পাওয়া যাবে মাসিক ভাতা, প্রতিমাসে ১৫০০ টাকা। দেবে রাজ্য সরকার যুবশ্রী প্রকল্পে।

আবেদন করুন রাজ্য সরকারের যুবশ্রী প্রকল্পে,দেখে নিন কি কি লাগবে

বর্তমানে যুবশ্রী প্রকল্প-এর সাথে যুক্ত রয়েছেন রাজ্যের জনসংখ্যার একটা বড় অংশ। এটাই প্রমাণ করে দেয় পশ্চিমবঙ্গের বেকারত্বের চিত্রটি। পুরুষ-মহিলা উভয়ই এখানে আবেদন করতে পারেন, তবে নির্দিষ্ট শর্তাবলী প্রযোজ্য। এই প্রকল্পের অধীন সমস্ত সদস্যদের ভাতা হিসেবে প্রতি মাসে ১৫০০ টাকা প্রদান করা হয়। এই টাকা সরাসরি ব্যাংকে ট্রান্সফার করে দেওয়া হয়।

এবার ভাবছেন কিভাবে এখানে আবেদন করা যাবে? খুব সহজেই এখানে আবেদন করা যায়, এর জন্য নিচের স্টেপগুলি অনুসরণ করতে হবে। আবেদনের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে, দ্বিতীয়বার এখানে আবেদন করা যাবে না।

১) উক্ত প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করার জন্য আপনাকে Employment Bank-এর Official Website https://employmentbankwb.gov.in/-এ ক্লিক করতে হবে। Homepage এর New Enrolment Job Seeker অপশনে ক্লিক করতে হবে।
২) এরপর একটি নতুন পেজ খুলে যাবে। এখানে Terms & Condition পড়ে Accept & Continue-তে ক্লিক করতে হবে।

৩) এবার আপনাকে একটি ফর্ম পূরণ করতে বলা হবে। এই ফর্মে আপনার নাম, বাবার নাম, লিঙ্গ,জন্ম তারিখ, ঠিকানা, মোবাইল নম্বর, ইমেইল আইডি,ধর্ম,জাতি, প্রতিবন্ধী কি না, বৈবাহিক অবস্থা,স্বামী/স্ত্রী(যদি থাকেন)-র নাম,এক্স-সার্ভিসম্যান কি না এই সংক্রান্ত তথ্য দিতে বলা হবে।

৪) ঐ একই পেজে নিজের শিক্ষাগত যোগ্যতা নির্বাচন করতে হবে। পাশাপাশি আপনার শেষ শিক্ষাগত যোগ্যতা কি, কোন্ বোর্ড থেকে শেষ শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হয়েছে,কোনো বিষয়ে স্পেশালাইজেশন থাকলে,তা কোন্ বছরে কত শতাংশ নম্বর নিয়ে পাশ করেছেন তা যথাযথরূপে উল্লেখ করতে হবে।

হলদিয়া পেট্রোকেমিক্যালে একাধিক কর্মী নিয়োগ, যোগ্যতা মাধ্যমিক পাশ।

৫) এরপর কোন্ কোন্ ভাষা আপনি লিখতে,পড়তে ও বলতে জানেন তা উল্লেখ করতে হবে আবেদনকারীকে তার শারীরিক পরিমাপ (উচ্চতা,ওজন,ছাতি) উল্লেখ করতে হবে।
পূর্বে কাজের কোনোরূপ অভিজ্ঞতা থাকলে সেই কাজের ধরন ও কাজের লোকেশন উল্লেখ করতে হবে।

৬) এরপর Residential Proof হিসেবে Voter Card/Ration Card/Passport- এর যেকোনো একটি নির্বাচন করে তার ID No. উল্লেখ করতে হবে।BPL হলে তা উল্লেখ করতে হবে।
৭) এবার প্রয়োজনীয় ডকুমেন্টস্ আপলোড করে ক্যাপচা কোড পূরণ করে নিচের দুটি বক্সে টিক দিয়ে Submit করে দিতে হবে।

সাবমিট অপশন-এ ক্লিক করার পরই Enrollment Number ও অন্যান্য Details সহ একটি Page খুলে যাবে। এই পেজটিকে প্রিন্ট করে নিতে হবে এবং আবেদনের ২ মাসের মধ্যে নিকটবর্তী Employment Exchange Office-এ প্রয়োজনীয় নথিপত্রসহ জমা করে আসতে হবে।

মাধ্যমিক পাশ যোগ্যতায় শুরু হল MTS পদে নিয়োগের বিজ্ঞপ্তি।

যুবশ্রী প্রকল্পে ডকুমেন্টস্ গুলি
১) Recent Passport Size photo.
২) Residential Proof ( Ration Card/Voter Card/Aadhar Card/Passport).
৩) Cast Certificate.
৪) Age Proof.
৫) Disability Certificate.
৬) Educational Qualification Proof.
৭) C.V.

যুবশ্রী প্রকল্পে আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় শর্তাবলী
১) আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) আবেদনকারী যদি কোনোপ্রকার ঋণের আওতায় থাকেন কিংবা রাজ্য সরকারের কাছ থেকে কোনোরূপ আর্থিক সহায়তা পেয়ে থাকেন,তাহলে এই প্রকল্পে‌ আবেদন করা যাবে না।

২) আবেদনকারী যদি কোনো সরকারি বা বেসরকারি কাজের সাথে যুক্ত থাকেন, তাহলে আবেদন করা যাবে না।
৩) Employment Bank-এ আবেদনকারীর নাম নথিভুক্ত থাকতে হবে।
৪) বয়সসীমা ১৮ বছর থেকে ৪৫বছর পর্যন্ত।

১লা জানুয়ারি থেকে MNREGA-র ১০০দিনের কাজে জারি হল‌ নয়া নির্দেশিকা।

৫) প্রতিটি পরিবারের যেকোনো একজন সদস্য এই যুবশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন।
এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হল অষ্টম শ্রেণী পাশ,তবে তা পশ্চিমবঙ্গের কোনো স্বীকৃত বোর্ড থেকে হতে হবে।
এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Arpita Sen.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *