Post office scheme – পোস্ট অফিসের এই স্কিমে টাকা ডবল করা খুব সহজ, কমানো হল সময়সীমা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এবার Post office scheme -এ পোস্ট অফিস নিয়ে এলো টাকা ডবল করার এক নতুন স্কিম

সুখবর, পোস্ট অফিস আপনার জন্য নিয়ে এলো এমন এক নতুন স্কিম (Post office scheme), যার মাধ্যমে আপনার টাকা হয়ে যেতে পারে ডবল। কিষান বিকাশ পত্রের নাম আপনি নিশ্চয়ই শুনেছেন এবার কিষান বিকাশ পত্র কে নিয়েই এক নতুন সুখবর দিল কেন্দ্রীয় সরকার।

পুরানো নিয়ম অনুযায়ী কিষান বিকাশ পত্রে ১২৩ মাসে টাকাকে ডবল করা হলেও বর্তমানে সেটিকে তিন মাস কমিয়ে ১২০ মাস করে দেওয়া হলো। এবং আগে সুদ ছিল সেভেন পার্সেন্ট সেখানে এখন সুদকে বাড়িয়ে ৭.২০% করে দেওয়া হল।

Primary TET Interview – দেখেনিন কোন জেলায় কবে Interview, বিজ্ঞপ্তি জারি প্রাথমিক শিক্ষা পর্ষদের।

এই নিয়ম জারি করা হয়েছে ২০২৩ সালের পহেলা জানুয়ারি থেকে। এই দিন অথবা এই দিনের পর থেকে যে ব্যক্তি পোস্ট অফিসের কিষান বিকাশ (Post office scheme kisan Bikash)পত্র করবেন সেই ব্যক্তি এই নতুন সুবিধা গুলি পাবেন। এই প্রতিবেদনটির মাধ্যমে আমরা আপনাকে আরো বিস্তারিত জানাবো।

এই Post office scheme -এ বিনিয়োগ করার জন্যে  প্রয়োজনীয় যোগ্যতা।
এই স্কিনে টাকা বিনিয়োগ করতে গেলে আপনার বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে, এবং এই বয়সের কোন ব্যক্তি একসঙ্গে তিন জনের জন্যও একটি একাউন্ট খুলতে পারেন। অথবা কোন অভিভাবক তার দশ বছর বয়সের বেশি বাচ্চা কে নমিনি করেও এই স্কিমে টাকা রাখতে পারেন।

এই স্কিমে টাকা বিনিয়োগের পদ্ধতি।
বিনিয়োগ করতে গেলে ন্যূনতম ১০০০ টাকা দিয়ে আপনাকে একাউন্ট ওপেন করাতে হবে। এবং ৫০,০০০ টাকার বেশি বিনিয়োগ করতে গেলে আপনার প্যান কার্ড থাকা আবশ্যিক। একাউন্ট খোলার জন্য আপনার নিকটবর্তী যে কোন পোস্ট অফিসে গিয়ে আপনার বিভিন্ন ডকুমেন্ট যেমন আধার কার্ড ,প্যান কার্ড ও এক কপি ছবি নিয়ে গিয়ে একাউন্ট খোলাতে হবে।

Jio recharge – জিও এনেছে 150 টাকার কমে প্রতিদিন 1 জিবি ডেটা সহ কল এসএমএসের সুবিধা।

তাহলে আর দেরি কেন তাড়াতাড়ি যান এবং পোস্ট অফিস থেকে এই স্কিম (Post office scheme) এর সুবিধা উপভোগ করুন। এই সুবিধা পাওয়ার জন্য কোন লাস্ট ডেট ধার্য করেনি কেন্দ্রীয় সরকার। যেকোনো সরকারি ছুটির দিন অথবা রবিবার বাদে অফিস গিয়ে, আপনি পোস্ট অফিস (Post office scheme) থেকে এই সুবিধা লাভ করতে পারেন।
এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Soham Senapati.

Leave a Comment