HCL Recruitment 2023 – হিন্দুস্তান কপার লিমিটেড সংস্থার পক্ষ থেকে কর্মী নিয়োগ করা হবে, তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এখানে সুপারভাইজার পদে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকেই এখানে আবেদন করা যাবে। এ ছাড়া আর অন্যান্য বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
নিয়োগ সংস্থা | Hindustan Copper Limited (HCL) |
পদের নাম | সুপারভাইজার |
মোট শূন্যপদ | ৬৫ টি |
আবেদন মাধ্যম | অফলাইনে |
আবেদন শেষ | ১৩ সেপ্টেম্বর, ২০২৩ |
নতুন চাকরির খবর –১৫০০ শূন্যপদে রাজ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগ, অনলাইন মাধ্যমে আবেদন
পদের নাম ও শূন্যপদ (HCL Recruitment 2023)
১) এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম নাম গুলো হচ্ছে Mining, Survey, Mechanical, Electrical Supervisor।
২) সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে মোট ৬৫ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। Mining ৪৯ টি, Survey ২ টি, Mechanical ২ টি, Electrical ৮ টি, Company Secretary ২ টি, Finance ১ টি, HR ১ টি।
বয়স সীমা ও বেতন (HCL Recruitment 2023)
১) সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী উল্লেখিত পদে আবেদন করার জন্য বয়সসীমা ২৩ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন।
২) এখানে যদি আপনারা আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে ৩০,০০০/- টাকা থেকে ১,২০,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা
যেহেতু এখানে (HCL Recruitment 2023) অনেকগুলি পদ আছে সেক্ষেত্রে প্রত্যেকটি পদে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগছে নিচের তা উল্লেখ করে দেওয়া হল –
১) Mining, Survey, Mechanical, Electrical Supervisor – এই পদ গুলিতে আবেদন করার জন্য আবেদনকারীদের অতি অবশ্যই Diploma অথবা Bachelor Degree in Mining, Civil, Electrical Engineering বিষয়ে ডিগ্রী সম্পূর্ণ করা থাকতে হবে তার সঙ্গে অতি অবশ্যই দুই থেকে পাঁচ বছরের কাজে অভিজ্ঞতাও থাকতে হবে (HCL Recruitment 2023) তাহলে এখানে আবেদন করা যাবে।
২) Company Secretary, Finance, HR – এই পদে আপনারা যদি আবেদন করেন তাহলে অবশ্যই আপনাদের যে কোন স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েট পাস হতে হবে সঙ্গে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতাও থাকতে হবে। এছাড়া ICSI পরীক্ষায় উত্তীর্ণ, চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট অথবা HR/MBA বিষয়ে ডিপ্লোমা থাকলেও এখানে আবেদন করা যাবে আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন।
এই বিজ্ঞপ্তি (HCL Recruitment 2023) কোথা থেকে প্রকাশ হয়েছে ?
hindustancopper.com পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন, বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
কি ভাবে আবেদন করতে হবে?
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদনের ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সঙ্গে অবশ্যই যে যে নথি গুলি চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন তারপরে নিজের দায়িত্বে আবেদন করুন।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ১৪.০৮.২০২৩ |
আবেদন শুরু | ১৪.০৮.২০২৩ |
আবেদন শেষ | ১৩.০৯.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | View Now |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
FAQ: HCL Recruitment 2023 – রাজ্যে সুপারভাইজার পদে কর্মী নিয়োগ, সময় সীমিত এখনই আবেদন করে ফেলুন।
Q – এখানে আবেদনের শিক্ষাগত যোগ্যতা কি লাগছে ?
Ans – গ্রাজুয়েট।
Q – কতজনকে এখানে নিয়োগ করা হবে ?
Ans – ৬৫ জনকে নিয়োগ করা হবে।
Q – আবেদন করার জন্য বয়সসীমা কত লাগছে?
Ans – ২৩ বছর থেকে ৪০।
Q – আবেদন শুরু কবে থেকে?
Ans – ১৪.০৮.২০২৩ তারিখ থেকে।
Q – আবেদন করা শেষ তারিখ কবে?
Ans – ১৩.০৯.২০২৩ এই তারিখ অব্দি।
নতুন চাকরির খবর –মাধ্যমিক পাশে পোস্ট অফিসে চাকরি, অনলাইনে আবেদন জানান