BCW Department Recruitment 2024- সমস্ত চাকরি প্রার্থীদের জন্য বিশেষ খুশির খবর। ব্যাকওয়ার্ড ক্লাস উন্নয়ন দপ্তরে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। এ ছাড়া আরও বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি পড়বেন, বুঝবেন তারপরেই নিজের দায়িত্বে আবেদন পদ্ধতি সম্পূর্ণ করবেন।
নিয়োগ সংস্থা | BCW Department |
পদের নাম | Various |
মোট শূন্যপদ | নিচে উল্লেখ করা আছে |
আবেদন মাধ্যম | অনলাইনে |
শেষ তারিখ | ৩১-০১-২০২৪ |
নতুন চাকরির খবর – অষ্টম পাশে ব্যাঙ্কে কর্মী নিয়োগ,আবেদন পদ্ধতি দেখুন
পদের নাম (BCW Department Recruitment 2024)
এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Superintendent, Caretaker and Darwan-cum Night guard।
বয়স সীমা ও বেতন
১) যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৪০ এর মধ্যে থাকতে হবে তাহলে আবেদন করা যাবে।
২) যেহেতু এখানে তিন ধরনের পদ (BCW Department Recruitment 2024) আছে প্রত্যেক পদে আলাদা আলাদা বেতন উল্লেখ করা আছে নিচে তা বিস্তারিত আলোচনা করা হলো।
Superintendent – এই পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতিমাসে ১২,০০০/- টাকা প্রদান করা হবে।
Caretaker – আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতিমাসে ৮০০০/- টাকা প্রদান করা হবে।
Darwan-cum Night guard – এই পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতিমাসে ৩৫০০/- টাকা প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা (BCW Department Recruitment 2024)
যেহেতু এখানে অনেকগুলি পদ আছে প্রত্যেক পদে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগছে সে ক্ষেত্রে কিছু পদে মাধ্যমিক পাস, এইট পাস এছাড়া গ্রাজুয়েশন আছে অতি অবশ্যই সমস্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
howrah.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
নিয়োগ পদ্ধতি কি আছে?
এখানে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর (BCW Department Recruitment 2024) মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে।
কি ভাবে আবেদন করতে হবে?
১) এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২) সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৩) এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
৪) তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
৫) সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
৬) আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ১১-০১-২০২৪ |
আবেদন শুরু | ১৫-০১-২০২৪ |
আবেদন শেষ | ৩১-০১-২০২৪ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | howrah.gov.in |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
More Details | Click Here |
নতুন চাকরির খবর – পৌরসভায় ক্লার্ক কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন