কবে পাবেন বাংলা আবাস যোজনার টাকা, 2023 এর বাংলা আবাস যোজনার লিস্ট (Banglar Awas yojana 2023).
পশ্চিমবঙ্গের Banglar Awas yojana 2023 এর লিস্ট প্রকাশ করলো রাজ্য সরকার। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার আবাস যোজনার জন্য টাকা পাঠিয়েছে রাজ্যে। আজ আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। আপনি যদি এই যোজনায় বাড়ি করার টাকা না পেয়ে থাকেন তাহলে আপনার জন্য বিরাট সুখবর। কারণ ২০২৩ সালে তৈরী হতে পারে লক্ষের বেশি ঘর।
আজকে আমরা জানবো কিভাবে আপনি আপনার নাম চেক করবেন। এবং তার সঙ্গে সঙ্গে জানাবো আপনি কত টাকা পাবেন এবং কিভবে পাবেন। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। পশ্চিবঙ্গে যে সমস্ত বসবাসকরীদের পাকা বাড়ি নেই টিনের সেড বা টালির ছাদ এর বাড়ি তাদের পাকা বাড়ির করার জন্য টাকা দেবেন রাজ্য সরকার। এই প্রকল্পটির নাম বাংলা আবাস যোজনা (Banglar Awas yojana).
Ujjwala Yojana – মিলবে বিনামূল্যে LPG Cylinder, জানুন কি করতে হবে।
১) এই যোজনার মাধ্যমে তিনটি কিস্তিতে ১,২০,০০০/- টাকা দেয়া হয় ।
২) প্রথম কিস্তি ৫৪,০০০/- টাকা যার মাধ্যমে বাড়ির জানলা প্রজন্ত কাজ করতে হয় ।
৩) দ্বিতীয় কিস্তিতে ৪৫,০০০/- টাকা যার দ্বারা বাড়ির লিন্টেল লেভেল পর্যন্ত নির্মাণ সম্পূর্ণ করতে হয় ।
৪) তৃতীয় কিস্তিতে ৩০,০০০/- টাকা দেওয়া হয়, এই টাকা দিয়ে ছাদ ও প্লাস্টার এবং জানলা দরজা সম্পূর্ণ করতে হয়।
নামের লিস্ট চেক করার পদ্ধতি। Banglar Awas yojana status check.
১) প্রথমে আপনার Wbhousing.gov.in বা pmayg.nic.in এই দুটির মধ্যে যেকোনো একটি ওয়েব সাইটে যেতে হবে ।
২) তারপরে Awaasoft অপশনে গিয়ে Report এ ক্লিক করবেন। যেখনে আপনি দেখতে পারবেন লিস্ট
3) এছাড়াও আপনি আপনার ব্লক অফিসে বা গ্রাম পঞ্চায়েত এ গিয়ে দেখতে পারেন এই লিস্ট। অথবা কোনো সাইবার ক্যাফে গিয়েও দেখতে পারেন।
আবাস যোজনায় টাকা পেতে প্রয়োজনিও ডকুমেন্ট। Bangla Awas yojana documents required.
শ্রমিক কার্ডের কি ভাবে আবেদন করবেন ও সুবিধা কি কি? e-SHRAM Card Online Registration 2023.
আঁধার কার্ড ,ভোটার কার্ড ,জব কার্ড ,ডিজিটাল রেশন কার্ড ,ব্যাঙ্কের একাউন্ট বই,ফটোকপি। তাহলে আর দেরি কেনো তারাতারি যান চেক করুন আপনার নাম এবং নিয়ে নিন আপনার টাকা। এবং যদি আপনার নাম না থাকে অথবা আপনি অ্যাপ্লাই না করে থাকেন তাহলে তারাতারি আপনার নিকটবর্তী পঞ্চায়েত অফিসে যান এবং আবেদন করুন। এবং এই প্রকল্পের আওতায় আপনার বাড়ি বানান।
এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Soham Senapati.
FAQ: Bangla Awas yojana 2023 বা বাংলা আবাস যোজনা।
Q. কিভাবে দেখবো আবাস যোজনার ঘরের লিস্ট ? Banglar Awas yojana status check.
Ans. আবাস যোজনার ঘরের লিস্ট দেখতে প্রথমে আপনার Wbhousing.gov.in বা pmayg.nic.in এই দুটির মধ্যে যেকোনো একটি ওয়েব সাইটে যেতে হবে। এছাড়াও আপনি আপনার ব্লক অফিসে বা গ্রাম পঞ্চায়েত এ গিয়ে দেখতে পারেন।
Q. কত টাকা দেওয়া হয় আবাস যোজনা ঘর তৈরি করতে ? Banglar Awas yojana Amount?
Ans. এই যোজনার মাধ্যমে তিনটি কিস্তিতে ১,২০,০০০/- টাকা দেয়া হয়।
Q. কি কি ডকুমেন্ট জমা করতে হবে, নতুন আবাস যোজনায় আবেদন করতে? Bangla Awas yojana documents required.
Ans. আঁধার কার্ড ,ভোটার কার্ড ,জব কার্ড ,ডিজিটাল রেশন কার্ড ,ব্যাঙ্কের একাউন্ট বই,ফটোকপি।