Free Silai Machine Yojana 2024 – বিনামূল্যে সেলাই মেশিন দিচ্ছে! দেরি না করে আজই করুন আবেদন,

Free Silai Machine Yojana 2024দেশের মহিলারা যাতে স্বনির্ভর হতে পারেন তার জন্য বড় উদ্যোগ গ্রহণ করল কেন্দ্র সরকার। তাইতো, একেবারেই বিনামূল্যেই দেশের মহিলাদের সেলাই মেশিন দেওয়া হবে কেন্দ্রের পক্ষ থেকে। ভারতবর্ষে এমন একটি দেশ যেখানকার বেশিরভাগ মহিলারা সেলাই করতে জানেন। সেলাই শিখে যাতে তারা অর্থ উপার্জন করে স্বনির্ভর হতে পারেন তাই “Free Silai Machine Yojana” নামক একটি প্রকল্প চালু করেছে কেন্দ্র। এই প্রকল্পের সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই পড়ুন সমগ্র প্রতিবেদনটি।

Free Silai Machine Yojana 2024 প্রকল্পে আবেদনের যোগ্যতা

Free Silai Machine Yojana 2024 এর কোথায় বিনামূল্যে সেলাই মেশিন পেতে হলে বেশ কিছু যোগ্যতা থাকা প্রয়োজন। সেগুলি হল.

১) আবেদনকারী হবেন একজন ভারতীয় নাগরিক।
২) আবেদনকারী মহিলার বয়স কুড়ি বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
৩) আবেদনকারী মহিলার পারিবারিক বার্ষিক আয় ১২ হাজার টাকার নিচে হতে হবে।
৪) ভারতীয় নাগরিক বিবাহিত-অবিবাহিত, বিধবা, ডিভোর্সি সহ যে কোন মহিলারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।

রাজ্য সরকার কৃষকদের ৫০০০/- টাকা করে দিচ্ছে ! কারা পাবেন এই টাকা?

Free Silai Machine Yojana 2024-এর জন্য আবেদনের নিয়ম

Free Silai Machine Yojana-এর আওতায় সেলাই মেশিন পাওয়ার জন্য অফলাইনে আবেদন করতে হবে। এবার দেখে নিন কিভাবে আবেদন করবেন…

১) প্রথমে https://www.india.gov.in/ এই ওয়েবসাইটে ভিজিট করুন।
২) সেখানে প্রধানমন্ত্রীর Free Silai Machine Yojana প্রকল্পের অপশনে ক্লিক করুন। 
৩) তারপরেই সামনে আসবে আবেদন পত্র। আবেদন পত্রটি A4 সাইজ পেজে প্রিন্ট আউট করে নিন।
৪) ওই আবেদন পত্রে থাকা সমস্ত তথ্য অর্থাৎ আবেদনকারীর নাম, বয়স, ঠিকানা, ফোন নাম্বার, সমস্ত কিছু দিয়ে সঠিকভাবে পূরণ করুন।
৫) আবেদনপত্রের প্রথম পাতায় ফটো লাগানোর জায়গায় একটি পাসপোর্ট সাইজ ফটো লাগিয়ে দিন। সিগনেচার এর জায়গায় সই করুন। সই করতে না জানলে টিপছাপ দিতে পারেন।
৬)আবেদন পত্র পূরণ করা শেষ হলে, প্রয়োজনীয় সব নথি, যেমন, আধার কার্ড, ভোটার কার্ড, এক কপি করে জেরক্স সেলফ এটেস্টেড করে, আবেদন পত্রের সঙ্গে পিন দিয়ে আটকে দিন।
৭) এরপর নথিপত্র সহ আবেদন পত্রটি নির্দিষ্ট খামে ভরে খামের মুখটি আটকে দিন।
৮) এরপর সেটি স্পিড পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিন। (বি দ্রঃ:- একটি আয়ের সংশাপত্র অ্যাটাচ করতে পারেন)

Free Silai Machine Yojana-য় আবেদন করার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। নিজের ইচ্ছেমত যেকোনো দিনই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। তবে অবশ্যই দেখে শুনে আবেদন করবেন।

বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ, ১৮,০০০ টাকার ভর্তুকি! এক ঢিলে মরবে তিন পাখি