CMOH Recruitment 2023 – রাজ্যের সমস্ত বেকার চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। রাজ্যে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ৭৬২ শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গে ২৩ টি জেলা থেকে চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। এখানে ডেটা ম্যানেজারসহ বিভিন্ন পদে নিয়োগ হবে। এখানে আবেদন করার আগে অবশ্যই মনে রাখতে হবে এটি কিন্তু একটি কন্টাক্চুয়াল চাকরি। আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
নিয়োগ সংস্থা | DH&FWS, North24 Parganas |
পদের নাম | বিভিন্ন |
মোট শূন্যপদ | ৭৬২ টি |
আবেদন মাধ্যম | অনলাইনে |
আবেদন শেষ | ১১-০৯-২০২৩ |
নতুন চাকরির খবর –১৫০০ শূন্যপদে রাজ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগ, অনলাইন মাধ্যমে আবেদন
পদের নাম ও শূন্যপদ (CMOH Recruitment 2023)
১) এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম গুলি নিচে বিস্তারিত ভাবে উল্লেখ করে দেওয়া হলো। তবে এখানে শুধুমাত্র ডাটা ম্যানেজার পদে কিভাবে নিয়োগ হবে কত শূন্য পদ রয়েছে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে তাই নিয়েই আলোচনা করা আছে।
১) Block Data Manager
২) Medical Officer
৩) Specialists
৪) Staff Nurse
৫) Community Health Assistant
৬) Block Epidemiologist
৭) Block Public Health Manager
২) এখানে ৭৬২ শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।
বয়স সীমা ও বেতন
১) এখানে ডেটা ম্যানেজার পদে আবেদন করার জন্য বয়স সীমা লাগছে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়ও পাওয়া যাবে।
২) যদি আপনার এখানে ডাটা ম্যানেজার পদে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে ২২,০০০/- হাজার টাকা দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা (CMOH Recruitment 2023)
এখানে অনেকগুলি পদ আছে এবং তার সঙ্গে অনেকগুলি শূন্য পদও আছে সে ক্ষেত্রে সমস্ত পদের শিক্ষাগত যোগ্যতা বা শূন্য পদ নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে না। শুধুমাত্র ডাটা ম্যানেজার পদে কিভাবে আবেদন করা হবে এবং তার কি শিক্ষাগত যোগ্যতা লাগছে তাই নিয়ে আলোচনা হয়েছে। সে ক্ষেত্রে (CMOH Recruitment 2023) ডেটা ম্যানেজার পদে আপনারা যদি আবেদন করতে চান তাহলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে যেকোনো বিষয়ের উপরে গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে সঙ্গে এক বছরের কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিপ্লোমা কোর্স করা থাকলে আপনার এখানে আবেদন করতে পারবেন। অন্যান্য পদে শিক্ষাগত যোগ্যতা দেখার জন্য অবশ্যই সংস্থার অফিসার বিজ্ঞপ্তি ডাউনলোড করে যাচাই করে তবে নিজের দায়িত্বে আবেদন করতে পারেন।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
North24parganas.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন, বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
নিয়োগ প্রক্রিয়া (CMOH Recruitment 2023)
এখানে নিয়োগ প্রক্রিয়া হবে লিখিত পরীক্ষা ও কম্পিউটার টেস্টের মাধ্যমে সঠিক প্রার্থী বাছাই করে নেওয়া হবে। বিস্তারিত জানার জন্য সংস্থার বিজ্ঞপ্তি ফলো করুন।
কি ভাবে আবেদন করতে হবে?
যে সমস্ত (CMOH Recruitment 2023) ইচ্ছুক প্রার্থীর এখানে আবেদন করবেন ভাবছেন তারা এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন লিংকে ক্লিক করতে হবে নিজের নাম ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করার পরে কোন পদের জন্য আবেদন করছেন সেটিকে উল্লেখ করতে হবে। এরপর যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজের মধ্যে রেখে আপলোড করতে হবে ও সঙ্গে যদি আবেদন মূল্য লাগে তাহলে সেটা অবশ্যই দিতে হবে তারপরে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। আরও বিস্তারিত ভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসার বিজ্ঞপ্তি ফলো করুন।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২৫-০৮-২০২৩ |
আবেদন শুরু | ২৫-০৮-২০২৩ |
আবেদন শেষ | ১১-০৯-২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | View Now |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
CMOH Recruitment 2023 – ব্লকে ডেটা ম্যানেজার পদে কর্মী নিয়োগ, মোট ৭৬২ শূন্যপদে চাকরি।
Q – এখানে আবেদনের শিক্ষাগত যোগ্যতা কি লাগছে ?
Ans – গ্রাজুয়েশন।
Q – কত জনকে এখানে নিয়োগ করা হবে ?
Ans – ৭৬২ জনকে নিয়োগ করা হবে।
Q – আবেদন করার জন্য বয়সসীমা কি লাগছে ?
Ans – ২১ থেকে ৪০।
Q – আবেদন শুরু কবে থেকে?
Ans – ২৫-০৮-২০২৩ তারিখ থেকে।
Q – আবেদন করা শেষ তারিখ কবে?
Ans – ১১-০৯-২০২৩ এই তারিখ অব্দি।
নতুন চাকরির খবর –মাধ্যমিক পাশে পোস্ট অফিসে চাকরি, অনলাইনে আবেদন জানান