এবারে সবাইকে ফ্রিতে সেলাই মেশিন (Free Silai Machine Yojana) দেবে কেন্দ্র
দেশের নারীদের স্বনির্ভর করতে নতুন উদ্যোগে কেন্দ্রীয় সরকার। বরাবরই নিজের দেশের নারীদের নিয়ে চিন্তা করেন সরকার। বিভিন্ন সভায় দ্বারা চেষ্টা করেন কিভাবে নিজের দেশের নারীদের উন্নতি সাধন করবেন এবং তাদের নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করবেন। এবার তাই একটি নতুন প্রকল্প নিয়ে এলো কেন্দ্রীয় সরকার। সম্পূর্ণ বিনামূল্যে সেলাই মেশিন দেয়া হবে দেশের নারীদেরকে ।
এই দেশের বেশিরভাগ নারী সেলাই জানে, এবং তারা যাতে সেলাইকে তাদের পেশা হিসেবে দিয়ে কিছুটা অর্থ উপার্জন করে স্বনির্ভর হতে পারে তাই এই উদ্যোগ কেন্দ্রীয় সরকারের। আজকে আমরা এই প্রকল্প (Free Silai Machine Yojana) নিয়েই বিস্তারিত আলোচনা করব এই প্রতিবেদনে। তাই বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনটি পড়ুন।
এই প্রকল্পে (Free Silai Machine Yojana) আবেদন করতে গেলে কি কি যোগ্যতা প্রয়োজনীয় ?
এই ফ্রিতে সেলাই মেশিন (Free Silai Machine Yojana) পেতে গেলে নিম্ম লিখিত যোগ্যতা গুলি থাকা আবশ্যিক। যোগ্যতাগুলি না থাকলে আপনারা কখনোই ফ্রিতে সেলাই মেশিন টি পাবেন না।
১) আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
২) আবেদনকারী ওই মহিলার বয়স কুড়ি থেকে 40 বছরের মধ্যে হওয়া আবশ্যিক।
৩) তার পারিবারিক বার্ষিক আয় বারো হাজার টাকার নিচে হতে হবে।
৪) ভারতের বসবাসকারী যে কোন ধরনের মহিলা অর্থাৎ বিবাহিত-অবিবাহিত, বিধবা, ডিভোর্সি প্রত্যেককেই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন।
এবারে প্রশ্ন হল (Free Silai Machine Yojana) এর জন্য আবেদন করবেন কিভাবে?
এই আবেদন প্রক্রিয়া পুরোপুরি অফলাইনের মাধ্যমে করতে হবে। অনলাইনে আবেদন করার কোন ব্যবস্থা রাখেনি এখানে কেন্দ্রীয় সরকার। চলুন এবার আমরা একে একে জেনে নেবো আবেদন করার ধাপ গুলি।
Also Read –শ্রমিক কার্ডের কি ভাবে আবেদন করবেন ও সুবিধা কি কি? e-SHRAM Card Online Registration 2023.
১) প্রথমে আমাদেরকে https://www.india.gov.in/ এই ওয়েবসাইটে যেতে হবে।
২) তারপর প্রধানমন্ত্রী এই প্রকল্পের একটি অপশন দেখা যাবে, সেখানে ক্লিক করতে হবে।
৩) ওখানে ক্লিক করার পর আমরা সামনে একটি আবেদনপত্র আসবে। সেটিকে A4 সাইজ পেজে প্রিন্ট আউট করে নিতে হবে।
৪) এবার ওই ফর্মে যাবতীয় তথ্য যেমন আবেদনকারীর নাম বয়স ঠিকানা ফোন নাম্বার প্রভৃতি দিয়ে ঠিকঠাকভাবে পূরণ করতে হবে।
৫)এরপর ফ্রন্ট পেজ যে জায়গায় ফটো লাগানোর জন্য বলা হয়েছে সেই জায়গায় ফটো লাগানো এবং সিগনেচার এর জায়গায় সিগনেচার করে দিন। যদি আপনি সিগনেচার করতে না পারেন তাহলে আপনি টিপছাপ ও দিতে পারেন।
৬)ফর্ম ফিলাপ শেষ হওয়ার পর আবেদনের যাবতীয় ডকুমেন্ট যেমন আধার কার্ড, ভোটার কার্ড, এক কপি করে জেরক্স সেলফ এটেস্টেড করে, অ্যাপ্লিকেশন ফর্ম এর সঙ্গে একটি পিন দিয়ে আটকে দিন। এবার এগুলিকে একটি নির্দিষ্ট খামের ভেতর ভরে, খামের মুখটি ভালো করে বন্ধ করে, স্পিড পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় এটিকে পাঠিয়ে দিন। (সমস্ত কিছুর সঙ্গে একটি ইনকাম সার্টিফিকেটও পাঠান)
এই প্রকল্পে (Free Silai Machine Yojana) আবেদন করার কোন সময়সীমা নেই আপনি যে কোনদিনই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন।
এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Soham Senapati.