Best Smartphone Under 9K – বর্তমান যুগে স্মার্টফোন ছাড়া জীবন কার্যত অচল। আর ঠিক এই সময় আপনি যদি নতুন স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন তা যদি হয় বাজেটের মধ্যে তাহলে এই প্রতিবেদনটি আপনার কাজে আসবে। আপনি যদি ৯ হাজার টাকার মধ্যে ভালো স্মার্টফোন নিতে চান তাহলে নিচের বিবরণ দেওয়া এই ফোনগুলি একবার ব্যবহার করে দেখতে পারেন।
মূলত বাজেট ফোন মানে যে ফোনে ব্যাটারি খুব ভালো হতে হবে। থাকতে হবে ভালো ক্যামেরা ও তার সঙ্গে যদি একটু গেম খেলা যায় তাহলে তো কোন কথাই হবে না। সেই জন্যই বাজেট গ্রাহকদের কথা ভেবেই আজকের এই প্রতিবেদনটি। এখানে যে যে ফোনগুলি উল্লেখ করা হয়েছে, সেই ফোনগুলি amazon ইন্ডিয়াতে বর্তমানে খুব ভালো ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে আপনারা অবশ্যই কিনে নিতে পারেন।
৯,০০০ টাকার মধ্যে যেসব (Best Smartphone Under 9K) ফোন গুলি সেগুলি হল –
1) Redmi 12C – এই ফোনটি ৮০০০/- টাকার নিচে যেমন তেমনি এই ফোনের প্রসেস খুবই ভালো। সাথে থাকছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। ব্যাটারির দিক থেকে 5000 mah ব্যাটারিযুক্ত এই ফোনটি।
১) দাম: ৭,৭৯৯ টাকা।
২) ডিসপ্লে: 6.71 ইঞ্চি (17.04 সেমি) 268 PPI, IPS LCD 60 Hz রিফ্রেশ রেট।
৩) প্রসেসর: অক্টা কোর (2 GHz, ডুয়াল কোর + 1.8 GHz, Hexa Core) MediaTek Helio G85 4 GB RAM।
৪) ব্যাটারি: 5000 mAh Micro-USB পোর্ট অপসারণযোগ্য।
৫) অপারেটিং সিস্টেম:অ্যান্ড্রয়েড v12 (Best Smartphone Under 9K)
৬) ক্যামেরা: 50 MP + 0.08 MP ডুয়াল প্রাইমারি ক্যামেরা LED Flash 5MP ফ্রন্ট ক্যামেরা।
2) Samsung Galaxy M04 – Samsung এর ফোন মানেই আর কিছু যায় হোক না হোক ডিসপ্লে নিয়ে কোন কথা হবে না। ভালো প্রসেসর যুক্ত এই ফোন দাম খুবই অল্প বর্তমানে। সঙ্গে ১৩ মেগাপিক্সেলের ও ২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা পাওয়া যাচ্ছে।
১) দাম: ৬,৯৯৯ টাকা।
২) ডিসপ্লে: 6.5 ইঞ্চি (16.51 সেমি) 270 PPI, PLS LCD।
৩) প্রসেসর: অক্টা কোর (2.3 GHz, Quad Core + 1.8 GHz, Quad core) MediaTek Helio P35 4 GB RAM।
৪) ব্যাটারি: 5000 mAh USB টাইপ-সি পোর্ট অপসারণযোগ্য।
৫) অপারেটিং সিস্টেম:অ্যান্ড্রয়েড v12 (Best Smartphone Under 9K)
৬) ক্যামেরা: 13 এমপি + 2 এমপি ডুয়াল প্রাইমারি ক্যামেরা এলইডি ফ্ল্যাশ 5 এমপি ফ্রন্ট ক্যামেরা।
