দেশে চাকরি চাহিদা বরাবরই বেশি রয়েছে। এবং সেটি যদি সরকারি চাকরি হয় তাহলে তো তার চাহিদা আরো বেশি। আজ এমনই একটি কেন্দ্রীয় সরকারি চাকরির শূন্য পদ নিয়ে আপনাদের জানাতে চলেছি। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা Boardcast Engineering Consultants India Limited (BECIL) এর পক্ষ থেকে পশ্চিমবঙ্গে বেশ কিছু সংখ্যক গ্ৰুপ ‘সি’ পদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি করেছেন তারা। মাসে বেশ মোটা অংকের মাইনে পাওয়া যাবে এখানে। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত !
কেন্দ্রীয় সরকারের অন্তর্গত সংস্থা BECIL থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, কলকাতা জেলার চিত্তরঞ্জন ন্যাশানাল ক্যান্সার ইনস্টিটিউটে যে সব শূন্যপদে কর্মী নিয়োগ করার জন্য। মোট দুটি পদে কর্মী নিয়োগ করা হবে, Radiotherapy Technician ও Senior Radiotherapy Technician.
আরও পড়ুন- DA updated News – তবে কি DA মিলবে, ‘পেন ডাউন কর্মসূচি কতটা সাফল্য পাবে!
Radiotherapy Technician পদে চাকরির জন্য আবেদন করতে গেলে, AERB অনুমোদিত যে কোনো ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে Radiotherapy Technology তে ৩ বছরের B.Sc কোর্স কমপ্লিট করা আবশ্যিক। সেই সঙ্গে সঙ্গে এই পদে কমপক্ষে ,৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ হওয়া আবশ্যিক, তবে এতে বয়সের ঊর্ধ্বসীমা কত হবে তা এখন অব্দি জানানো হয়নি। এই পদে চাকরি পেলে বেতন হিসাবে ২৫ হাজার টাকা দেওয়া হবে। তবে পরবর্তীতে বেড়ে তা কত দাঁড়াবে সে নিয়ে কোন কিছু বলা হয়নি।
Senior Radiotherapy Technician পদে চাকরির আবেদন করতে গেলে, শিক্ষাগত যোগ্যতা উপরের মতো একই থাকতে হবে। কিন্তু তার ইন্ডাস্ট্রিতে আট বছর অথবা তার বেশি অভিজ্ঞতা থাকা আবশ্যিক। এক্ষেত্রেও আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ হতে হবে, তবে এই পদে চাকরি পেলে বেতনের পরিমাণ কমপক্ষে ৬০ হাজার টাকা হবে।
চলুন এবারে আমরা ধাপে ধাপে জেনে নেব কিভাবে আমরা এই চাকুরীর জন্য আবেদন করব ?
- সর্ব প্রথমে আমাদের BECIL এর অফিসিয়াল ওয়েবসাইট www.becil.com এ প্রবেশ করতে হবে।
- এরপর ওই ওয়েবসাইটের Career Section অপশনে ক্লিক করে ,Registration Form Online এই অপশন এ ক্লিক করতে হবে।
- এরপর আপনার সামনে একটি রেজিস্ট্রেশন ফর্ম আসবে সেখানে আপনার,নাম, ঠিকানা, ই-মেইল আইডি ও ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
- এর পরবর্তী ধাপে আপনার সামনে একটি এপ্লিকেশন ফর্ম ওপেন হবে, এই ফর্মে চাওয়া সমস্ত তথ্য দিয়ে ওকে অপশনে ক্লিক করে তারপর নেক্সট বাটনে ক্লিক করতে হবে।
- এরপর ওখানে চাওয়া সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট একে একে স্ক্যান কপি আপলোড করতে হবে।
- এরপর আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। যা জেনারেল, OBC, Ex-Serviceman ও মহিলা প্রার্থীদের জন্য ৮৮৫ টাকা এবং SC, ST, EWS ও PH প্রার্থীদের ৫৩১ টাকা ।