PM Awas Yojana list 2023 – প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনা ২০২৩ এর লাস্ট তালিকা। নিজের নাম আছে কিনা এখুনি দেখুন।

PM Awas Yojana list 2023 – প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনার তালিকায় আছে কি আপনার নাম? দেখে নিন

PM Awas Yojana list 2023 – গ্ৰাম পঞ্চায়েতের তরফ থেকে আবাস প্লাস যোজনায় যারা পাকা বাড়ি তৈরির জন্য আবেদন করছিলেন, পূর্বে তাদের একটি প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছিল। কিন্তু, পরবর্তীতে ঐ তালিকায় কিছু পরিবর্তন আনা হয় এবং আবাস প্লাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।

PM Kisan Yojana – কৃষকরা পাবে বার্ষিক ৬০০০ টাকা ভাতা। কোথায় আবেদন করবেন দেখুন।

তাহলে আসুন জেনে নেওয়া যাক PM Awas Yojana list 2023 কিভাবে দেখবেন।
প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদনকারীর Status check করার জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইট https://pmayg.nic.in/netiayHome/home.aspx-এ ক্লিক করতে হবে।

১) অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে সেখানে Menu bar থেকে Awaassoft অপশনটিতে ক্লিক করতে হবে।
তার পর Reports অপশনটিতে ক্লিক করবেন।
২) এখানে একটি Social Audit Reports শিরোনামের অন্তর্গত Beneficiary detail for verification অপশনটিকে নির্বাচন করলে আবার একটি নতুন পেজ চলে আসবে।

১লা জানুয়ারি থেকে MNREGA-র ১০০দিনের কাজে জারি হল‌ নয়া নির্দেশিকা।

৩) এই পেজে MIS Report অপশনটিতে ক্লিক করে সেখানে রাজ্য,জেলা,ব্লক, অঞ্চল ও গ্ৰাম পঞ্চায়েতের নাম ও অর্থবর্ষ‌(২০২২-২৩) সঠিকভাবে নির্বাচন করতে হবে।
৪) PM Awas Yojana নাম নির্বাচন করে Captcha Code বসিয়ে Submit Button-এ ক্লিক করতে হবে।
এরপরই ২০২২-২৩ অর্থবর্ষের তালিকাটি আপনি দেখতে পেয়ে যাবেন।
PM Awas Yojana list 2023 এর সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Arpita Sen.

Leave a Comment