কৃষকদের জন্য শুরু হল কেন্দ্র সরকারের PM Kisan Yojana আবেদন করুন আজই।
বর্তমানে কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প বা পি.এম. যোজনায় (PM Kisan Yojana) দেশের প্রায় ০৮ কোটি কৃষক সামিল রয়েছেন। মূলত কৃষকদের দুরবস্থা দূর করার জন্যই তাদের আর্থিক সহায়তা প্রদানের জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই প্রকল্প শুরু করা হয়।
এই প্রকল্পের অধীন কৃষকদের বার্ষিক মোট তিনটি কিস্তিতে অর্থ প্রদান করা হয়। প্রতি কিস্তিতে ২,০০০ টাকা প্রদান করা হয়। কিস্তির টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয়।তাহলে আসুন দেখে নেওয়া যাক, এই প্রকল্পে আবেদনের জন্য কি কি স্টেপ অনুসরণ করতে হবে।
পাওয়া যাবে মাসিক ভাতা, প্রতিমাসে ১৫০০ টাকা। দেবে রাজ্য সরকার যুবশ্রী প্রকল্পে।
১) প্রথমেই পি.এম.কিষাণ যোজনার (PM Kisan Yojana) Official Website https://pmkisan.gov.in/ -এ Farmer’s Corner Option নামে একটি লাইন দেখতে পাবেন। এর অন্তর্গত New Farmer Registration-এ ক্লিক করতে হবে। একটি ফর্ম পূরণ করতে বলা হবে। যেখানে কোথায় (গ্ৰাম/শহর) বাস করেন, মোবাইল নম্বর,আধার নম্বর, রাজ্য উল্লেখ করে Captcha Code পূরণ করতে হবে।
২) এরপর Get OTP অপশনে ক্লিক করলেই আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP চলে আসবে। ঐ OTP নির্দিষ্ট স্থানে বসিয়ে Submit Button-এ ক্লিক করতে হবে। সাথে সাথে আপনার আধার Linked মোবাইল নম্বরে আবার একটি OTP পাঠানো হবে। এটি সঠিক স্থানে বসিয়ে Verify Aadhar option-এ ক্লিক করতে হবে।
৩) এরপর আপনার সামনে পুনরায় একটি ফর্ম চলে আসবে। এখানে আপনাকে নিজের রাজ্য,জেলা, উপজেলা,গ্ৰাম,ব্লক ও নিজের কাস্ট (ST/SC/OBC/General) উল্লেখ করতে হবে। এক্ষেত্রে OBC হলেও General লিখতে হবে।
Ration Card – রেশন কার্ড থাকলে মিলবে ১০০০টাকা করে, সাথে ১কেজি করে চাল ও চিনিও।
৪) Farmer’s Type অপশনে ক্লিক করে ছোটো কৃষক/বড়ো কৃষক নির্বাচন করতে হবে। এক্ষেত্রে ১-২ হেক্টর জমি থাকলে 1-2 option টি নির্বাচন করতে হবে। এর চেয়ে কম জমি থাকলে Others Option টিতে ক্লিক করতে হবে। সাথে Land Registration ID. ও Ration Card Number উল্লেখ করতে হবে।
৫) এবার আপনার নিজস্ব জমি থাকলে Single option-টিতে এবং ভাগে জমি থাকলে Joint option-ক্লিক করতে হবে। একাধিক জমি থাকলে ADD option-এ ক্লিক করতে হবে। এবং সেখানে জমির খতিয়ান নম্বর,দাগ নম্বর, জমির পরিমাণ(হেক্টর),Land Transfer Status(০১/০২/২০১৯ তারিখের আগে হলে Before ০১/০২/২০১৯ এবং ০১/০২/২০১৯ তারিখের পরে হলে After ০১/০২/২০১৯) উল্লেখ করতে হবে।
৬) মহিলা কৃষকদের (PM Kisan Yojana) ক্ষেত্রে যারা স্বামী মারা যাওয়ার পর স্বামীর জমির মালিক হয়েছেন, সেক্ষেত্রে Death of Husband option টিতে ক্লিক করতে হবে। পিতার জমি পেয়ে থাকেন, তাহলে Death of Father option, এছাড়া অন্যের জমি অধিকার করে থাকেন, সেক্ষেত্রে Virasat option টি, জমি যদি ক্রয় করে থাকেন,তাহলে Purchase of Land option, ও উপহার জমি পেয়ে থাকেন, তাহলে Gift option টিতে ক্লিক করতে হবে।
১লা জানুয়ারি থেকে MNREGA-র ১০০দিনের কাজে জারি হল নয়া নির্দেশিকা।
৭) এবার Land Date Vesting option-এ জমি রেকর্ডের তারিখ উল্লেখ করতে হবে। আপনার যদি পাট্টা জমি থাকে, তাহলে পাট্টা option-এ ক্লিক করতে হবে। আর যদি না থাকে তাহলে No option-এ ক্লিক করতে হবে।
8) আপনি যদি বনভূমির জমি অধিকার করে চাষ করে থাকেন, তাহলে RFA-এর Yes option-এ ক্লিক করতে হবে। আর যদি না হয়, তাহলে No option-এ ক্লিক করতে হবে। এই ভাবে প্রতিটি মৌজায় মোট কতগুলি জমি রয়েছে,তার উল্লেখ করতে হবে।
৯) এরপর ADD option-এ ক্লিক করে এবার আবেদনকারীকে নিজের আধার কার্ড ও জমির রেকর্ডের প্রমাণপত্র আপলোড করে Save option-টিতে ক্লিক করতে হবে। এরপর আপনার ফর্মটি (PM Kisan Yojana) সাবমিট হয়ে যাবে এবং আপনি একটি Registration Number পাবেন।
Modi Scholarship – চালু হল মোদী স্কলারশিপ, প্রতি বছর ৩৬ হাজার টাকা পাবেন।
পরবর্তীকালে (PM Kisan Yojana) আবেদনের Status check করবেন কি করে?
1) প্রথমে PM Kisan Yojana -এর Official Website https://pmkisan.gov.in/ -এ যেতে হবে।
2) এবার Status of Self Registered Farmer option-এ ক্লিক করতে হবে।
3) এরপর Aadhar Card Number ও Captcha Code বসিয়ে Search option- ক্লিক করতে হবে।
এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Arpita Sen.