মাধ্যমিক পাশ যোগ্যতায় শুরু হল MTS পদে নিয়োগের বিজ্ঞপ্তি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

MTS পদে নিয়োগের বিজ্ঞপ্তি, কি ভাবে আবেদন করবেন জানুন বিস্তারিত।

পশ্চিমবঙ্গ রাজ্যে শুরু হল MTS (Multi Tasking Staff) পদে নিয়োগের বিজ্ঞপ্তি। এই পদের জন্য বর্তমানে ১০টি শূন্যপদ রয়েছে। আবেদন ইতোমধ্যেই শুরু হয়ে গিয়েছে, চলবে ৩১শে জানুয়ারি, ২০২৩ অবধি। Indian Association for the Cultivation of Society-এর আধিকারিকরা জানিয়েছেন,রাজ্যের পাশাপাশি ভারতের মানুষেরাও আবেদন করতে পারবেন এই পদের জন্য।

এক্ষেত্রে বয়সসীমা হল সাধারণত ১৮ থেকে ২৭ বছর। তবে সংরক্ষিত শ্রেণিদের জন্য অবশ্যই বয়সের ছাড় থাকবে। শিক্ষাগত যোগ্যতা মূলত মাধ্যমিক পাশ বা তার সমতুল্য। তবে তা অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের অধীনে কোনো স্বীকৃত বোর্ড থেকে হতে হবে। এছাড়া এখানে সপ্তম পে কমিশন অনুযায়ী কর্মীদের মাসিক ১৮,০০০ টাকা বেতন দেওয়া হবে।

Anganwadi Recruitment – শুরু হল ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ, অষ্টম শ্রেণী পাস ও মাধ্যমিক পাশে।

আবেদনকারীদের নির্দিষ্ট লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে নির্বাচন (MTS) করা হবে। এছাড়া জেনারেল ক্যাটাগরির জন্য আবেদন ফি থাকবে ১,০০০টাকা এবং ST,SC-দের জন্য ৫০০ টাকা। আবেদন ফি জমা করার জন্য ডিমান্ড ড্রাফট ব্যবহার করা যাবে।

উক্ত পদে আবেদনের জন্য আবেদনকারীদের IACS-এর অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ, www.iacs.res.in থেকে আবেদনপত্রটিকে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। এরপর আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করে তা পাসপোর্ট সাইজের Self Attested এক কপি ফটো।

Madhyamik 2023 – সামনেই মাধ্যমিক পরীক্ষা, মানতে হবে এই নিয়ম, কড়া সিদ্ধান্ত মধ্যশিক্ষা পর্ষদের।

তাছাড়া Self Attested বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, পূর্ব কাজের অভিজ্ঞতার  Self Attested প্রমাণপত্র(যদি থাকে) সহ নিম্নলিখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
INDIAN ASSOCIATION FOR THE CULTIVATION OF SCIENCE, Jadavpur, Kolkata – 700032.
এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Arpita Sen.

Leave a Comment