Post Office Recruitment 2023 – রাজ্যের সমস্ত বেকার চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর। কেন্দ্র সরকারের ডিপার্টমেন্ট অফ পোষ্টের অধীনে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতি মধ্যে প্রকাশিত হয়েছে। এখানে প্রায় ৩০ হাজার শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীরা খুব সহজেই অনলাইন এর মাধ্যমে আবেদন করে নিতে পারবে। এখানে ভারতবর্ষের নাগরিক হলে আবেদন করা যাবে সে ক্ষেত্রে পশ্চিমবঙ্গের সকল চাকরিপ্রার্থী আবেদনযোগ্য।
নিয়োগ সংস্থা | Government of India Ministry of Communications Department of Posts |
পদের নাম | গ্রামীণ ডাক সেবক |
মোট শূন্যপদ | ৩০,০৪১ টি |
আবেদন মাধ্যম | অনলাইনে |
আবেদন শেষ | ২৩.০৮.২০২৩ |
নতুন চাকরির খবর – রামকৃষ্ণ মিশনে গ্রুপ ডি ও শিক্ষা কর্মী নিয়োগ, যোগ্যতা অষ্টম পাশ
পদের নাম ও শূন্যপদ (Post Office Recruitment 2023)
১) এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার (ABPM) এবং ব্রাঞ্চ পোস্ট মাস্টার (BPM)।
২) এখানে মোট ৩০,০৪১ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।
বয়স সীমা ও বেতন
১) সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী (Post Office Recruitment 2023) উল্লেখিত পদে আবেদন করার জন্য বয়সসীমা লাগছে সর্বনিম্ন ১৮ ও সর্বোচ্চ ৪০ বছর। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় ও তিন বছর পাঁচ বছর পর্যন্ত দেওয়া হবে। বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন।
২) যদি আপনারা আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে ABPM পদের জন্য মাসিক ১০,০০০ – ২৪,৪৭০ টাকা বেতন দেওয়া হবে ও BPM পদের জন্য মাসিক ১২,০০০ – ২৯,৩৮০ টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা
যে সকল ইচ্ছুক প্রার্থীর এখানে (Post Office Recruitment 2023) আবেদন করবেন ভাবছেন তাদের এখানে মাধ্যমিক পাস থাকলেই তারা এখানে আবেদন করতে পারবে। তাছাড়া প্রার্থীদের অবশ্যই কম্পিউটার চালাতে জানতে হবে ও সাইকেল চালানো দক্ষতা থাকতে হবে। তার সঙ্গে আঞ্চলিক ভাষায় দক্ষ হতে হবে।
নিয়োগ প্রক্রিয়া (Post Office Recruitment 2023)
এখানে নিয়োগ করা হবে সম্পূর্ণ মাধ্যমিকের প্রাপ্ত নম্বরের উপরে ভিত্তি করে সঠিক প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
indiapostgdsonIine.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই (Post Office Recruitment 2023) সমস্ত তথ্য যাচাই করবেন, বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
কি ভাবে (Post Office Recruitment 2023) আবেদন করতে হবে?
যে সকল চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করবেন ভাববেন তাদের এখানে অনলাইনে মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন করার জন্য indiapostgdsonIine.gov.in পোর্টালে যেতে হবে সেখানে গিয়ে নিজের নাম ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপরে যে পদের জন্য আবেদন করবে সেই পদটিকে চয়েস করে ও যে যে ডকুমেন্টস চেয়েছে সেগুলোকে সংযুক্ত করে নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য দেখবেন বুঝবেন তারপরেই নিজের দায়িত্বে আবেদন করবেন।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ০৩.০৮.২০২৩. |
আবেদন শুরু | ০৩.০৮.২০২৩. |
আবেদন শেষ | ২৩.০৮.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | View Now |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
নতুন চাকরির খবর – টাটা কোম্পানিতে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ, আবেদন মাধ্যম অনলাইন