3) Tecno Spark 9 – এই ফোনটি যদিও মার্কেটে নতুন তবে অনেক পুরনো ব্র্যান্ড কে টেক্কা দেওয়ার মতো ক্ষমতা রাখে। বড় ডিসপ্লে যুক্ত সঙ্গে 90 Hz রিফ্রেশ রেটও পাওয়া যাবে। এটি ব্যবহার করে দেখতে পারেন মার্কেটে ভালো সুনাম আছে।
১) দাম: ৭,৯৯৯ টাকা। (Best Smartphone Under 9K)
২) ডিসপ্লে: 6.6 ইঞ্চি (16.76 সেমি) 266 PPI, IPS LCD 90 Hz রিফ্রেশ রেট।
৩) প্রসেসর: অক্টা কোর (2.3 GHz, Quad Core + 1.8 GHz, Quad core) MediaTek Helio G37 3 GB RAM।
৪) ব্যাটারি: 5000 mAh Micro-USB পোর্ট অপসারণযোগ্য।
৫) অপারেটিং সিস্টেম:অ্যান্ড্রয়েড v12
৬) ক্যামেরা: 13 এমপি + 0.08 এমপি ডুয়াল প্রাইমারি ক্যামেরা ডুয়াল এলইডি ফ্ল্যাশ 8 এমপি ফ্রন্ট ক্যামেরা।
4) Realme Narzo N53 – বর্তমানে এই ফোনের আরো যেসব মডেল আছে সেগুলির মধ্যে থেকে যদি বাজেট ফোন বলা হয়ে থাকে তাহলে এক কথায় এই মডেলটি বলা হচ্ছে। এই (Best Smartphone Under 9K) ফোনের সাথে এন্ড্রয়েড ভার্সন ১৩ লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে। সঙ্গে ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
১) দাম: ৮,৯৯৯ টাকা।
২) ডিসপ্লে: 6.74 ইঞ্চি (17.12 সেমি) 390 PPI, IPS LCD 90 Hz রিফ্রেশ রেট।
৩) প্রসেসর: অক্টা কোর (1.8 GHz, ডুয়াল কোর + 1.8 GHz, Hexa Core) Unisoc T612 4 GB RAM।
৪) ব্যাটারি: 5000 mAh Super VOOC চার্জিং ইউএসবি টাইপ-সি পোর্ট।
৫) অপারেটিং সিস্টেম:অ্যান্ড্রয়েড v13 (Best Smartphone Under 9K)
৬) ক্যামেরা: 50 এমপি ডুয়াল প্রাইমারি ক্যামেরা এলইডি ফ্ল্যাশ 8 এমপি ফ্রন্ট ক্যামেরা।
5) POCO M5 – বাজেটের মধ্যে যদি গেমিং ফোন বলা হয়ে থাকে তাহলে এই ফোনটি হবে সবার সবার সেরা। কারণ এখানে যেমন ভালো প্রসেসর দেওয়া আছে ঠিক তেমনি ৫০ মেগাপিক্সেল ও সঙ্গে আরো 2+2 করে প্রাইমারি ক্যামেরাযুক্ত একটি ভালো ফোন। ডিসপ্লেও থাকছে দুর্দান্ত। যারা বাজেটের মধ্যে একটি ভালো গেমিং ফোন চাইছে তাদের জন্য এই ফোনটি সেরা হতে পারে।
১) দাম: ৮,৪৯৯ টাকা।
২) ডিসপ্লে: 6.58 ইঞ্চি (16.71 সেমি) 401 PPI, IPS LCD 90 Hz রিফ্রেশ রেট।
৩) প্রসেসর: অক্টা কোর (2.2 GHz, ডুয়াল কোর + 2 GHz, Hexa Core) MediaTek Helio G99 4 GB RAM। (Best Smartphone Under 9K)
৪) ব্যাটারি: 5000 এমএএইচ ফাস্ট চার্জিং ইউএসবি টাইপ-সি পোর্ট।
৫) অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড v12
৬) ক্যামেরা: 50 MP + 2 MP + 2 MP ট্রিপল প্রাইমারি ক্যামেরা LED Flash 8 MP ফ্রন্ট ক্যামেরা।
কম বাজেটে দুর্দান্ত ফোন কিনতে চাইছেন? রইল কম দামে সেরা কিছু ফোনের সন্ধান