WhatsApp new features – ইন্টারনেট ছাড়াই ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নতুন অবাক করা WhatsApp new features এর, ইন্টারনেট ছাড়াই ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ

গ্রাহকদের বরাবরই বিভিন্ন নতুন ফিচারের (WhatsApp new features) মাধ্যমে তাক লাগিয়ে দেয় মেটা কোম্পানির হোয়াটসঅ্যাপ। তেমনি আবারও এক নতুন চমক নিয়ে এলো তারা। এবার থেকে যদি আপনার মোবাইলে কোন কারণে ইন্টারনেট না থাকে তাহলেও আপনি চালাতে পারবেন হোয়াটসঅ্যাপ, এটি হবে প্রক্সি সার্ভারের মাধ্যমে যদিও এর জন্য আপনাকে বেশ কিছু বিষয় মেনে চলতে হবে।

এই প্রক্সি সাপোর্ট ফিচারের (WhatsApp new features) মাধ্যমে আপনাকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে গেলে কোনরকম ইন্টারনেটের প্রয়োজন হবে না। লাগবেনা আপনার কোন ফোনের ইন্টারনেট অথবা ওয়াইফাই কোন কিছুই। শুধুমাত্র প্রক্সি সার্ভার এর মাধ্যমে যুক্ত হয়ে আপনি ব্যবহার করতে পারবেন WhatsApp. হোয়াটসঅ্যাপ কোম্পানি ইতিমধ্যেই জানিয়েছে যে এটি ব্যবহারে কোন গোপনীয়তার সমস্যা হবে না এবং এটিও এন্ড টু এন্ড এনক্রিপটেড।

১লা জানুয়ারি থেকে MNREGA-র ১০০দিনের কাজে জারি হল‌ নয়া নির্দেশিকা।

এবার প্রশ্ন এই প্রক্সি সার্ভার কি ? এক কথায় বোঝাতে গেলে প্রক্সি সার্ভার হলো এমন এক সার্ভার যার মাধ্যমে আপনি ইন্টারনেট ব্যবহার করলে আপনার পরিচয় গোপন রাখা হয়। প্রক্সি সার্ভার মূলত ওয়েবসাইট সার্ভার এবং ব্যবহারকারীর মাধ্যমে একটি মাধ্যম হিসেবে কাজ করে।

এটি ব্যবহার করতে গেলে আপনার হোয়াটসঅ্যাপ অবশ্যই আপডেট থাকতে হবে। যদি আপনার হোয়াটসঅ্যাপ আপডেট না থাকে তাহলে অবশ্যই আপডেট করে নিন। এরপর চলে যান স্টোরেজ এন্ড ডেটা অপশন এ। এখানে গেলে আপনি দেখতে পাবেন প্রক্সির অপশনটি। এটি আপনাকে নির্বাচন করতে হবে এবং তারপর আপনাকে দিতে হবে প্রক্সি এড্রেস।

PM Awas Yojana list 2023 – প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনা ২০২৩ এর লাস্ট তালিকা। নিজের নাম আছে কিনা এখুনি দেখুন।

এটি হল সেই এড্রেসটি যেটির মাধ্যমে আপনি আপনার WhatsApp ব্যবহার করতে পারবেন। আপনি এই সমস্ত নির্ভরযোগ্য এড্রেস খুঁজতে ইন্টারনেটের সাহায্য নিতেই পারেন ।
এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Soham Senapati.

Leave a Comment