Madhyamik 2023 – সামনেই মাধ্যমিক পরীক্ষা, মানতে হবে এই নিয়ম, কড়া সিদ্ধান্ত মধ্যশিক্ষা পর্ষদের।

Madhyamik 2023 – মাধ্যমিক পরীক্ষা নিয়ে কড়া সিদ্ধান্ত মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে, না মানলেই বিপদ

আমরা রয়েছি ২০২২-এর একেবারে অন্তিম লগ্নে। আর কয়েকটা দিনের অপেক্ষা মাত্র, তারপরই আসতে চলেছে নতুন বছর অর্থাৎ,২০২৩। প্রতি বছরের মতো এবারেও (Madhyamik 2023) থাকছে মাধ্যমিক পরীক্ষা। আগামী ২৩শে ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এই মাধ্যমিক পরীক্ষা।

ইতোমধ্যেই দেশ তথা রাজ্যের বিভিন্ন পরীক্ষার্থীদের পাশাপাশি পরীক্ষাকেন্দ্রগুলিতে শুরু হয়ে গিয়েছে মাধ্যমিকের (Madhyamik 2023) জন্য যথাযথ প্রস্তুতিপর্ব। এই পরীক্ষাকে কেন্দ্র করেই কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ। এই উদ্দেশ্যে জেলা আহ্বায়ক,সাব ডিভিশনাল আহ্বায়ক ও অন্যান্য সদস্যদের নিয়ে একটি মনিটরিং কমিটিও গঠন করা হয়েছে।

তাহলে জেনে নেওয়া যাক সেই (Madhyamik 2023) মনিটরিং কমিটির কাজ সম্পর্কে।

১) মাধ্যমিক পরীক্ষা (Madhyamik 2023) চলাকালীন পরীক্ষাকেন্দ্রগুলিতে কড়া নজরদারির জন্য CCTV-র ব্যবস্থা করতে হবে।
২) পরীক্ষার্থীদের বসার জন্য পরীক্ষাকেন্দ্রগুলিতে নির্দিষ্ট সংখ্যক চেয়ার,টেবিল ও বেঞ্চের ব্যবস্থা করতে হবে। খেয়াল রাখতে হবে সেগুলি যেন শ্রেণিকক্ষে সুসজ্জিত থাকে।

৩) পরীক্ষাকেন্দ্রগুলিতে পরীক্ষার্থীদের সুবিধার জন্য পর্যাপ্ত পরিমাণ আলো-বাতাসের ও পানীয় জলের ব্যবস্থা থাকতে হবে। পাশাপাশি অসুস্থ পরীক্ষার্থীদের জন্য আলাদা ঘরেরও ব্যবস্থা করতে হবে।
৪) আগের থেকেই একটি পৃথক ঘরের ব্যবস্থা করতে হবে যেখানে পরীক্ষার্থীরা তাদের ব্যাগ ও অন্যান্য যাবতীয় সরঞ্জাম রাখতে পারবে।

৫) মাধ্যমিক পরীক্ষা চলাকালীন যাতে পরিদর্শক(Invigilator)-এর কোনোপ্রকার অসুবিধা না হয় সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে।
এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Arpita Sen.

Leave a Comment