এবার আর্থিক দিক থেকে সাহায্য করতে কুড়ি হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ দিচ্ছে এলআইসি। LIC HFL Vidyadhan Scholarship apply online 2023.
LIC কোম্পানি তাদের সুবর্ণজয়ন্তী বর্ষ উপলক্ষে নিয়ে এসেছে একটি স্কলারশিপ। যার নাম LIC HFL Vidyadhan Scholarship প্রোগ্রাম। এটি দেওয়া হবে এই সমস্ত ভারতীয় পড়ুয়াদের যাদের বয়স ৩৫ বছরের কম এবং যারা কোন শিক্ষামূলক প্রতিষ্ঠানে ভর্তি হতে চায়। এটি আবেদন করার সময়সীমা জুন মাস। তবে এটি অনেকদিন ধরেই চলে আসছে। এই সম্পর্কিত আরো খবর পেতে আমাদের পুরো প্রতিবেদনটি পড়ুন। এই প্রতিবেদনে আমরা আপনাকে বলব কিভাবে আপনি এই স্কলারশিপ এ আবেদন করবেন এবং আপনার কি যোগ্যতা থাকলে আপনি স্কলারশিপটি পাবেন আর এই স্কলারশিপ কতদিন পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে তার সমস্ত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব এই প্রতিবেদনের মাধ্যমে।
রাজ্যে বিপুল নার্স নিয়োগ, বিজ্ঞপ্তি প্রকাশিত করল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি।
এবার এলআইসি নিয়ে এলো নতুন একটি স্কলারশিপ। যা দশম শ্রেণী পাস করা স্টুডেন্ট থেকে পোষ্ট গ্রাজুয়েট স্টুডেন্ট পর্যন্ত দেওয়া হবে। যাতে শিক্ষার্থীরা তাদের আর্থিক দুরবস্থাকে পিছনে ফেলে এগিয়ে যেতে পারে। এই স্কিমে কুড়ি হাজার টাকা স্কলারশিপ প্রদান করা হবে। পোস্ট গ্রাজুয়েট ছাত্র-ছাত্রীদের জন্য যার সময়সীমা থাকবে দু বছর। নাটক স্তরের ছাত্র-ছাত্রীদের জন্য স্কলারশিপ এর সময়সীমা থাকবে তিন বছর। এবং তাদেরকে স্কলারশিপ হিসেবে প্রদান করা হবে প্রতি বছর ১৫০০০ টাকা।
মাধ্যমিক পাস ছাত্রছাত্রীদের LIC HFL Vidyadhan Scholarship 2022 Eligibility বা যোগ্যতা।
এই স্কলারশিপ এ আবেদন করতে গেলে যে সকল ছাত্র-ছাত্রীরা ২০২২ সালে মাধ্যমিক পাস করেছেন এবং একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছেন তারা আবেদন করতে পারবেন, এবং এ বছর ২০২৩-এও যারা মাধ্যমিক দিয়ে এবং একাদশ শ্রেণীতে ভর্তি হয়ে তারাও পরবর্তী আবেদন করতে পারবেন।
এই স্কলারশিপে আবেদন করতে গেলে মানতে হবে আপনি নাকি কিছু বিষয়।
১) যেকোনো সরকারি স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে ছাত্র-ছাত্রীকে মাধ্যমিক পাস করে ৬০% নম্বর পেতে হবে।
২) যে সকল ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপ এ আবেদন করবেন তাদের পারিবারিক আয় বার্ষিক ৩ লাখ ৬০ হাজারের বেশি হলে চলবে না।
৩) এ স্কলারশিপ এ আবেদন করতে গেলে আপনাকে একাদশ শ্রেণীতে ভর্তি হতে হবে।
৪) দশম শ্রেণী পাস করা কোন ছাত্রছাত্রীর জন্য এর সময়সীমা দু’বছর থাকবে এবং তাদেরকে প্রতি বছর দশ হাজার টাকা প্রদান করা হবে।
উচ্চমাধ্যমিক পাস ছাত্রছাত্রীদের LIC HFL Vidyadhan Scholarship 2022 Eligibility বা যোগ্যতা।
উচ্চ মাধ্যমিক পাস ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রেও কিছু রয়েছে নিয়মাবলী যেগুলো থাকলে আপনি স্কলারশিপ এ আবেদন করতে পারবেন। যে সকল ছাত্র-ছাত্রীরা ২০২২ সালে উচ্চ মাধ্যমিক পাস করেছেন তাদেরকে কোন ইউনিভার্সিটি বা কলেজে ভর্তি হওয়ার রশিদ বা উপযুক্ত প্রমাণ দিয়ে আবেদন করতে হবে।
১) উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীকে উচ্চমাধ্যমিকে যেকোনো সরকারি বা সরকারি স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিকে ৬০% নম্বর পেতে হবে।
২) এ স্কলারশিপ এ আবেদন করতে গেলে যে কোন কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে।
