সরকারি কর্মীদের জন্য এক বিশাল সুখবর, পেনশন নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের।

পেনশন নিয়ে এক নতুন সুখবর পেতে চলেছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা।

অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য এক বিশাল সুখবর। অবসর প্রাপ্ত কর্মীদের জন্য এক নতুন পেনশনের নিয়ম এবার চালু করতে চলেছে সরকার। কিন্তু বেশ কিছু রাজ্যের রাজ্য সরকার এই নতুন নিয়ম মানতে রাজি নয়। তাদের দাবি এই নিয়ম চালু হলে লক্ষাধিক পেনশন হোল্ডার বিপদের মুখে পড়তে পারে।

তাই বেশ কিছু রাজ্য তাদের পুরনো নিয়মেই পেনশন দেয়াকে বহাল রাখতে চাইছে। সত্যি কথার কথা তা প্রমাণ করলো হিমাচল প্রদেশের সরকার । অনেক আগেই সেখানে শেষ হয়েছে বিধানসভা নির্বাচন এখনো সেখানে গঠন হয়নি কোনো নতুন সরকার। নতুন মন্ত্রিসভা গঠনের পরপরই সেখানে আবারো পুরানো নিয়মেই পেনশন দেয়া হবে বলে দাবি নয়া মুখ্যমন্ত্রী সুখ বিন্দর সিং সুখু এর।

Ujjwala Yojana – মিলবে বিনামূল্যে LPG Cylinder, জানুন কি করতে হবে।

তিনি বলেছেন পুরোনো নিয়মে পেনশন দেওয়া হলে এ রাজ্যের অনেক মানুষ উপকৃত হবেন। যত কেন্দ্রীয় সরকারের নতুন নিয়মকে বুড়ো আঙ্গুল দেখালেন তিনি । শুধুমাত্র হিমাচল প্রদেশি  নয় , পাশাপাশি পুরনো নিয়মেই পেনশন দিতে চায় রাজস্থানে ও ছত্রিশগড়ের সরকারও।

২০০৪ সালে অর্থাৎ আজ থেকে প্রায় আঠারো বছর আগে তৎকালীন কেন্দ্রীয় সরকার পুরনো পেনশনের নিয়ম বাতিল করে একটি নতুন পেনশনের নিয়ম চালু করেছিল। তবে ওই সময় ওই নতুন নিয়ম চালু হলেও এখনো বেশ কিছু রাজ্যে ওই পুরানো নিয়মে দেয়া হয় পেনশন।

কিন্তু এখন যে বিষয়টি নিয়ে মূল তর্ক সেটি হল নতুন না পুরানো কোন নিয়মে পেনশন পেলে বেশি উপকৃত হন অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা। পুরনো নিয়ম অনুযায়ী একটি সেই কর্মীর প্রাপ্ত শেষ বেতনের উপর নির্ভর করে তৈরি করা হয় তার পেনশন। এছাড়া মুদ্রাস্ফীতির হার এর সঙ্গে বজায় রেখে ডিএ বাড়ে ও কমে।

Post office scheme – পোস্ট অফিসের এই স্কিমে টাকা ডবল করা খুব সহজ, কমানো হল সময়সীমা।

তার সঙ্গে সঙ্গে সরকার যখন নতুন বেতন কমিশন শুরু করে তখন অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের পেনশন ও বেরে যায়। তবে এখন পুরোটি দেখার বিষয় যে কোন নিয়মে পেনশন পায় সরকারি অবসরপ্রাপ্ত কর্মীরা। তবে পুরানো পেনশনের নিয়ম চালু হলে দেশের প্রায় কয়েক লক্ষ পেনশন হোল্ডার যে উপকৃত হবে তা বলতে কোন দ্বিধা নেই বিশেষজ্ঞদের।
এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Soham Senapati.

Leave a Comment