e-SHRAM Card বা শ্রমিক কার্ডের আবেদন থেকে সুবিধে এবং সমস্ত খুঁটিনাটি জেনে নিন ।
আপনি যদি শ্রমিকন এবং আপনি ভারতে বসবাস করেন তাহলে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রয়েছে আপনার জন্য একটি দুর্দান্ত স্কিম (e-SHRAM Card বা শ্রমিক কার্ড)। যে স্কিমের মাধ্যমে আপনি সরকারের তরফ থেকে পাবেন বিভিন্ন বিশেষ সুবিধা। স্কিমটির নাম হল E-Shram Card বা শ্রমিক কার্ড। প্রথমেই আমরা জেনে নেব শ্রমিক কার্ড কী? অসংরক্ষিত শ্রমিকদের জন্য কেন্দ্রীয় সরকার দ্বারা প্রাপ্ত একটি বিশেষ অনলাইন কার্ড হল এটি।
এটি শ্রমিক বা লেবার দের কে একত্রিত করার প্রয়াস। যার ফলে কেন্দ্রীয় সরকারের কাছে শ্রমিক বিষয়ে একটি সুস্পষ্ট ডেটা থাকে। এই কার্ডের সঙ্গে শ্রমিকরা পাবেন দু লাখ টাকা পর্যন্ত দুর্ঘটনা জনিত একটি বীমা। অর্থাৎ শ্রমিক কার্ড হল ভারত সরকার দ্বারা প্রদত্ত এমন একটি অনলাইন card যার মধ্যে অসংগঠিত কোন শ্রমিকের সমস্ত ডেটা থাকে। এবং সেই কার্ড থাকা তরুণ যেকোনো সরকারি স্কিমে বিশেষ সুবিধা লাভ করে। আজকে আমরা এই কার্ডের বিষয়ে সমস্ত খুঁটিনাটি তথ্য নিয়ে এ টু জেড আলোচনা করব।
রাজ্যে বিপুল নার্স নিয়োগ, বিজ্ঞপ্তি প্রকাশিত করল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি।
কারা কারা এই কার্ডের (e-SHRAM Card বা শ্রমিক কার্ড) জন্য আবেদন করতে পারবেন ?
ভারত সরকার এই শ্রমিক কার্ডের জন্য একটি e-Shram Card Portal খুলেছে। ভারতবর্ষের যেকোনো রাজ্যে কোন ব্যক্তি শ্রমিক হিসাবে কাজ করলেই তিনি এই কার্ডের জন্য এপ্লাই করতে পারবেন। e-Shram Card পেতে আপনাদের Online এ e-Shram Card Portal (eshram.gov.in) এ আবেদন জানাতে হবে।
শ্রমিক কার্ডে (e-SHRAM Card বা শ্রমিক কার্ড) আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে?
এই কার্ড এ আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে তা এখন আমরা জেনে নেব। এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন ১৮ বছর বয়সী থেকে ৫৯ বছর বয়সী পর্যন্ত যে কোন শ্রমিক। এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন।. ১) কৃষি শ্রমিক, ২) জেলে মানুষ, ৩) পশুপালনের শ্রমিক, ৪) বিল্ডিং ও নির্মাণ শ্রমিক, ৫) চামড়া শ্রমিক, ৬) তাঁতি ছুতার, ৭) লবণ শ্রমিক, 8) ইট ভাটা এবং পাথরের খনিতে শ্রমিক, ৯) কল কারখানায় নিযুক্ত শ্রমিক, ১০) খবর কাগজ বিক্রেতা, ১১) অটো ড্রাইভার, ১২) পরিযায়ী শ্রমিক, ১৩) ১০০ দিনের কাজের শ্রমিক,
১৪) গৃহ নির্মাণ কর্মী, ১৫) স্ব-নিযুক্ত কর্মী, ১৬) অসংগঠিত শ্রমিক, ১৭) প্রতিদিন কর্মরত মজুরি শ্রমিক, ১৮) ESIC যুক্ত নন এমন কর্মী, ১৯) EPFO যুক্ত নন এমন কর্মী, ২০)ক্ষুদ্র ও প্রান্তিক চাষী, এছাড়াও যেকোনো অসংগঠিত শ্রমিক শ্রেণী।
এই কার্ডের (e-SHRAM Card বা শ্রমিক কার্ড) জন্য আবেদন করতে হলে কি কি প্রয়োজন ?
