WB Govt Holiday List 2025 – বছর শেষ হতে আর মাত্র ১৩ দিন বাকি, তার মধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের ছুটির তালিকা তথা WB Govt Holiday List 2025 প্রকাশিত করলো। সরকারের এই তালিকাতে রাজ্য সরকার কর্মীদের যেমন ছুটির কথা উল্লেখ করা আছে ঠিক তেমনি পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের তরফ থেকে যে সমস্ত ছুটিগুলি থাকে তার ও উল্লেখ সেখানে রয়েছে। তবে গত বছরের ছুটির চেয়ে এ বছরের ছুটির কিছুটা পরিবর্তন করা হয়েছে। এই ছুটির তালিকা দেখে কিছু সরকারি কর্মী যেমন খুশি হয়েছে ঠিক তেমনি আবার হতাশা দেখা গেছে।
আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের ছুটির তালিকায় বিশেষ কিছু ছুটির দিন পরিবর্তন করা হয়েছে যেমন গ্রীষ্মকালের ছুটি অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে আবার দুর্গাপুজোর ছুটি যেমন বিগত বছরগুলিতে থাকে সেরকম ভাবেই কিন্তু দেওয়া হয়েছে। তবে আগামী বছর আবহওয়ার উপরে নির্ভর করবে গরমের ছুটি বাড়ানো বা কমানো।
WB Govt Holiday List 2025
নিচের দেওয়া সম্পূর্ণ তালিকাটি আপনি ডাউনলোড করে দেখে নিতে পারেন কোন দিন কি কি ছুটি প্রদান করা হচ্ছে সরকারের তরফ থেকে।
অফিশিয়াল তালিকা | ডাউনলোড করুন |
এবার রাজ্যে শুরু হতে চলেছে চাকরির মেলা, ইন্টারভিউ দিয়ে চাকরি পান।