Skip to content
WBTAK Bengali Daily News Portal | বাংলা খবর, বাংলা সংবাদ
  • Home
  • Trending
  • Jobs
  • Scholarship
  • Govt Scheme
    • Education
    • Economics
    • Business
  • Tech News
  • Hroscope
Aikyashree Scholarship Apply 2024

Aikyashree Scholarship Apply 2024 – ঐক্যশ্রী স্কলারশিপ পাওয়ার যোগ্য কি আপনিও? কিভাবে করবেন আবেদন? জানুন বিস্তারিত

May 5, 2024 by WB TAK
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Aikyashree Scholarship Apply 2024 – রাজ্য সরকারের পক্ষ থেকে সমাজের সকল স্তরের মানুষদের জন্য নানান বৃত্তি বা স্কলারশিপ চালু করা হয়েছে। সেই সকল স্কলারশিপের মধ্যে অন্যতম হলো ঐক্যশ্রী। আর্থিক ভাবে পিছিয়ে পড়া অভাবগ্রস্থ সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে যাতে কোন বাধা না আসে তার জন্য এই স্কলারশিপ চালু করা হয়েছে। রাজ্যের সকল সংখ্যালঘু ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ পেয়ে থাকেন। বিদ্যালয়ে পড়াশোনা করার সময় থেকে রিসার্চ লেভের পর্যন্ত সংখ্যালঘু শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। 

ঐক্যশ্রী স্কলারশিপ কী?

পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য এই স্কলারশিপ প্রদান করে পশ্চিমবঙ্গের অর্থ নিগম এবং সংখ্যালঘু বিভাগ। ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট এন্ড ফাইন্যান্স কর্পোরেশনের অধীনে ২০১৯ থেকে ২০২০ অর্থবর্ষে ঐক্যশ্রী প্রকল্প চালু হয়। বর্তমানে পড়াশোনার খরচ বেশ অনেকটাই বেশি। দুস্থ অথচ মেধাবী সংখ্যালঘু ছাত্র-ছাত্রীরা যাতে টাকা পয়সার অভাবে পড়াশোনার দিক থেকে মুখ ফিরিয়ে না নাই তার জন্য ঐক্যশ্রী স্কলারশিপ দেওয়া হয়। https://wbmdfcscholarship.in ওয়েবসাইট থেকে ফরম পূরণ করে এই স্কলারশিপ পাওয়া যায়।

ঐক্যশ্রী স্কলারশিপের জন্য কারা যোগ্য?

ঐক্যশ্রী স্কলারশিপ দুই ভাগে বিভক্ত। এক, প্রিম্যাট্রিক স্কলারশিপ ও দুই, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ। প্রিম্যাট্রিক স্কলারশিপ পেয়ে থাকেন প্রথম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা। অন্যদিকে, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ পেয়ে (Aikyashree Scholarship Apply 2024) থাকেন একাদশ থেকে শুরু করে রিসার্চ লেভেল স্তরের ছাত্রছাত্রীরা। বলে রাখি, পূর্ববর্তী পরীক্ষায় ৬০ শতাংশের কম নম্বর পেলে সেই ছাত্র-ছাত্রীরা ঐক্যশ্রী স্কলার্শিপের জন্য আবেদন করতে পারবেন। পূর্ববর্তী পরীক্ষায় ৬০ শতাংশের বেশি নম্বর পেলে সেই সকল ছাত্র-ছাত্রীরা ঐক্যশ্রী স্বামী বিবেকানন্দ মেট্রিক স্কলারশিপের জন্য আবেদন করবে।

স্কলারশিপের ক্ষেত্রে কোন যোগ্যতা প্রয়োজন?