এই কার্ডে আবেদন করতে বেশ কিছু তথ্য ও ডকুমেন্টে দরকার। যা হলো- ১) আবেদনকরীর নাম, ২)আবেদনকরীর পেশা, ৩)বাড়ির ঠিকানা, ৪)আধার কার্ড, ৫)Educational qualification Details, ৬)দক্ষতা ও এক্সপিরিয়েন্স এর প্রমাণপত্র, ৭)পরিবারের সদস্যদের তথ্য, 8)আধার এর সাথে লিংক থাকা মোবাইল নাম্বা৮, ৯)আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্ট, ১০)ভোটার আইডি কার্ড।
e-SHRAM Card বা শ্রমিক কার্ডের সুবিধা- এটি শ্রমিক দের একটি সরকারী আইডি কার্ড হিসাবে কাজ করবে। তার সঙ্গে সঙ্গে এই কার্ড করলে শ্রমিকরা পাবেন বেশ কিছু এক্সট্রা সুবিধা যেমন Accidental Insurance এর জন্য 2 লক্ষ টাকা দেওয়া হবে “PMSBY”(পি এম স্বাস্থ্য বীমা যোজনা) মাধ্যমে। তাই অবশ্যই আবেদন করে রাখুন এই কার্ড টির জন্য ।
E-Shram Card Registration ও Application ২ ভাবে করা যেতে পারে। যথাক্রমে-1) Self Registration, 2) CSC Centar এ গিয়ে Registration ও apply করতে পারেন। আবেদন করার স্টেপগুলো দেখে নিন। প্রথমে আপনাদের কে বলেছি কি কি প্রয়োজন আবেদন করতে এই e-SHRAM Card এ, তাই সেই হাতের কাছে রাখুন।
১) register.eshram.gov.in প্রথমে এই ওয়েবসাইট এ যান । তারপর একটু একটু নিচের দিকে “Register on e-shram” এ ক্লিক করুন।
২) তারপর একটি নিউ পেজ ওপেন হবে যেখনে আপনার মোবাইল নম্বরটি চাওয়া হবে, ওখানে আপনার আধার কার্ডের সঙ্গে যুক্ত থাকা মোবাইল নম্বরটি দিন।
৩) এরপর OTP অপশন এ ক্লিক করুন তারপর আপনার ফোন এ আসা OTP ওখানে দিন।
৪) এবার আবার Aadhaar Number ও Mobile Number দিয়ে OTP বসাতে হবে এবং Continue Option এ ক্লিক করে এগিয়ে যেতে হবে।
৫) তারপর সমস্ত পার্সোনাল ডিটেলস বসিয়ে সেভ এ ক্লিক করুন। তারপর নতুন পেজ এ আবেদনকারীর নমিনির নাম, আবেদনকারীর সঙ্গে নমিনির সম্পর্ক, এবং নমিনির জন্মতারিখ বসিয়ে নিচের দিকে save and continue তে ক্লিক করুন।
৬) এরপর একটি এড্রেস বসানোর বক্স আসবে ওকানে আপনার Permanent Address দিন।
LIC HFL Vidyadhan Scholarship -এ মাধ্যমিক থেকে সমস্ত পড়ুয়ারা পাবেন ২০ হাজার টাকা।
৭) এরপর নিজের শিক্ষাগত যোগ্যতা ও মাসিক আয় দিয়ে সেভ অপশন এ ক্লিক করুন। এরপর একটি নিউ পেজ ওপেন হবে যেখানে আপনার Bank Name, Account Number, Branch Name, IFCS Code, নির্ভুল ভাবে দিতে হবে।
৮) এরপর একদম লাস্ট স্টেপে সমস্ত কিছু চেক করার সুযোগ পাবেন। চেক করে নিয়ে কোনো ভুল থাকলে এডিট অপশন এ ক্লিক করে এডিট করে নিতে পারেন। তারপরে agree” তে টিক দিয়ে Conform করলেই e-SHRAM Card বা শ্রমিক কার্ডের Application Completed হয়ে যাবে।
এছাড়া একটি e-SHRAM Card বা শ্রমিক কার্ডের Mobile app রয়েছে। যার মাধ্যমেও আপনি এই সমস্ত কাজ গুলি করতে পারবেন। মহিলা পুরুষ উভয় প্রকার e-SHRAM Card বা শ্রমিক কার্ড একদম বিনামূল্যে এই কার্ডের আবেদন করতে পারেন।
এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Soham Senapati.
FAQ: e-SHRAM Card বা শ্রমিক কার্ডের প্রশ্ন ও উত্তর।
Q. e-SHRAM Card বা শ্রমিক কার্ড মেয়েরা কি আবেদন করতে পারবে?
Ans. হ্যাঁ! মহিলা পুরুষ উভয় প্রকার e-SHRAM Card বা শ্রমিক কার্ড একদম বিনামূল্যে এই কার্ডের আবেদন করতে পারেন।
Q. e-SHRAM Card বা শ্রমিক কার্ডের আবেদন ফী কত? | e-SHRAM Card application fee?
Ans. Self Registration বা CSC Centar এ গিয়ে Registration ও apply করতে পারেন একদম বিনামূল্যে।
Q. e-SHRAM Card বা শ্রমিক কার্ডের জন্য কোথায় আবেদন করতে হবে? | How To Apply e-SHRAM Card?
Ans. 1) Self Registration, 2) CSC Centar এ গিয়ে Registration ও apply করতে পারেন।