Indian Bank Recruitment 2024 – অষ্টম পাশে ব্যাঙ্কে কর্মী নিয়োগ,আবেদন পদ্ধতি দেখুন।

Indian Bank Recruitment 2024 – রাজ্যের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য ভালো খবর। ইন্ডিয়ান ব্যাঙ্কে তরফ থেকে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখানে মাধ্যমিক ও এইট পাশ যোগ্যতা আবেদন করা যাবে। ইচ্ছুক প্রার্থীরা অফলাইনের মাধ্যমে নিজেদের আবেদন সম্পন্ন করতে পারবে। এ ছাড়া আরও বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই এই প্রতিবেদন টি প্রথম থেকে শেষ অবধি পড়বেন, বুঝবেন তারপরেই নিজের দায়িত্বে আবেদন পদ্ধতি সম্পূর্ণ করবেন।

নিয়োগ সংস্থাIndian Bank Self Employment Training Institute (INDSETI)
পদের নামAttender ও Watchman Cum Gardener
মোট শূন্যপদনিচে উল্লেখ করা আছে
আবেদন মাধ্যমঅফলাইনে
শেষ তারিখ ২৫-০১-২০২৪

নতুন চাকরির খবর –রাজ্য পুলিশে ডাটা এন্ট্রি অপারেটর কর্মী নিয়োগ,

পদের নাম (Indian Bank Recruitment 2024)

এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Attender ও Watchman Cum Gardener।

বয়স সীমা ও বেতন 

১) যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা সর্বনিম্ন ২২ থেকে সর্বোচ্চ ৪০ বছর মধ্যে বয়স থাকলেই এখানে আবেদন করা যাবে। 

২) এখানে যদি আপনার আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতিমাসে ৮,০০০/-টাকা প্রদান করা হবে। 

শিক্ষাগত যোগ্যতা (Indian Bank Recruitment 2024)

যেহেতু এখানে দুটি পদ আছে সে ক্ষেত্রে দুটি পদে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগছে  নিজে তার বিস্তারিত উল্লেখ করা হলো। 

Watchman Cum Gardener – এই পদে আবেদন করার জন্য শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস থাকলেই আবেদন করা যাবে।

Attender – এই পদে আবেদন করার জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই আবেদন করা যাবে। 

এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?

www.indianbank.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

কি ভাবে আবেদন করতে হবে? 

যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। সর্বপ্রথম নিজে থেকে একটি বায়োডাটা তৈরি (Indian Bank Recruitment 2024) করতে হবে এবং কোন পদের জন্য আবেদন করছেন সেটা উল্লেখ করতে হবে সমস্ত সেখানে তথ্য উল্লেখ করে সঙ্গে অবশ্যই যে যে নথি গুলি চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

এছাড়া এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন দেখবেন, বুঝবেন, যাচাই করবেন তবে নিজের দায়িত্বে আবেদন করবেন।

গুরুত্বপূর্ন তারিখ

ইন্টারভিউ তারিখ ২৫.০১.২০২৪

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটwww.indianbank.in
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now
More DetailsClick Here

নতুন চাকরির খবর – শিশু সুরক্ষা দপ্তরের কর্মী নিয়োগ,