রাজ্য সরকারের এই প্রকল্পে আবেদন করতে গেলে তাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়াও সেখান থেকে অবশ্যই সংখ্যালঘু সম্প্রদায়ের হতে হবে। পূর্ববর্তী পরীক্ষায় নূন্যতম ৫০ শতাংশ নম্বর পেয়ে পাশ করলে এই স্কলারশিপ এর জন্য ফরম ফিলাপ করা যাবে। শিক্ষার্থী পরিবারের বার্ষিক আয় সর্বোচ্চ দু লাখ টাকা হতে হবে।

ওয়েসিস স্কলারশিপের দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন জানেন? রইলো বড় আপডেট।

কি কি নথি প্রয়োজনীয়? (Aikyashree Scholarship Apply 2024)

ঐক্যশ্রী প্রকল্পের আবেদন করতে নথিপত্র হিসেবে আধার কার্ড, ব্যাংকের পাশবই, পূর্ববর্তী পরীক্ষার মার্কশিট, একটি বৈধ মোবাইল নম্বর, পরিবারের আয় শংসাপত্র, রেজাল্টের জেরক্স। অনলাইনের মাধ্যমে ঐক্য শ্রী প্রকল্প আবেদন করার পরে আবেদনপত্র সহ সমস্ত নথিপত্র স্কুল-কলেজে জমা করতে হবে সংখ্যালঘু ছাত্র-ছাত্রীকে।

কিভাবে করবেন আবেদন?

১) এই কলারশিপ এর জন্য অনলাইনে আবেদন করতে হবে।

২) প্রথমে ঐক্যশ্রী স্কলারশিপ এর অফিসিয়াল ওয়েবসাইট https://wbmdfcscholarship.in এ প্রবেশ করতে হবে।

৩) এরপর স্টুডেন্ট এরিয়া অপশনে ক্লিক (Aikyashree Scholarship Apply 2024) করে স্টুডেন্ট প্যানেলে প্রবেশ করতে হবে।

৪) তারপর ফ্রেশ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে নিজস্ব শিক্ষা কেন্দ্রের জেলা বেছে নিতে হবে।

৫) এরপর সামনে আসবে স্টুডেন্ট রেজিস্ট্রেশনের ফর্ম।

৬) ওই ফর্মে চারটি ধাপ রয়েছে। সেগুলি হলো, Student Information, Scheme Eligibility, Registration Successful এবং Student’s log in এই চারটি ধাপের মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

৭) এভাবেই লগ ইন করতে হবে।

৮) Student Information ধাপে আবেদনকারী শিক্ষার্থীর নাম, বাবার নাম, মায়ের নাম, লিঙ্গ, জন্ম তারিখ, ধর্ম, মোবাইল নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড প্রদান করতে হবে। এরপর ক্যাপচা কোড দিয়ে সাবমিট অ্যান্ড প্রসেস অপশনে ক্লিক করতে হবে।

৯) Scheme Eligibility ধাপে শিক্ষার্থীর বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের নাম, শিক্ষা প্রতিষ্ঠানের ব্লক বা মিউনিসিপালিটির নাম, কোর্সের নাম, শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষা, বোর্ড, পরীক্ষার বর্ষ, প্রাপ্ত শতকরা নম্বর, পরিবারের বার্ষিক আয় সহ একটি পাসওয়ার্ড দিয়ে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।

১০) এভাবেই সম্পন্ন হবে রেজিস্ট্রেশন। দেওয়া হবে একটি রেজিস্ট্রেশন আইডি। পরবর্তীকালে এই রেজিস্ট্রেশন আইডি লগইন করতে ব্যবহৃত হবে। এছাড়াও পরের বছরগুলোতে রিনিউয়াল করতে রেজিস্ট্রেশন আইডি প্রয়োজন হবে।
১১) আবারো রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
১২) সেখানে স্টুডেন্ট ড্যাশবোর্ডে শিক্ষার্থীর স্থায়ী ঠিকানা, আধার নম্বর সহ বেশ কিছু তথ্য দিয়ে ভেরিফাই করে আনলক অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
১৩) এরপর আবেদন পত্রের পিডিএফ ডাউনলোড করে অবশ্যই নিজের শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিন।

