholarship 2025 – টাটা স্কলারশিপে আবেদন করলেই ১০,০০০/- টাকা, শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায়

Tata Capital Pankh Scholarship 2025 -প্রতিবছর রাজ্য ও কেন্দ্র সরকারের তরফে বিভিন্ন স্কলারশিপের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের পড়াশোনা বাবদ খরচ দিয়ে থাকেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দেন। আর্থিক ভাবে দুর্বল ছাত্র-ছাত্রীদের অর্থ সংকটের কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারে না। তার জন্য রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের তরফে বিভিন্ন স্কলারশিপের মাধ্যমে সাহায্য করে থাকে। এর পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা আর্থিক ভাবে সংকটপূর্ণ ছাত্র – ছাত্রীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার খরচা বাবদ বৃত্তি প্রদান করে থাকেন।

মাধ্যমিক প্রার্থীদের জন্য আজকের প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ। এই স্কলারশিপে কিভাবে আবেদন করবেন ? এই স্কলারশি আবেদনের জন্য কি যোগ্যতার প্রয়োজন ? এই স্কলারশিপে আবেদন পদ্ধতি ? স্কলারশিপ থেকে প্রাপ্য টাকার পরিমাণ ? ইত্যাদি সমস্ত তথ্য নিয়েই আজকের এই প্রতিবেদনে। তাই সমস্ত তথ্য জানতে প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে হবে।

Tata Capital Pankh Scholarship 2025

প্রতি বছরের মতো এবছরও টাটা কোম্পানির তরফে টাটা ক্যাপিটাল পঙ্খ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। টাটা কোম্পানির তরফে আর্থিকভবে দুর্বল উপযুক্ত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীরা  যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে তার জন্য এই স্কলারশিপ এর মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দেন। যেসব প্রার্থীরা এখনো এই স্কলারশিপের যোগ্যতা থাকা সত্ত্বেও আবেদন করেননি তারা খুব সহজেই নিচের পদ্ধতির মাধ্যমে আবেদন করে নিন।

টাটা স্কলারশিপ আসলে কি ?

ছাত্র-ছাত্রীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রাজ্য ও কেন্দ্র সরকারের তরফ থেকে যেমন স্কলারশিপ এর বৃত্তি প্রদান করা হয়ে থাকে ঠিক তেমনি টাটা ক্যাপিটাল (Tata Capital Pankh Scholarship 2025) পান্থ স্কলারশিপ হল একটি বেসরকারি স্কলারশিপ। মূলত এই স্কলারশিপ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা আন্ডার গ্যাজুয়েট জেনারেল কলেজ স্টুডেন্টরা এর সুবিধা আর্থিক ভাবে খুব ভালো পেয়ে থাকে।

এই স্কলারশিপ থেকে প্রাপ্ত বৃত্তির পরিমান

যেসব ইচ্ছুক প্রার্থীরা উপযুক্ত যোগ্যতার সম্পন্ন আছেন তারা এই স্কলারশিপ ১০,০০০/- টাকা বৃত্তি হিসেবে পাবে।

এই স্কলারশিপে আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা

এই স্কলারশিপে আবেদন করার জন্য প্রার্থীদের উপযুক্ত যোগ্যতা সম্পন্ন হতে হবে। নিচের যোগ্যতার সম্পন্ন প্রার্থীরা এই স্কলারশিপ এর সুবিধা পাবেন।

১) আবেদনকারী প্রার্থীদের স্বীকৃত কোন প্রতিষ্ঠান থেকে ৬০% নম্বর সহ মাধ্যমিক পাস করতে হবে।
২) আবেদন কারীদের কোর্স সম্পূর্ণ করে পরবর্তী কোর্সে ভর্তি হতে হবে।
৩) আবেদন কারীদের অবশ্যই ভারতীয় হতে হবে।
৪) আবেদনকারী প্রার্থীর বাড়ির বার্ষিক আয় ২ লক্ষ ৫০ হাজার টাকার নিচে হতে হবে।

আবেদন পদ্ধতি (Tata Capital Pankh Scholarship 2025)

যেসব প্রার্থীরা টাটা ক্যাপিটাল পঙ্খ স্কলারশিপে আবেদন করবেন তাদের আবেদনের জন্য নিচের পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে। এই স্কলারশিপে আবেদনের জন্য প্রার্থীদের প্রথমে টাটা ক্যাপিটাল পঙ্খ স্কলারশিপের অফিসিয়াল পোর্টালে গিয়ে সমস্ত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তারপর আবদেন ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্রগুলি আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

১) আবেদনকারীর জন্মের প্রমাণপত্র।
২) ভর্তির প্রমাণ (স্কুল/কলেজ আইডি কার্ড/বোনাফাইড সার্টিফিকেট, ইত্যাদি)।
৪) আয়ের প্রমাণ (ফর্ম 16A/সরকারি কর্তৃপক্ষের দ্বারা জারি করা আয়ের শংসাপত্র/বেতন স্লিপ, ইত্যাদি)।
৩) পরীক্ষার মার্কশিট।
৪) পরীক্ষার অ্যাডমিট কার্ড।
৫) বার্ষিক ইনকাম সার্টিফিকেট।
৬) আধার কার্ড।
৭) ব্যাংকের পাসবুক।
৮) ভর্তির রশিদ।
৯) আবেদনকারীর ফটোকপি।

আবেদনের শেষ তারিখ – ১৫/০১/২০২৫

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটView Now
Apply OnlineClick Here

বাংলা আবাস যোজনায় ফাইনাল লিস্ট দেখুন, আপনার নাম আছে কি না দেখুন।

বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.in শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা।  এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা  কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে । wbtak.in সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।