Skip to content
WBTAK Bengali Daily News Portal | বাংলা খবর, বাংলা সংবাদ
  • Home
  • Trending
  • Jobs
  • Scholarship
  • Govt Scheme
    • Education
    • Economics
    • Business
  • Tech News
  • Hroscope
Aikyashree Scholarship 2025

Aikyashree Scholarship 2025 – শুরু হয়েছে ঐকশ্রী স্কলারশিপের আবেদন! জেনে নিন এই স্কলারশিপের বিষয়ে বিস্তারিত।

June 29, 2025 by WB TAK
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Aikyashree Scholarship 2025 – রাজ্য সরকারের সংখ্যালঘু উন্নয়ন ও অর্থ নিগম (WBMDFC) ঐক্যশ্রী স্কলারশিপটি রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের অর্থাৎ মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি মেধাবী ছাত্রছাত্রীদের দিয়ে থাকে। এই স্কলারশিপটির আসল উদ্দেশ্য হল রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য উৎসাহিত করা। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আবেদন প্রক্রিয়া ২৫শে জুন, ২০২৫ থেকে শুরু হয়ে গিয়েছে ও এই আবেদনটি ৩১ আগস্ট,২০২৫ পর্যন্ত করা যাবে।

এই স্কলারশিপে আবেদন করতে হলে কী কী যোগ্যতা লাগবে ?

এই স্কলারশিপে আবেদন করার জন্য নীচে উল্লেখ করা যোগ্যতাগুলো থাকতে হবে:-

• প্রথমত এই স্কলারশিপে আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

• দ্বিতীয়ত তাদেরকে সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্গত হতে হবে।

• এছাড়াও আবেদনকারীদের পারিবারিক বার্ষিক আয় ২ লাখ টাকার মধ্যে হতে হবে।

এই স্কলারশিপ কয় প্রকারের ?

এই স্কলারশিপ দুই ধরনের:-

• প্রি-ম্যাট্রিক স্কলারশিপ: এটি মূলত দ্বিতীয় থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের দেওয়া হয়।

• পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ: এটি মূলত একাদশ শ্রেণী থেকে কলেজ স্তরের পড়াশোনা করার জন্য দেওয়া হয়। এই পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপও দুই ধরনের একটি হল ঐক্যশ্রী স্কলারশিপ যেটি পূর্ববর্তী পরীক্ষায় ৬০% এর কম নম্বর পাওয়া ছাত্র-ছাত্রীদেদের জন্য। আরেকটি হল ঐক্যশ্রী স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ (SVMCM) যেটি হল যারা ৬০% বা তার বেশি নম্বর পেয়েছে তাদের জন্য।

কীভাবে আবেদন করবেন ?

এই স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করতে হবে। এখানে আবেদন জানানোর জন্য ছাত্র-ছাত্রীদের এই স্কলারশিপের অফিসিয়াল পোর্টাল wbmdfcscholarship.in এ গিয়ে আবেদন জানাতে হবে। প্রথমে সেই পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তারপর আবেদনপত্র পূরণ করে, সেটিকে নিজস্ব স্কুল বা কলেজে জমা দিতে হবে।

যারা যারা দ্বিতীয় থেকে দশম এবং দ্বাদশ শ্রেণী তে পড়ে তাদেরকে নতুন করে রিনিউয়ালের আবেদন করতে হবে না। যদি তারা যোগ্য হয় তাহলে তারা এসএমএস (SMS) এ একটি কনফার্মেশন পাবে। যেসকল ছাত্র-ছাত্রীরা প্রথম শ্রেণীতে বা নতুন স্কুলে ভর্তি বা একাদশ শ্রেণীতে ভর্তি হচ্ছে তাদেরকে অনলাইনে আবেদন জানাতে হবে।

 যদি এই বিষয়ে বিস্তারিত জানতে হয় তাহলে অফিসিয়াল ওয়েবসাইট www.wbmdfc.org গিয়ে বিস্তারিত জেনে নিতে হবে। এছাড়াও হেল্পলাইন নম্বর (টোল-ফ্রি) 18001202130 ও 033-4047468 এ গিয়ে যোগাযোগ করতে পারেন।

উচ্চ মাধ্যমিক পাশ করেছেন ? তাহলে আপনার জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছে ফ্লিপকার্ট।

WB TAK

wbtak.com-এ আপনাকে স্বাগতম , চাকরি ও প্রকল্প কিংবা স্কলারশিপের আপডেট পেতে ফলো করুন WBTAK.com

Read More

Recent Posts

  • DM Office New Job Notification: DM দপ্তরে নতুন কর্মী নিয়োগ,ভালো বেতনের চাকরি।
  • Railway Group D Practice Set 20 – রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট ২০, বাছাই করা ১৫ টি প্রশ্ন।
  • IPPB GDS Executive Recruitment 2025 – পোস্ট অফিসে GDS পদে কর্মী নিয়োগ, ২৩ টি জেলা থাকে আবেদন করুন।
  • Railway Group D Practice Set 19 – রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট ১৯, বাছাই করা ১৫ টি প্রশ্ন।
  • District Resource Person Vacancy 2025 – জেলার ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন কর্মী নিয়োগ,কোনো আবেদন মূল্য নেই।
  • About Us
  • Disclaimer
  • Privacy Policy
  • Site Map
  • Terms and Conditions
  • Contact Us
  • DMCA Policy
  • DMCA Removal Request
Copyright © 2023 wbtak.com