ঐক্যশ্রী স্কলারশিপ প্রকল্পের স্ট্যাটাস চেক করার প্রক্রিয়া

ঐক্যশ্রী স্কলারশিপের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করার ক্ষেত্রে প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট https://wbmdfcscholarship.in এ প্রবেশ করে ঐক্যশ্রী স্টুডেন্ট প্যানেল থেকে ট্রাক অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করুন। তারপর ট্রাক এন অ্যাপ্লিকেশন পেজে রেজিস্ট্রেশনের বছর, পাসওয়ার্ড ,জন্ম তারিখ, মোবাইল নম্বর বা অ্যাপ্লিকেশন আইডি এবং ক্যাপচা কোড দিয়ে সাবমিট করলেই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস দেখতে পাবেন।

ঐক্যশ্রীর হেল্পলাইন টোল ফ্রি নম্বর

১৮০০১২০২১৩০ / ০৩৩-৪০৪৭৪৬৮ (যে কোনো ধরনের অভিযোগ জানাতে পারবেন)

Official Website https://wbmdfcscholarship.in Written by Sunita

WB TAK

wbtak.com-এ আপনাকে স্বাগতম , চাকরি ও প্রকল্প কিংবা স্কলারশিপের আপডেট পেতে ফলো করুন WBTAK.com

Read More

Related Posts

Tet Exam

ফের হবে টেট পরীক্ষা, কি বলছে শিক্ষা পর্ষদ জানুন

Free WIFI

কেন্দ্রীয় সরকার বিনামূল্যে Wifi দিচ্ছে! জেনে নিন কীভাবে পেতে পারেন এই পরিষেবাটি।

Tvs

বাজেট ফ্রেন্ডলি ইলেকট্রিক স্কুটার নিয়ে আসছে TVS! কেমন ফিচার দেখুন এখনই

Aikyashree Scholarship 2025

Aikyashree Scholarship 2025 – শুরু হয়েছে ঐকশ্রী স্কলারশিপের আবেদন! জেনে নিন এই স্কলারশিপের বিষয়ে বিস্তারিত।

Calcutta High Court Recruitment 2025

Calcutta High Court Recruitment 2025 – কলকাতা হাইকোর্টে কাজের সুযোগ, ভালো বেতনের চাকরি। 

নিউটাউনে খোলা হবে TCS- এর নতুন ক্যাম্পাস! বড় ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রীর।

নিউটাউনে খোলা হবে TCS- এর নতুন ক্যাম্পাস! বড় ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রীর।

Free Monsoon Ration Package

বর্ষায় স্পেশাল প্যাকেজে বাড়ানো হচ্ছে ফ্রি রেশনের পরিমাণ! আর সাথে কি কি থাকছে দেখুন।

holiday westbengal

আবারো ছুটি ঘোষণা রাজ্য সরকারের! কবে থেকে দেওয়া হবে এই ছুটি ?

WB Postal Circle Recruitment 2025

WB Postal Circle Recruitment 2025 – পোস্ট অফিসে GDS পদে কর্মী নিয়োগ, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করুন। 

  • ফের হবে টেট পরীক্ষা, কি বলছে শিক্ষা পর্ষদ জানুন
  • কেন্দ্রীয় সরকার বিনামূল্যে Wifi দিচ্ছে! জেনে নিন কীভাবে পেতে পারেন এই পরিষেবাটি।
  • বাজেট ফ্রেন্ডলি ইলেকট্রিক স্কুটার নিয়ে আসছে TVS! কেমন ফিচার দেখুন এখনই
  • Aikyashree Scholarship 2025 – শুরু হয়েছে ঐকশ্রী স্কলারশিপের আবেদন! জেনে নিন এই স্কলারশিপের বিষয়ে বিস্তারিত।
  • Calcutta High Court Recruitment 2025 – কলকাতা হাইকোর্টে কাজের সুযোগ, ভালো বেতনের চাকরি। 
  • About Us
  • Disclaimer
  • Privacy Policy
  • Site Map
  • Terms and Conditions
  • Contact Us
  • DMCA Policy
  • DMCA Removal Request
Copyright © 2023 wbtak.com