Aadhar Card Correction 2024 – আধার কার্ডে জন্ম তারিখ ভুল নিয়ে চিন্তা? কি ভাবে করবেন ঠিক? বিনামূল্যে সংশোধন করুন।

Aadhar Card Correction 2024 – আধার কার্ড, ভারতীয়দের কাছে অন্যতম পরিচয় পত্র হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। আধার কার্ড না থাকলে সরকারি ক্ষেত্রে কিংবা বেসরকারি ক্ষেত্রে যে কোন কাজ অসম্পূর্ণই থেকে যায়। কোন কলেজে ভর্তি হোক কিংবা সরকারি চাকরির পরীক্ষা প্রতিটি ক্ষেত্রে আধার কার্ডের সমতুল্য আর কোন নথি নেই। আধার কার্ড না থাকলে অফিসিয়ালি কোন কাজ আটকে যায়।

মনে রাখবেন, মাঝেমধ্যে নিজের আধার (Aadhar Card Correction 2024) কার্ড আপডেট করানোটা কিন্তু খুবই প্রয়োজন। তবে যদি দেখেন যে আপনার আধার কার্ডে জন্ম তারিখ ভুল রয়েছে, তাহলে কি করবেন? যদি আপনি নিজের আধার কার্ডে থাকা জন্ম তারিখ পরিবর্তন করতে চান তাহলে আর দেরি নয়।

নারায়ণ ভান্ডার প্রকল্প নাম শুনেছেন? আবেদন করলেই ২০০০ প্রতিমাসে

একেবারে বিনামূল্যে আগামী ১৪ই জুন পর্যন্ত নিজের আধার কার্ড আপডেট করে নিন। ১৪ মার্চ সময়সীমা দেওয়া হয়েছিল আধার কার্ড আপডেট করার ক্ষেত্রে। তবে এখনই সেই সময় সীমা শেষ হওয়ার পরিবর্তে বর্ধিত করা হয়েছে।

কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই আধার কার্ড (Aadhar Card Correction 2024) আপডেট করার সময়সীমা বৃদ্ধি করেছে। আধার কার্ডের জন্ম তারিখ পরিবর্তন করতে চাইলে সে ক্ষেত্রে সুযোগ মিলবে মাত্র একবার। কিভাবে বুঝবেন আপনি আপনার আধার কার্ডের জন্ম তারিখ পরিবর্তন করতে পারবেন কিনা? আধার কার্ডের নিয়ামক সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার (UIDAI) জানিয়েছে।

Aadhar Card Correction 2024

আপনার প্রকৃত জন্ম তারিখ এবং আধার কার্ডে থাকা জন্মতারিখের মধ্যে যদি সর্বোচ্চ তিন বছরের পার্থক্য থাকে, তবে অনলাইনে পরিবর্তন করা সম্ভব। “My Aadhaar” পোর্টাল থেকে এই পরিবর্তন করতে পারবেন। আর তা না হলে নিকটবর্তী আধার সেবা কেন্দ্র তে গিয়ে নিজের জন্ম তারিখ পরিবর্তন করে নিন।

আমার কর্মদিশা প্রকল্পের মাধ্যমে চাকরি, আবেদন পদ্ধতি দেখে নিন

UIDAI – তরফে দেওয়া নির্দেশিকা অনুযায়ী আধার কার্ড আপডেট করতে কিংবা আধার কার্ডে থাকা জন্ম তারিখ পরিবর্তন করতে বেশ কিছু নথিপত্র প্রয়োজন। তার মধ্যে রয়েছে জন্ম সার্টিফিকেট, স্কুলপাস সার্টিফিকেট, ব্যাঙ্কের পাসবই, ট্রান্সজেন্ডার সার্টিফিকেট (যদি থাকে), বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট।