Airport Manager Recruitment 2023 – এয়ারপোর্টে ম্যানেজার পদে কর্মী নিয়োগ, কারা আবেদন করতে পারবে দেখে নিন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Airport Manager Recruitment 2023 – সমস্ত বেকার চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। AAI Cargo Logistics and Allied Services Company Limited পক্ষ থেকে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার চাকরি প্রার্থী আবেদন যোগ্য।

তাছাড়া শিক্ষাগত যোগ্যতা কি লাগছে? । আবেদন মূল্য আছে কি না? আবেদন করার শেষ তারিখ কবে? এইসব বিষয় নিয়ে সমস্ত তথ্য জানার জন্য এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়ুন। তাছাড়া সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করতে পারেন।

নিয়োগ সংস্থাAAI Cargo Logistics and Allied Services Company Limited
পদের নামVarious
মোট শূন্যপদনিজে উল্লেখ করা আছে 
আবেদন মাধ্যমইন্টারভিউ
ইন্টারভিউ তারিখ১২,১৪,১৫,১৯ তারিখে ইন্টারভিউ হবে 

নতুন চাকরির খবর –গ্রাম পঞ্চায়েত দপ্তরে নতুন কর্মী নিয়োগ

পদের নাম – Manager (Airport Manager Recruitment 2023)

১) শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করতে হলে আবেদন কারীদের গ্রাজুয়েশন সম্পূর্ণ করা থাকতে হবে নির্দিষ্ট বিষয়ের উপরে তাহলে এখানে আবেদন করা যাবে। এই বিষয়ে আরো বেশি তথ্য জানার জন্য সংস্থার বিজ্ঞপ্তি ফলো করুন।

২) শূন্যপদ – এই পদে ০৮ জনকে নিয়োগ করা হবে।

৩) বয়স সীমা – উল্লিখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৪৮ বছরের মধ্যে থাকলে এখানে আবেদন করা যাবে।

পদের নাম – Office Assistant

১) শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করতে হলে আবেদন কারীদের গ্রাজুয়েশন সম্পূর্ণ করা থাকতে হবেসঙ্গে দু বছরের কাজের অভিজ্ঞতা নির্দিষ্ট (Airport Manager Recruitment 2023) বিষয়ের উপরে তাহলে এখানে আবেদন করা যাবে। এই বিষয়ে আরো বেশি তথ্য জানার জন্য সংস্থার বিজ্ঞপ্তি ফলো করুন।

২) শূন্যপদ – এই পদে ০৪ জনকে নিয়োগ করা হবে।

৩) বয়স সীমা – উল্লিখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে থাকলে এখানে আবেদন করা যাবে। তাছাড়া সরকারি নিয়ম অনুযায় বয়সে ছাড় পাওয়া যাবে।

পদের নাম – Manager (Finance)

১) শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করতে হলে আবেদন কারীদের CA/CMA/MBA (Finance) এর ডিগ্রির সাথে ৭ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে তাহলে এখানে আবেদন করা যাবে। এই বিষয়ে আরো বেশি তথ্য জানার জন্য সংস্থার বিজ্ঞপ্তি ফলো করুন।

২) শূন্যপদ – এই পদে ০৪ জনকে নিয়োগ করা হবে।

৩) বয়স সীমা – উল্লিখিত পদে (Airport Manager Recruitment 2023) আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৩৭ বছরের মধ্যে থাকলে এখানে আবেদন করা যাবে। তাছাড়া সরকারি নিয়ম অনুযায় বয়সে ছাড় পাওয়া যাবে। 

পদের নাম – Senior Assistant (HR)

১) শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করতে হলে আবেদন কারীদের MBA ডিগ্রির সাথে সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে তাহলে এখানে (Airport Manager Recruitment 2023) আবেদন করা যাবে। এই বিষয়ে আরো বেশি তথ্য জানার জন্য সংস্থার বিজ্ঞপ্তি ফলো করুন।

২) শূন্যপদ – এই পদে ০৪ জনকে নিয়োগ করা হবে।

৩) বয়স সীমা – উল্লিখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে থাকলে এখানে আবেদন করা যাবে। তাছাড়া সরকারি নিয়ম অনুযায় বয়সে ছাড় পাওয়া যাবে 

এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?

www.aaiclas.aero পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

নিয়োগ পদ্ধতি?

এখানে প্রার্থীদের ইন্টারভিউ (Airport Manager Recruitment 2023) উপরে ভিত্তি করে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে।

কি ভাবে আবেদন করতে হবে? 

যে সকল ইচ্ছুক প্রার্থীরা (Airport Manager Recruitment 2023) এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে অফলাইন বা অনলাইন এই দুই মাধ্যমে আবেদন করতে হবে না বা করা যাবে না। এখানে প্রার্থীদের অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইন্টারভিউ দিতে হবে। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবেই নিজের দায়িত্বে ইন্টারভিউ দিতে পারেন।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত০৫-১২-২০২৩
ইন্টারভিউ তারিখ১২,১৪,১৫,১৯ তারিখে ইন্টারভিউ হবে 

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটwww.aaiclas.aero
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now
More DetailsClick Here

নতুন চাকরির খবর – কৃষি দপ্তরের কর্মী নিয়োগ, ৩০,০০০/- টাকা প্রতিমাসে বেতন