AIASL Recruitment 2023 – ২০,১৩০/- টাকা বেতনে এয়ার ইন্ডিয়া কর্মী নিয়োগ, উচ্চমাধ্যমিক পাশে আবেদন করা যাবে।

AIASL Recruitment 2023 – রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য খুশির খবর। এয়ার ইন্ডিয়া তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এখানে ইচ্ছুক প্রার্থীরা ইন্টারভিউ মাধ্যমে নিজেদের আবেদন সম্পূর্ণ করতে পারবে।

উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করা যাবে। এ ছাড়া আরও বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি পড়বেন, বুঝবেন তারপরেই নিজের দায়িত্বে আবেদন পদ্ধতি সম্পূর্ণ করবেন। 

নিয়োগ সংস্থাAI AIRPORT SERVICES LIMITED
পদের নামCustomer Service
Executive / Jr. Customer Service
Executive
মোট শূন্যপদনিচে উল্লেখ করা আছে
আবেদন মাধ্যমইন্টারভিউ 
ইন্টারভিউ তারিখ(১৮), (২০), (২২) -১২-২০২৩

নতুন চাকরির খবর – DM অফিসে কর্মী নিয়োগ, আবেদন পদ্ধতি দেখে নিন

পদের নাম ও শূন্যপদ (AIASL Recruitment 2023)

১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Customer Service Executive, Jr. Customer Service Executive।

২) এখানে মোট ১২৮ জনকে নিয়োগ করা হবে।

বয়স সীমা ও বেতন 

১) যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা সর্বোচ্চ ২৮ বছর মধ্যে বয়স থাকলেই এখানে আবেদন করা যাবে। 

২) যে সকল ইছুর প্রার্থীরা এখানে (AIASL Recruitment 2023) আবেদন করবেন ভাবছেন এবং তাদের উদ্দেশ্য বলা হচ্ছে এখানে যেহেতু দুই ধরনের পদ আছে সে ক্ষেত্রে প্রত্যেক পদেই আলাদা আলাদা বেতন উল্লেখ করা আছে তা বিস্তারিত উল্লেখ করে দেওয়া হল

– কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে ২৩,৬৪০/- টাকা প্রদান করা হবে তাছাড়া জুনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে আপনার যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতিমাসে ২০,১৩০/- টাকা প্রদান করা হবে।

শিক্ষাগত যোগ্যতা (AIASL Recruitment 2023)

জুনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে অন্তত উচ্চমাধ্যমিক পাশ করা থাকলে আবেদন করা যাবে অন্যদিকে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে আবেদন করার জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত গ্রাজুয়েশন পাশ করা থাকলেই এখানে আবেদন করা যাবে। আরো বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে ইন্টারভিউ দিতে যেতে পারেন।

এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?

www.aiasl.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

নিয়োগ প্রক্রিয়া (AIASL Recruitment 2023)

এখানে ইন্টারভিউ এর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীকে এখানে নিয়োগ প্রদান করা হবে।

এখানে কি আবেদন মূল্য লাগছে?

যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আপনাদের আবেদন মূল্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আবেদন মুল্য কি আছে এবং কাদের কে আবেদন মূল্য দিতে হবে? এছাড়া কোথায় আবেদন মূল্য দিতে হবে এই সংক্রান্ত সমস্ত বিষয় জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে যাচাই করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে অনলাইন এর মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারেন।

কি ভাবে আবেদন করতে হবে? 

যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইন বা অনলাইনে আবেদন করতে হবে না। সংস্থার বিজ্ঞপ্তিতে আবেদন পত্রটি আছে (AIASL Recruitment 2023) সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে সঙ্গে যা যা নথি বলেছে সে গুলোকে সংযুক্ত করে নির্দিষ্ট সময় ও ঠিকানায় ইন্টারভিউ স্থানে পৌঁছে গেলে ইন্টারভিউ হয়ে যাবে।

এছাড়া আরো বিস্তারিত জানার জন্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে ইন্টারভিউ দিতে যাবেন।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত০১-১২-২০২৩
ইন্টারভিউ তারিখ (১৮),(২০),(২২) -১২-২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটwww.aiasl.in
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now
🌐More DetailsClick Here

নতুন চাকরির খবর –জেলায় হেলথ অ্যাসিস্ট্যান্ট সহ অন্যান্য পদে নিয়োগ,