৩) এক্ষেত্রেও ছাত্রছাত্রীর পরিবারের বার্ষিক তিন লক্ষ ৬০ হাজারের কম হতে হবে।
অস্নাতক বা undergraduate পাস ছাত্রছাত্রীদের LIC HFL Vidyadhan Scholarship 2022 Eligibility বা যোগ্যতা।
স্কলারশিপ এ আবেদন করতে গেলে আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় তিন লক্ষ ৬০ হাজার টাকার মধ্যে হওয়া আবশ্যিক। এছাড়া আবেদনকারীর নাম যে কোন শিক্ষিত স্কুল কলেজ অথবা ইউনিভার্সিটিতে নথিভুক্ত থাকা আবশ্যিক। ইউজি স্তরের পড়ুয়াদের ক্ষেত্রে শেষ পরীক্ষায় ৬০ শতাংশ নাম্বার থাকা আবশ্যিক।
১) ইউনিভার্সিটিতে বা কোনো সরকারি স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠান থেকে undergraduate কোর্সে ৬০% নম্বর পেতে হবে।
২) এ স্কলারশিপ এ আবেদন করতে গেলে যে কোন কলেজে বা ইউনিভার্সিটিতে পোস্ট গ্রাজুয়েশনে ভর্তি হতে হবে।
৩) এক্ষেত্রেও ছাত্রছাত্রীর পরিবারের বার্ষিক আয় তিন লক্ষ ৬০ হাজারের কম হতে হবে।
উচ্চ মাধ্যমিক পাশে CRPF Recruitment 2023, আবেদন সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য জানুন @crpf.gov.in
কি ভাবে আবেদন করবেন LIC HFL Vidyadhan Scholarship এ জানুন বিস্তারিত।
১) LIC HFL Vidyadhan Scholarship এ আবেদন করতে buddy4Atudy তে যথাযথ তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। (https://www.buddy4study.com/application/LHVP2/instruction)।
২) এই স্কলারশিপে আবেদন করার শেষ তারিখ ৩০ শে সেপ্টেম্বর, তার আগে অবশ্যই স্কলারশিপে আবেদন করুন।
৩) এই স্কলারশিপ পেতে হলে কোনো পরীক্ষা দিতে হবে না।
LIC HFL Vidyadhan Scholarship -এ আবেদনের এই গুরুত্বপূর্ণ নথি দরকার।
১) ফটো আইডি (আধার কার্ড/ ভোটার কার্ড/ পাসপোর্ট/ প্যান কার্ড) (Photo identity proof like Aadhaar Card/PAN Card/Passport)
২) শেষ পরীক্ষার মার্কশিট।
৩) ইনকাম সার্টিফিকেট।
৪) অ্যাডমিশন প্রুফ বা রশিদ।
৫)ব্যাংক পাসাবুক জেরক্স।
৬) যদি কোনো সমস্যা থাকে তার প্রমাণপত্র।
যদি বিকলাঙ্গ হন, তার প্রমাণপত্র (Disability & Caste certificate, if applicable)
এই স্কলারশিপে আবেদন করতে চাইলে প্রথমে আপনি www.lic.housing.com এই ওয়েবসাইটে যান। এর পরে হোম স্ক্রিনে একটি রিওয়ার্ড সেকশন লক্ষ্য করা যাবে সেইখানে ক্লিক করে স্কলারশিপ অপশনটিতে যান। তারপর এপ্লাই নাও অপশনে ক্লিক করুন। সেখানে চাওয়া সমস্ত নথি দিন এবং সমস্ত ডিটেইলস পূরণ করুন করে ফরমটি সাবমিট করে দিন।
FAQ About LIC HFL Vidyadhan Scholarship
Where to apply for the ‘LIC HFL Vidhyadhan Scholarship’? | কোথায় থেকে আবেদন করতে পারব?
You can apply for the LIC HFL Vidhyadhan Scholarship at https://www.lichousing.com
Can I apply for other scholarships with this scholarship? | এই স্কলারশিপে আবেদন করলে অন্য স্কলারশিপে আবেদন করতে পারব কি?
There is no mention of this on the official website, but you can contact official this scholarships team.| এই স্কলারশিপে আবেদন করলে অন্য স্কলারশিপে আবেদন করতে বা অন্য স্কলারশিপে আবেদন করলে এই স্কলারশিপ এ আবেদন করতে দেবেন কিনা এই নিয়ে অফিসিয়াল ভাবে কোন কিছু বলা হয়নি তবে আপনি অফিশিয়াল টিমের সাথে যোগাযোগ করতে পারেন।
আবেদনের শেষ তারিখ ‘LIC HFL Vidhyadhan Scholarship’ 2022 and 2023?
‘LIC HFL Vidhyadhan Scholarship’ 2022 এর ৩০ শে সেপ্টেম্বর হল আবেদনের শেষ তারিখ, কিন্তু ২০২৩ এর জন্য official website -এ নজর রাখুন।