জিও আপনার জন্য এনেছে বেশ কিছু পকেট ফ্রেন্ডলি Jio recharge প্লান ! জানেন কি সেগুলি।
New Jio recharge – Covid 19 লকডাউন এর সময় থেকেই বেড়েছে ওয়ার্ক ফ্রম হোম। তারপরে দিনে দিনে বেড়ে চলেছে ইন্টারনেটে চাহিদাও। কিন্তু তার সঙ্গে সঙ্গে তো খরচের কথা মাথায় রাখতে হবে। ঠিক এই কথাতেই মাথায় রেখে রিলায়েন্স জিও বাজারে নিয়ে এসেছে বেশ কিছু ছোট বড় বিভিন্ন ধরনের ট্যারিফ প্ল্যান।
অনেক সময় গ্রাহকেরা ফ্রি আনলিমিটেড কলিং এবং ইন্টারনেটের সঙ্গে সঙ্গে খোঁজেন একটু সস্তার প্ল্যান। এই কথাকেই মাথায় রেখে জিও এনেছে বেশ কিছু Jio recharge Plan যার মূল্য ২০০ টাকা অথবা তার কম। চলুন এক নজরে দেখে নেব সেগুলি।
Currency Note – নোটের উপরে অযথা কিছু লিখলে,সেই নোট কি আর বাজারে চলবে না? কি বলছে সরকার।
সর্ব প্রথমেই আছে ১৪৯ টাকার জিও প্লানটি (Jio recharge Plan). এই প্ল্যানে প্রতিদিন 1 জিবি ডেটা সহ লিমিটেড কল এবং প্রতিদিন ১০০ টি এসএমএসের সুবিধা দেয়া হয়। এই প্ল্যানটির ভ্যালিডিটি থাকে ২০ দিন। এছাড়াও এই প্ল্যানে তারা পেয়ে থাকেন জিওর বিভিন্ন অ্যাপের সাবস্ক্রিবশন যেমন জিও টিভি জিও সিনেমা জিও সিকিউরিটি জিও ক্লাউড প্রভৃতি।
WhatsApp new features – ইন্টারনেট ছাড়াই ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ।
এরপরে রয়েছে ২০৯ টাকার প্ল্যানটি। এই প্ল্যানে গ্রাহকরা আগের প্ল্যান এর মতো একই ফিচার পেলেও। এটির ভ্যালিটি হবে ২৮ দিন। মাত্র 9 টাকার বিনিময়ে আপনি আরো আট দিনের বেশি ভ্যালেটে যুক্ত প্ল্যান পাচ্ছেন। যদি আপনার বাজেট একটু কম হয়।
আপনি অবশ্যই এই বাজেট ফ্রেন্ডলি প্ল্যান (Jio recharge Plan) গুলি ব্যবহার করে দেখতে পারেন। আশা করা যায় আপনি বেশ উপকৃত হবেন।
এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Soham Senapati.