Bandhan Bank Recruitment 2023 – বন্ধন ব্যাংকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করুন।

Bandhan Bank Recruitment 2023 – রাজ্য সমস্ত বেকার চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। কেন্দ্রের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস ওয়েবসাইটে www.ncs.gov.in একটি সংস্থা থেকে বন্ধন ব্যাংকে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইচ্ছুক প্রার্থীরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। পুরুষ ও মহিলা উভয় এখানে আবেদনযোগ্য।

উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতায় আবেদন করা যাবে। এছাড়া আরও বিস্তারিত তথ্য পাওয়ার জন্য অবশ্য এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়ুন বুঝুন তারপরে নিজের দায়িত্বে আবেদন করুন। 

নিয়োগ সংস্থাPitrashish Marketing Enterprises Private Limited
পদের নামFinance, Insurance and Accounting Services
মোট শূন্যপদ৫০ টি
আবেদন মাধ্যমঅনলাইনে
আবেদন শেষ৩১-০৮-২০২৩

নতুন চাকরির খবর –১৫০০ শূন্যপদে রাজ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগ, অনলাইন মাধ্যমে আবেদন

পদের নাম ও শূন্যপদ

১) এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম গুলি হল ফাইন্যান্স, ইন্সুরেন্স বিভাগে ও অ্যাকাউন্ট সার্ভিস। 

২) এখানে ৫০ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। 

বয়স সীমা ও বেতন 

১) উল্লেখিত পদ গুলিতে আবেদন করার জন্য (Bandhan Bank Recruitment 2023) বয়স সীমা লাগছে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে। আবেদন করার সময় অবশ্যই ১৫-০৮-২০২৩ তারিখ অনুযায়ী বয়সের হিসাব করতে হবে। বিস্তারিতভাবে জানার জন্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ফলো করুন।

২) এখানে Pitrashish Marketing Enterprises Private Limited এর বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতি মাসে বেতন ২০,০০০/- থেকে ৩০,০০০/- হাজার টাকা ধার্য করা হয়েছে। 

শিক্ষাগত যোগ্যতা (Bandhan Bank Recruitment 2023)

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই সর্বনিম্ন উচ্চ মাধ্যমিক পাস হতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে। 

এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?

www.ncs.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন, বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

কি কি ডকুমেন্টস লাগবে?

১) বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড/ আধার কার্ড
২) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,

৩) অভিজ্ঞতার সার্টিফিকেট,
৪) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো,
৫) আরো অন্যান্য,

কি ভাবে (Bandhan Bank Recruitment 2023) আবেদন করতে হবে?

যে সকল চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করবেন ভাববেন তাদের এখানে অনলাইনে মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন করার জন্য NCS.GOV.IN পোর্টালে যেতে হবে সেখানে গিয়ে নিজের নাম ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

এরপরে যে পদের জন্য আবেদন করবে সেই পদটিকে চয়েস করে ও যে যে ডকুমেন্টস চেয়েছে সেগুলোকে সংযুক্ত করে নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য দেখবেন বুঝবেন তারপরেই নিয়ে দায়িত্বে আবেদন করবেন। আরও বিস্তারিত ভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ফলো করুন।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত১৫-০৮-২০২৩
আবেদন শুরু১৫-০৮-২০২৩
আবেদন শেষ৩১-০৮-২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটView Now
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now

Bandhan Bank Recruitment 2023 – বন্ধন ব্যাংকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করুন।

Q – এখানে আবেদনের শিক্ষাগত যোগ্যতা কি লাগছে ?
Ans – উচ্চ মাধ্যমিক পাস।

Q – কত জনকে এখানে নিয়োগ করা হবে ?
Ans – ৫০ জনকে নিয়োগ করা হবে।

Q – আবেদন করার জন্য বয়সসীমা কি লাগছে ?
Ans – ১৮ থেকে ৩২।

Q – আবেদন শুরু কবে থেকে?
Ans – ১৫-০৮-২০২৩ তারিখ থেকে।

Q – আবেদন করা শেষ তারিখ কবে?
Ans – ৩১-০৮-২০২৩ এই তারিখ অব্দি।

Legal Disclaimer –  
বিজ্ঞাপন ভিত্তিক এই প্রতিবেদনের সঙ্গে WBTAK.COM এর কোনো রকম যোগাযোগ বা আইনি দায়বদ্ধতা নেই। পাঠক এবং আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে যেখান থেকে এই বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই সংস্থাকে বিশদ জানার জন্য যোগাযোগ করতে পারেন এবং সেই বিজ্ঞপ্তি দেখে তবেই নিজের দায়িত্বে আবেদন করতে পারেন।