AAI New Recruitment 2023 – রাজ্যর সমস্ত বেকার চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। AAI CARGO LOGISTICS & ALLIED SERVICES COMPANY LTD (AAICLAS) পক্ষ থেকে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এখানে পুরুষ ও মহিলা উভয় চাকরিপ্রার্থী আবেদনযোগ্য। ভারতবর্ষের নাগরিক হলে এখানে আবেদন করা যাবে সেক্ষেত্রের
পশ্চিমবঙ্গে ২৩ টি জেলার উভয় চাকরি প্রার্থী এখানে আবেদনযোগ্য। এখানে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এছাড়া আরো বিস্তারিত জানার জন্য অবশ্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে অনলাইনের মাধ্যমে আবেদনের সম্পন্ন করতে পারেন।
নিয়োগ সংস্থা | AAI CARGO LOGISTICS & ALLIED SERVICES COMPANY LTD (AAICLAS) |
পদের নাম | Security Screener (Fresher) |
মোট শূন্যপদ | ৯০৬ |
আবেদন মাধ্যম | অনলাইনে |
আবেদনের শেষ তারিখ | ০৮-১২-২০২৩ |
নতুন চাকরির খবর – LIC তে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করুন
পদের নাম ও শূন্যপদ (AAI New Recruitment 2023)
১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Security Screener (Fresher)।
২) এখানে মোট ৯০৬ জনকে নিয়োগ করা হবে।
বয়স সীমা ও বেতন
১) যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে (AAI New Recruitment 2023) আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা সর্বোচ্চ ২৭ বছর মধ্যে বয়স থাকলেই এখানে আবেদন করা যাবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় ও এখানে পাওয়া যাবে।
২) যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন এবং ট্রেনিং নেবেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে ট্রেনিং চলাকালীন প্রতিমাসে ১৫,০০০/- টাকা করে স্টাইপেন্ড হিসাবে দেওয়া হবে এবং ট্রেনিং শেষে চলতি বছরে ৩০,০০০/- টাকা এবং দ্বিতীয় বছরে ৩২,০০০/- হাজার টাকা এবং সর্বশেষ অর্থাৎ তৃতীয় বছরে প্রতিমাসে ৩৪,০০০/- হাজার টাকা করে বেতন প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা (AAI New Recruitment 2023)
উল্লেখিত পদে আবেদন করার জন্য যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অতি অবশ্যই ৬০% নাম্বার নিয়ে গ্রাজুয়েশন পাস করলে এখানে আবেদন করা যাবে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য অবশ্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারেন।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
aaiclas.aero/ পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?
১) বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড/ আধার কার্ড/
২) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
৩) অভিজ্ঞতার সার্টিফিকেট, (যদি থাকে)
৪) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো,
৫) এছাড়া আরো অন্যান্য,
নিয়োগ সময়কাল
এখানে ৩ বছরের চুক্তি ভিত্তিতে নিয়োগ করা হবে।
এখানে কি আবেদন মূল্য লাগছে?
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আপনাদের আবেদন মূল্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আবেদন মুল্য কি আছে এবং কাদেরকে আবেদন মূল্য দিতে হবে? এছাড়া কোথায় আবেদন মূল্য দিতে হবে এই সংক্রান্ত সমস্ত বিষয় জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে যাচাই করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে অনলাইন এর মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারেন।
কি ভাবে আবেদন করতে হবে?
১) এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২) সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৩) এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
৪) তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
৫) সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
৬) আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ১৪-১১-২০২৩ |
আবেদন শেষ | ০৮-১২-২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | aaiclas.aero |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
🌐 More Details | Click Here |
নতুন চাকরির খবর –স্টেট ব্যাঙ্ক সার্কেল অফিসার কর্মী নিয়োগ, আবেদন করুন অনলাইনে