AIASL Recruitment 2024 – রাজ্য চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। AI এয়ারপোর্ট সার্ভিস লিমিটেডের তরফে কর্মী নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই নিয়োগটি চুক্তি ভিত্তিক হবে। ইচ্ছুক প্রার্থীরা ইমেল দ্বারা আবেদন সম্পূর্ণ করতে পারবে। বয়স সীমা কি থাকছে? আবেদন পদ্ধতি কি হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন।
নিয়োগ সংস্থা | AI AIRPORT SERVICES LIMITED |
পদের নাম | Passenger Service Agents |
মোট শূন্যপদ | নিচে উল্লেখ করা আছে |
আবেদন মাধ্যম | |
শেষ তারিখ | ০৩-০২-২০২৪ |
নতুন চাকরির খবর –মাধ্যমিক পাশে বন দপ্তরের চাকরি, ৫৯৩৪ শূন্যপদে আবেদন করুন
পদের নাম ও শূন্যপদ (AIASL Recruitment 2024)
১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Passenger Service Agents।
২) এখানে মোট ১০০ জনকে নিয়োগ করা হবে।
বেতন
এখানে যদি আপনারা আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতিমাসে ১২,০০০/- টাকা প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা (AIASL Recruitment 2024)
সমস্ত বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগছে সেই সম্বন্ধে কিছু উল্লেখ নেই তবু আপনারা অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করবেন।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
aiasl.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
নিয়োগ পদ্ধতি
এখানে নিয়োগ করা হবে দুটি ধাপের (AIASL Recruitment 2024) মাধ্যমে সর্বপ্রথম ফিজিক্যাল টেস্ট ও ইন্টারভিউ এর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।
কি ভাবে আবেদন করতে হবে?
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এভিয়েশন ট্রেনিং ইনস্টিটিউট গুলিকে এখানে যোগ্য প্রার্থীদের নাম, বয়স, যোগ্যতা এবং যোগা যোগের সমস্ত তথ্য উল্লেখ করে সংস্থার অফিসার বিজ্ঞপ্তি অনুযায়ী Email কথা উল্লেখ করা আছে সেই Email পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট সময় ও টাইমে তাহলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
এছাড়া এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন দেখবেন, বুঝবেন, যাচাই করবেন তবে নিজের দায়িত্বে আবেদন করবেন।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২৫.০১.২০২৪ |
আবেদন শেষ | ০৩-০২-২০২৪ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | aiasl.in |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
নতুন চাকরির খবর – অষ্টম পাশে স্বাস্থ্য পরিবহন দপ্তরে চাকরি, প্রতিমাস বেতনে ১১,৫০০/- টাকা