Asha Karmi New Vacancy 2023 – পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর -I ব্লকে আশা কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এখানে মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলে অনায়াসে আবেদন করা যাবে। এখানে শুধুমাত্র বিবাহিত, বিবাহ বিচ্ছিন্ন , বিধবা মহিলারাই একমাত্র এই পদের জন্য আবেদন করতে পারবে। এছাড়া আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে প্রথম থেকে শেষ অব্দি দেখুন, যাচাই করুন তারপরে নিজের দায়িত্বে আবেদন করুন।
নিয়োগ সংস্থা | Bhagwanpur-I Block |
পদের নাম | আশা কর্মী (ASHA) |
মোট শূন্যপদ | নিচে উল্লেখ করে দেওয়া আছে। |
আবেদন মাধ্যম | অফলাইনে |
আবেদন শেষ | ১০-১০-২০২৩ |
নতুন চাকরির খবর – HDFC ব্যাঙ্কে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি, উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করুন
পদের নাম ও শূন্যপদ (Asha Karmi New Vacancy 2023)
১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – আশা কর্মী (ASHA)।
২) সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে ১০ জনকে নিয়োগ করা হবে।
বয়স সীমা ও বেতন
১) উল্লেখিত পদে আবেদন (Asha Karmi New Vacancy 2023) করার জন্য প্রার্থীদের এখানে বয়সসীমা সর্বনিম্ন ৩০ থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে। তপশিলী জাতি / তপশিলী উপজাটিভুক্ত আবেদনকারীদের বয়স হবে সর্বনিম্ন ২২ থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। আবেদন করার আগে অতি অবশ্যই ০১.০১.২০২৩ তারিখ অনুযায়ী বয়সের হিসাব করতে হবে। বিস্তারিত জানার জন্য অবশ্য সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিন।
২) যদি আপনারা এখানে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের এখানে সরকারি নিয়ম অনুযায়ী আশা কর্মীর যে বেতন দেওয়া হয় সেটাই দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা (Asha Karmi New Vacancy 2023)
এখানে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষকতা যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস বা তা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ বা অনুত্তীর্ণ হল এই পদের জন্য আবেদন করতে পারবে। তাছাড়া (Asha Karmi New Vacancy 2023) উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। এছাড়া প্রার্থীদের জেনে রাখা দরকার যেখান থেকে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে। এখানে শুধুমাত্র বিবাহিত, বিবাহ বিচ্ছিন্ন ,বিধবা মহিলারাই একমাত্র এই পদে আবেদন করতে পারবে।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
purbamedinipur.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
আবেদন করতে (Asha Karmi New Vacancy 2023) কি কি ডকুমেন্টস লাগবে?
১) বয়সের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড/ আধার কার্ড,
২) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
৩) অভিজ্ঞতার সার্টিফিকেট,(যদি থাকে)
৪) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো,
৫) এছাড়া আরো অন্যান্য,
কি ভাবে আবেদন করতে হবে?
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে (Asha Karmi New Vacancy 2023) আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য প্রার্থীদের সংস্কার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদনের ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সঙ্গে অবশ্যই যে যে নথি গুলি চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসার বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে যাচাই করে তবেই নিজের দায়িত্বে আবেদন করুন।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ১৩-০৯-২০২৩ |
আবেদন শুরু | ১৫.০৯.২০২৩ |
আবেদন শেষ | ১০.১০.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | purbamedinipur.gov.in |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
Download Form | Click Here |
নতুন চাকরির খবর –১৫০০ শূন্যপদে রাজ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগ, অনলাইন মাধ্যমে আবেদন