DCPU Recruitment 2024 – রাজ্যের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। আবারো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দপ্তরের তরফ থেকে শিশু সুরক্ষা দপ্তরের অধীনে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ভারতবর্ষের নগরীর তথা পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার উভয় চাকরি প্রার্থী এখানে আবেদনযোগ্য।
এছাড়া এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগছে? বয়সসীমা ও বেতন কি আছে? সমস্ত বিষয় বিস্তারিত তথ্য পাওয়ার জন্য অবশ্যই এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি পড়বেন, বুঝবেন তারপরেই নিজের দায়িত্বে আবেদন পদ্ধতি সম্পূর্ণ করবেন।
নিয়োগ সংস্থা | DM Office Jalpaiguri |
পদের নাম | Various |
মোট শূন্যপদ | ১১ টি |
আবেদন মাধ্যম | অফলাইনে |
শেষ তারিখ | ২৪-০১-২০২৪ |
নতুন চাকরির খবর –রাজ্যর স্কুলে কর্মী নিয়োগ, পুরুষ মহিলা উভয় আবেদনযোগ্য
পদের নাম ও শূন্যপদ
১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Counsellor, House Father, Para Medical Staff।
২) এখানে মোট ০৩ জনকে নিয়োগ করা হবে। প্রতিপদে একজন করে লোক নেওয়া হবে।
বয়স সীমা ও বেতন (DCPU Recruitment 2024)
১) যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা সর্বনিম্ন ২১ সর্বোচ্চ ৪০ বছর মধ্যে বয়স থাকলেই এখানে আবেদন করা যাবে শুধুমাত্র Counsellor পদে আবেদন করার জন্য বয়স সীমা ২৪ থেকে ৪০ বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করা যাবে।
২) যেহেতু এখানে অনেকগুলি শূন্যপদ আছে প্রত্যেক শুন্যপদে আলাদা আলাদা বেতন উল্লেখ করা আছে নিচে তার বিস্তারিত উল্লেখ করে দেওয়া হল।
Counsellor – এই পদে আপনার (DCPU Recruitment 2024) যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে ২৩,১৭০/- টাকা প্রদান করা হবে।
House Father – আপনার যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে ১৪,৫৬৪/- টাকা প্রদান করা হবে।
Para Medical Staff – এই পদে আপনার যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে ১২,০০০/- টাকা প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা (DCPU Recruitment 2024)
উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে এবং কিছু পদ আছে যেখানে ডিপ্লোমা সম্পন্ন করা থাকতে হবে। অবশ্যই আবেদন করার আগে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে অফলাইনের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে পারেন।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
jalpaiguri.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
কি ভাবে আবেদন করতে হবে?
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে (DCPU Recruitment 2024) আবেদন করতে পারেন। আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদনের ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সঙ্গে অবশ্যই যে যে নথি গুলি চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
এছাড়া এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন দেখবেন, বুঝবেন, যাচাই করবেন তবে নিজের দায়িত্বে আবেদন করবেন।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ০৫-০১-২০২৪ |
শেষ তারিখ | ২৪-০১-২০২৪ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | jalpaiguri.gov.inn |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
More Details | Click Here |
নতুন চাকরির খবর – জেলায় DM অফিসে কর্মী নিয়োগ, বেতন প্রতিমাসে ১২,০০০/- টাকা