উচ্চ মাধ্যমিক পাশে CRPF Recruitment 2023, আবেদন সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য জানুন @crpf.gov.in

উচ্চ মাধ্যমিক পাশে কেন্দ্রীয় সরকারের চাকরিতে নিয়োগ, CRPF Recruitment 2023- পাবেন মোটা অংকের বেতনেও

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কেন্দ্রীয় সরকারি চাকরি পাওয়ার এলো এক বিরাট সুযোগ। CRPF Recruitment – সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স -এ হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে শূন্য পদের জন্য বেরিয়েছে নতুন বিজ্ঞপ্তি। যোগ্য প্রার্থীদের জন্য খুলেছে আবেদন করার সুযোগ।

অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়ার নোটিশ অনুযায়ী ৪ই জানুয়ারি থেকে ২৫শে জানুয়ারি অব্দি চলবে এই পদের জন্য ফর্ম ফিলাপ। এবারে আমরা জেনে নেব এ বিষয়ে সমস্ত কিছু বিস্তারিত তথ্য এই প্রতিবেদনের মাধ্যমে।

রাজ্যে বিপুল নার্স নিয়োগ, বিজ্ঞপ্তি প্রকাশিত করল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি।

CRPF Recruitment 2023 – এই পদের নাম কি এবং শূন্য পদ কতগুলি? মোট দুটি পদে নিয়োগ করা হবে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল,অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে। শূন্য পদ রয়েছে যথাক্রমে ১৩১৫ এবং ১৪৩ টি।
CRPF Recruitment 2023 – আবেদনকারীর কি কি যোগ্যতা থাকা আবশ্যিক? শিক্ষাগত যোগ্যতা হিসাবে প্রার্থীকে কমপক্ষে যে কোন শিক্ষিত প্রাপ্ত স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাস করতে হবে।

আবেদনকারী প্রার্থীদের দিতে হবে একটি টাইপিং টেস্ট। হেড কনস্টেবল পদের জন্য পরীক্ষা দিতে হলে ইংরেজিতে প্রতি ৩৫ টি শব্দ ও হিন্দিতে প্রতি মিনিটে ৩০ টি শব্দ লিখতে পারা আবশ্যক। সিলেটগ রাখার পদের জন্য এপ্লাই করলে সেক্ষেত্রে সেটি মিনিটে ৮০টি শব্দ হতে হবে।

আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হওয়া আবশ্যিক। এছাড়া সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ওপর বিভিন্ন ছাড় পাওয়া যাবে।
হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল পদে বেতন হবে ২৫ হাজার ৫০০ টাকা থেকে ৮১ হাজার ১০০ টাকা। এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে বেতন হবে ২৯ হাজার ২০০ টাকা থেকে ৯২ হাজার ৩০০ টাকা।

সরকারি কর্মীদের জন্য এক বিশাল সুখবর, পেনশন নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের।

CRPF Recruitment 2023 – আবেদন প্রক্রিয়া পুরোপুরি অনলাইনে হবে।https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/81118/Index.html এই লিঙ্কে ক্লিক করে প্রার্থীদের কে আবেদন করতে হবে। আবেদনের সময়সীমা ৪ জানুয়ারি থেকে ২৫ শে জানুয়ারি পর্যন্ত।Gen/ OBC/ EWS চাকরিপ্রার্থীদের জন্য আবেদন ফ্রি ১০০ টাকা এবং SC/ST/ ESM/ Female দের কোনরকম আবেদন ফ্রি দিতে হবে না।

এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Soham Senapati.

FAQ: CRPF Recruitment 2022 (সিআরপিএফ নিয়োগ ২০২৩)

How to apply for CRPF Recruitment 2023?

The online way to registration for CRPF Recruitment and started on 04th January 2023.

Age limit required for CRPF Recruitment 2023?

The age limit of 18 to 25 years to apply for CRPF Recruitment 2023.

How much the salary of Head Constable and ASI in CRPF?

The salary for Head Constable in Central Reserve Police Force is Rs. 25,500 – Rs. 81,100/- and salary for ASI Rs. 29200 – Rs. 92300/- (Level 5).

Last Date of Application of CRPF Recruitment 2023?

The Online Application star 4th 04th January 2023 and closed 25th January 2023.

Number of vacancy for CRPF Recruitment 2023?

The the total of 1458 for CRPF Recruitment 2023, where 1315 vacancies for Head Constables and143 are for Assistant Sub-Inspector.

Leave a Comment